বাংলা নিউজ > বায়োস্কোপ > Rooqma Ray: ‘আমাকে বাইকে উঠতে বলে..’, অনুষ্ঠান মঞ্চে চরম অপমান রুকমাকে, কী ঘটেছিল সেদিন রাতে?

Rooqma Ray: ‘আমাকে বাইকে উঠতে বলে..’, অনুষ্ঠান মঞ্চে চরম অপমান রুকমাকে, কী ঘটেছিল সেদিন রাতে?

রুকমা রায় 

Rooqma Ray Harassment Case Update: দু-ঘন্টা নয়, মাত্র আধ ঘন্টা দেরিতে পৌঁছেছিলেন বলে জানান রুকমা। অভিনেত্রীর আরও দাবি, যে ব্যক্তি তাঁর সঙ্গে দুর্ব্যবহার করেছেন আগে তাঁর বাইকে ওঠবার প্রস্তবা ফেরান তিনি। 

গত ২৪শে মে হুগলি জেলার খানাকুলে একটি মাচা শো করতে গিয়েছিলেন রুকমা রায়। কিন্তু সেই অনুষ্ঠানে গিয়ে চরম হেনস্থার শিকার হন অভিনেত্রী। ছোটপর্দার ‘কিরণমালা’কে মঞ্চ থেকে নেমে যেতে বলেন আয়োজক কমিটির এক সদস্য়। সেই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই শোরগোল। মঞ্চে উঠে গান গাইবার সময় ভক্তদের আবদার মেনেই তাদের সঙ্গে সেলফি তুলছিলেন রুকমা। সেই আবদার মেটাতে গিয়েই যাবতীয় বিতর্কের শুরু। আয়োজক কমিটির সদস্যের চরম দুর্ব্যবহারের মুখে পড়ে মঞ্চ থেকে নেমে যান রুকমা। আয়োজকদের অভিযোগ রুকমা নাকি নির্দিষ্ট সময়ের চেয়ে ২ ঘন্টা দেরিতে উপস্থিত হয়েছিলেন। আদতে কী ঘটেছিল সেই রাতে? গোটা ঘটনা নিয়ে সংবাদমাধ্যমের সামনে মুখ খুলেছেন রুকমা। 

এক সাক্ষাৎকারে রুকমা জানান, তাঁকে রাত ১১টার সময় পৌঁছানোর কথা বলা হয়েছিল। কিন্তু তিনি আধ ঘন্টা দেরিতে পৌঁছান। জায়গাটা অনেক দূর হওয়ায় পৌঁছাতে সময় লেগেছিল তাঁর। টিভি নাইন বাংলাকে অভিনেত্রী আরও বলেন, মূল অনুষ্ঠান মঞ্চ থেকে অনেক দূরে দাঁড় করানো হয় গাড়ি। বলা হয়, গাড়ি আর যাবে না। অনেক অলিগলি। অন্ধকারে ওতো রাতে পায়ে হেঁটে যাওয়াটা আমি নিরাপদ মনে করিনি। অনুরোধ করি অন্তত পক্ষে একটা টোটোর ব্যবস্থা করে দিতে।' ওই স্থান থেকে মঞ্চের আলো পর্যন্ত দেখা যাচ্ছিল না, কতদূর হাঁটতে হবে তা বুঝতে না পেরে দোনামোনা করছিলেন রুকমা। এরপর রুকমার সংযোজন, ‘যিনি আমাকে অপমান করেছেন,সেই ব্যক্তি এরপর তাঁর বাইকটি নিয়ে এসে আমাকে বাইকে উঠে অনুষ্ঠানের জায়গায় যেতে বলেন। আমি তাঁকে চিনি না ব্যক্তিগত ভাবে। তাই সেই প্রস্তাবে আমি রাজি হইনি।’ এরপর অনুষ্ঠান স্থলে গিয়ে রাত ১২টার পর গান শুরু করেন রুকমা। দর্শকরা তাঁর গান উপভোগও করছিল কিন্তু আয়োজকদের তরফে এমন অপমানজনক ব্যবহার পাবেন তা দুঃস্বপ্নেও আশা করেননি রুকমা। 

অভিনেত্রী বলেন,  ভক্তদের সঙ্গে সেলফি তোলবার পরেই সেই ব্যক্তি তাঁর উপর চড়াও হয়, তাঁকে রীতিমতো মঞ্চ থেকে নেমে যেতে হবে। অভিনেত্রী হাতের মাইক পর্যন্ত ধরে টান মারেন ওই আয়োজক। অপমান সহ্য করতে না পেরে স্টেজ ছাড়েন রুকমা। যদিও অভিনেত্রীর দাবি দর্শকদের কথা মাথায় রেখে সঙ্গে সঙ্গে তিনি অনুষ্ঠান ছেড়ে বেরিয়ে আসেননি। ব্যারস্টেজে পৌঁছে রুকমা শর্ত দেন, যে তাঁকে অপমান করেছে, তাঁকে ভুল স্বীকার করে ক্ষমা চাইতে হবে। ‘দেশের মাটি’র মাম্পি বলেন, 'এই দাবি করা নিশ্চয়ই অপরাধ নয়? উনি ক্ষমা চাননি। বরং বলতে থাকেন, ‘সরি কিছুতেই বলব না। গেলে চলে যাক। আমার সিঙ্গার আছে। তাঁকে দিয়ে গাইয়ে নেব’। প্রায় আধ ঘন্টা অপেক্ষা করার পর এলাকা ছাড়েন রুকমা। এই অপমানের স্মৃতি এখনও দগদগে তাঁর মনে। রুকমার হেনস্থার ভিডিয়ো নিয়ে সোশ্যাল মিডিয়াতেও প্রতিবাদের ঝড়। 

মাম্পির পাশে দাঁড়িয়ে ‘রাজা’ রাহুল বন্দ্যোপাধ্যায় লেখেন- ‘এই মানুষটা বছরে ১০০টা শো করে, কোনওদিন কেউ বলতে পারবে না এক মুহূর্তের জন্য অপেশাদার হয়েছে, ও খুব ভালোবেসে কাজ করে,যে কাজটাই করে নিজেকে সমর্পন করে,তাই ওর মত গায়িকাকে শো তে ডাকা মানে ভরপুর মনোরঞ্জন,ওর সাথে এটা হলে বাকিরা কি করবে?’

 

 

বায়োস্কোপ খবর

Latest News

নেতাজি জয়ন্তীতে ব্যাঙ্ক খোলা কলকাতা-সহ বাংলায়? ছুটি সরকারি অফিসে? রইল তালিকা আগামী মাসে দিল্লিতে বিএসএফ- বিজিবি শীর্ষ পর্যায়ে বৈঠক, কী নিয়ে আলোচনা হতে পারে? আগুন আগুন বলে চিৎকার, লাফ! মহারাষ্ট্রে রেলে দুর্ঘটনায় যাত্রীর হাড়হিম অভিজ্ঞতা গো হত্যার ভিডিয়ো শেয়ার করার অভিযোগ, অসমে গ্রেফতার ৬ ইডেনে ইংল্যান্ডের বিরুদ্ধে নিয়েছেন ৩ উইকেট! তবু নিজেকে কেন দশে সাত দিচ্ছেন বরুণ? এবার নতুন ভূমিকায় ঋষি সুনক, ফিরছেন শিক্ষার আঙিনায় খোঁড়াচ্ছেন রশ্মিকা! জখম নায়িকার দিকে সাহায্যের হাত ‘জেন্টলম্যান’ ভিকির ৩ স্পিনার কেন প্রথম একাদশে? ম্যাচ জিতে খোলসা করলেন সূর্য, দিলেন গম্ভীরকে কৃতিত্ব কাজ নেই, বন্ধ করেন খাওয়াদাওয়া, ১৩ লাখের চুক্তি পেতে অবশেষে অনশন ভাঙলেন গুরুচরণ হাতছাড়া হতে বসেছে ১৫০০০ কোটির সম্পত্তি! সইফের ৮০০ কোটির পতৌদির প্যালেস দেখেছেন?

IPL 2025 News in Bangla

ইডেনে ইংল্যান্ডের বিরুদ্ধে নিয়েছেন ৩ উইকেট! তবু নিজেকে কেন দশে সাত দিচ্ছেন বরুণ? RCB-র জার্সি হাতে মহাকুম্ভে শাহি স্নান ভক্তের, ভাইরাল ভিডিয়ো MI-এ অধিনায়ক হার্দিক, ভারতীয় দলে ভাইস ক্যাপ্টেনও নয়, জটিল সমীকরণ নিয়ে অকপট সূর্য ECB-র নতুন NOC নিয়ম IPL-এর পক্ষে! ভিন্সের মতে সমস্যায় পড়বে লাল বলের ক্রিকেট ওরা আমাকে ক্রিকেট খেলতে বাধ্য করবে: বাইশ গজে ফিরতে চলেছেন এবি ডি ভিলিয়ার্স! LSG captaincy Event: ঘণ্টা খানেক দেরিতে পৌঁছালেন পন্ত! ক্ষমা চাইলেন গোয়েঙ্কা LSG-তে এত বাঁহাতি ব্যাটার! দল কি সমস্যায় পড়বে? টিমের কৌশল ফাঁস করলেন জাহির খান কীভাবে ছন্দে ফিরবেন পৃথ্বী শ? বন্ধুর জন্য শ্রেয়স আইয়ারের বিশেষ পরামর্শ শুরু করেছেন জীবনের দ্বিতীয় ইনিংস! এরই মধ্যে বাবাকে বড় উপহার রিঙ্কু সিংয়ের… মহিলাদের অ্যাসেজ দখলে রাখল অস্ট্রেলিয়া! প্রথম T20তে ইংল্যান্ডকে হারাল ৫৭ রানে

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.