বাংলা নিউজ > বায়োস্কোপ > Ronnie Screwvala on Pathaan: ওঁর এত জ্বলছে কেন?- পাঠান-দঙ্গল বিতর্কে রনি স্ক্রুওয়ালাকে তুলোধনা শাহরুখ ভক্তদের

Ronnie Screwvala on Pathaan: ওঁর এত জ্বলছে কেন?- পাঠান-দঙ্গল বিতর্কে রনি স্ক্রুওয়ালাকে তুলোধনা শাহরুখ ভক্তদের

পাঠান-দঙ্গল বিতর্কে রনি স্ক্রুওয়ালাকে তুলোধনা শাহরুখ ভক্তদের

Ronnie Screwvala on Pathaan: রনি স্ক্রুওয়ালা দাবি করেন পাঠান নাকি কোনদিন দঙ্গলের রেকর্ড ভাঙতে পারবে না। পরে যখন তরণ আদর্শ তাঁকে প্রমাণ দেখান তখন তিনি সেই পোস্ট ডিলিট করে দেন।

পাঠান মুক্তি পাওয়ার পর থেকেই বক্স অফিসে একটার পর একটা রেকর্ড ভেঙে চলেছে। দেশ তো বটেই আন্তর্জাতিক মঞ্চেও ভারতীয় ছবি হিসেবে ব্যবসার নিরিখে দারুণ রেকর্ড গড়েছে এই ছবি। আর গোটা ব্যাপারটা নিয়ে বেশ উন্মাদনা, আলোচনাও দেখা যাচ্ছে পাঠান থুড়ি, শাহরুখ ভক্তদের মধ্যে। এবার প্রযোজক রনি স্ক্রুওয়ালা পাঠানের ব্যবসা নিয়ে এক অদ্ভুত দাবি করে বসেন। তিনি একটি টুইট করে বলেন যে এই ছবিটি নাকি কোনদিন বক্স অফিসে দঙ্গলের রেকর্ড ভাঙতে পারবে না। তবে পরে তিনি তাঁর এই টুইট ডিলিটও করে দেন। ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ যখন জানান যে এই ছবি ইতিমধ্যেই দঙ্গলের রেকর্ড ভেঙে ফেলেছে। এখন এটি কেজিএফ ২, বাহুবলী ২ -এর রেকর্ড ভাঙতে বসেছে।

এই বিষয়ে রনি লেখেন, 'ফ্যাক্ট অনুযায়ী সঠিক থাকার জন্য বলছি, দঙ্গল গোটা পৃথিবী জুড়ে সেরা ব্যবসা করা বলিউড ছবি হয়েই থাকবে। কেবল মাত্র চিনেই এই ছবি ১২০০ কোটি টাকার বেশি ব্যবসা করেছিল।' তরণ এই টুইটে উত্তর দেন। তিনি লেখেন, ‘পাঠান কেজিএফ ২ হিন্দির রেকর্ড ভেঙে ফেলল বুধবার। আগামী দিনে বাহুবলী ২ -এর রেকর্ড ভাঙতে চলেছে এই ছবি।’ তারপর তিনি এই সপ্তাহে পাঠানের রোজগার বিস্তারিত ভাবে জানিয়ে লেখেন, 'শুক্রবার ১৩.৫০ কোটি, শনিবার ২২.৫০ কোটি, রবিবার ২৭.৫০ কোটি, সোমবার ৮.২৫ কোটি, মঙ্গলবার ৭.৫০ কোটি টাকার ব্যবসা করেছিল।' অর্থাৎ মঙ্গলবার পর্যন্ত এই ছবির মোট ব্যবসা ছিল ৪৩০.২৫ কোটি।

<p>রনি স্ক্রুওয়ালার টুইট</p>

রনি স্ক্রুওয়ালার টুইট

রনি স্ক্রুওয়ালা ভারতের অন্যতম জনপ্রিয় প্রযোজক। তিনি দর্শকদের উড়ি, চেন্নাই এক্সপ্রেস, ধামাকা, ইত্যাদি উপহার দিয়েছেন। ডিএনএর রিপোর্ট অনুযায়ী, টুইটটায় যে কেবল তরণ আদর্শ ভুল ধরিয়েছেন এমনটা নয়। শাহরুখ ভক্তরাও বেজায় ক্ষেপে গিয়েছেন। এক ব্যক্তি তাঁর এই পোস্টে কমেন্ট করেছিলেন, 'ভারতের অন্যতম সেরা প্রযোজকদের মধ্যে একজন হয়েও ১৫ বছর বয়সী একটা বাচ্চার মতো তুলনা করলেন!' আরেক ব্যক্তি লেখেন, ' ওঁর পাঠানের সাফল্য দেখে এতটা জ্বলছে কেন?'

গত ২৫ জানুয়ারি শাহরুখ খান অভিনীত পাঠান মুক্তি পেয়েছিল। এখানে মুখ্য ভূমিকায় শাহরুখ খান, দীপিকা পাড়ুকোন, জন আব্রাহামকে দেখা গিয়েছিল। ডিম্পল কাপাডিয়া এবং আশুতোষ রানাও ছিলেন এই ছবিতে।

বায়োস্কোপ খবর

Latest News

সিংহ-কন্যা-তুলা-বৃশ্চিক রাশির কেমন কাটবে আজকের দিন? জানুন রাশিফল মেষ-বৃষ-মিথুন-কর্কট রাশির কেমন কাটবে আজকের দিন? জানুন রাশিফল আরও দুর্বল হবে নিম্নচাপ, বৃহস্পতিতে ভারী বৃষ্টি হবে? পরদিন সতর্কতা জারি ৫ জেলায় 'মমতার বৈঠকে খুব সুন্দরভাবে হয়েছিল, আজ...’, জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি উঠছে? ‘মৃত্যু সিওর হয়ে গিয়েছিল’, বীরভূমে বন্যা দেখতে গিয়ে নদীতে পড়লেন ২ সাংসদ, ১ MLA আন্দোলনের নামে রাস্তায় বসে মদ খাচ্ছে মেয়েরা! TMC মন্ত্রীর কটাক্ষ,জবাব অপরাজিতার ১৪৪ বল বাকি থাকতে SA-কে হারিয়ে ইতিহাস আফগানিস্তানের! একমাত্র ভারতই অপরাজেয় থাকল নেই সরফরাজ-জুরেল! ওপেনার যশস্বী!নজরে প্রথম টেস্টে ভারত-বাংলাদেশের সম্ভাব্য একাদশ দু’‌ঘণ্টা পর শেষ নবান্নের বৈঠক, মুখ্যসচিবের সঙ্গে কী কথা হয় জুনিয়র ডাক্তারদের?‌ ‘কাউকে টেকেন ফর গ্রান্টেড…’, মমতা সরকারকে তোপ পরমের, পালটা জবাব রুদ্রনীলের

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.