বাংলা নিউজ > বায়োস্কোপ > Roopa Ganguly On Meyebela: ‘বাড়ি এসে কেঁদেছি পর্যন্ত…’, রূপা নিজের মুখে জানালেন ‘মেয়েবেলা’ ছাড়ার আসল কারণ

Roopa Ganguly On Meyebela: ‘বাড়ি এসে কেঁদেছি পর্যন্ত…’, রূপা নিজের মুখে জানালেন ‘মেয়েবেলা’ ছাড়ার আসল কারণ

বীথিকা মিত্রের চরিত্রে রূপা গঙ্গোপাধ্যায়। 

মেয়েবেলা ধারাবাহিক ছেড়ে দিয়েছেন রূপা। নতুন ‘বিথীকা মিত্র’ হিসেবে তাঁর জায়গা নিয়েছে অনুশ্রী দাস। কেন এত জলদি ছাড়লেন কাজ? মুখ খুললেন অভিনেত্রী। 

প্রায় বছর আটের গ্ল্যামার ওয়ার্ল্ড থেকে দূরে ছিলেন রূপা গঙ্গোপাধ্যায়। তারপর ক্যামেরার সামনে ফিরলেন স্টার জলসার মেয়েবেলা ধারাবাহিকের হাত ধরে। শুরু থেকেই চর্চায় এই মেগা। টিআরপি তালিকাতেও ভালো ফলই করছে। বীথিকা চরিত্রটা নিয়েও কম আলোচনা হচ্ছে না। কিন্তু মাত্র চার মাসে ধারাবাহিক ছাড়লেন রূপা। ইতিমধ্যেই তাঁর জায়গায় দর্শক দেখছে অনুশ্রী দাসকে। কেন এমন সিদ্ধান্ত নিলেন রূপা। 

ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় অনেকে বলতে শুরু করেছেন, ‘রূপা ছাড়া বীথি মাসিকে ভালো লাগছে না। এরকম একটা গুরুত্বপূর্ণ চরিত্রে হঠাৎ বদল নেওয়া যাচ্ছে না।’ কেন এমন সিদ্ধান্ত নিয়েছেন তা নিয়ে প্রশ্ন করা হলে আনন্দ প্লাসকে রূপা জানালেন, ‘ধারাবাহিকে যে অসভ্যতা দেখানো হচ্ছিল তা আমি মানতে পারছিলাম না। এই সময়ে দাঁড়িয়ে একটা সিরিয়াল এতটা রিগ্রেসিভ হতে পারে তা সত্যিই ভাবা যায় না।’

রূপা জানান, তিনি এই ধারাবাহিক করতে রাজিই হয়েছিলেন গল্পের কারণে। কিন্তু তাঁকে যে ক্যারেক্টার ব্রিফ দেওয়া হয়েছিল পরে দেখা যায় তাঁর সঙ্গে চরিত্রের কোনও মিল নেই। যে মাত্রায় নোংরামো দেখানো হচ্ছিল তাতে বাধ্য হয়েই সিরিয়াল ছাড়ার সিদ্ধান্ত নেন তিনি। 

প্রসঙ্গত, ধারাবাহিকে খলনায়িকা হিসেবে দেখানো হচ্ছে বীথিকা মিত্রকে। যে শাশুড়ি মউয়ের ক্ষতি করার চেষ্টা করছে। কখনও মউকে ভিলেন বানানোর জন্য শাশুড়ি গলার হার বাথরুমের ড্রেনে ফেলে দিচ্ছে তো কখনও আবার খাবারের থালা লুকিয়ে রাখছে। শাশুড়ি-বৌমা যাতে একসঙ্গে রাত কাটাতে না পারে তার জন্য অনবরত করে চলেছে প্ল্যানিং আর প্লটিং। 

রূপা বলেন, ‘এগুলো চল্লিশ বছর আগে দেখালে মেনে নেওয়া যেত। সবচেয়ে বড় কথা বীথি যে ঘটনাগুলো ঘটাচ্ছে তার পিছনে কোনও যুক্তিও নেই।’

রূপা আরও জানান তিনি ক্রমাগত এই নিয়ে মেয়েবেলা-র নির্মাতা ও চ্যানেলের সঙ্গে কথা বলছিলেন। কিন্তু তাঁকে বারবার শুনতে হয়েছে, ‘বাজারে এটাই চলছে’। প্রযোজকর নিসপালের সঙ্গেও যোগাযোগ করেন তিনি। কিন্তু তাতেও কাজ না হওয়ায় এপ্রিল মাসে প্রযোজককে চিঠি দেন। 

রূপা আরও জানান অনেকেই তাঁকে জানিয়েছিলেন, মেয়েবেলা-য় তাঁর চরিত্রটিকে ভালো লাগছে না। আমারও কষ্ট হচ্ছিল চরিত্রটা করতে। মানসিক কষ্ট পাচ্ছিলেন। প্রতিদিন সেট থেকে বাড়ি ফিরে মনখারাপ করে থাকতেন। বারবার মাথায় আসত, ‘কী চরিত্র করছি এটা’! রূপা জানান, তিনি চোখের পর্যন্ত ফেলেছিলেন। তারপরই সরে আসার সিদ্ধান্ত নেন। 

(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)

বায়োস্কোপ খবর

Latest News

'আমার মেয়ে একমাস…' জয়নগর কাণ্ডের পর প্রতিক্রিয়া সুদীপ্তার, ক্ষুব্ধ স্বস্তিকারা পুজো বন্ধ করলেই ‘বিপদ’ হয়, জঙ্গলমহলের এই গুহায় আজও হয় দুর্গাপুজো 'বিয়ের বয়স হয়েছে, ওরা আমার মেয়ে কি', খেপে মঞ্চ ছাড়ল ‘ধর্ম প্রচারক’ জাকির নায়েক ব্যাটারদের ব্যর্থতা, ইংল্যান্ডের বিরুদ্ধে জেতার সুযোগ হাতছাড়া করল বাংলাদেশ! ৪২ হাজারের মধ্যে সরকারি অনুদান প্রত্যাখ্যান মাত্র ৫৯টি পুজো কমিটির: রিপোর্ট ‘অনন্যার কেরিয়ারের সেরা কাজ…’, CTRL দেখে প্রশংসায় পঞ্চমুখ পরিচালক অনুরাগ কাশ্যপ স্তন ক্যানসার হওয়ার পর ১ম জন্মদিন, হিনার জন্য় বিশেষ চমক অনুরাগীদের, কী এল উপহারে সারেগামাপায় তৃপ্তির গোপন গুণের কথা ফাঁস রাজকুমারের! প্রমাণ দিতে কোন গান গাইলেন? IPL 2025-এ কি MI-এর নেতৃত্ব সামলাবেন সূর্যকুমার যাদব? কী ইঙ্গিত দিলেন ‘স্কাই’? ডাক্তারদের আমরণ অনশন, মুখ্যমন্ত্রীর পুজো উদ্বোধনকে কটাক্ষ করে সুদীপ্তা লিখলেন…!

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.