খানাকুলে মাচা শো করতে গিয়ে চরম অপমানের মুখে পড়তে হয়েছিল অভিনেত্রী রুকমা রায়কে। যা নিয়ে তিনি এর আগেই মুখ খুলেছিলেন। অভিযোগ ছিল দর্শকদের সঙ্গে সেলফি তোলায় তাঁকে মঞ্চ থেকে নামিয়ে দেওয়া হয়েছিল। রাজু সামন্ত নামের এক ব্যক্তি চূড়ান্ত অপমান করেছিল তাঁকে। যদিও আয়োজকদের দাবি ছিল অভিনেত্রী নিজেই নাকি ট্যানট্রম দেখিয়েছিলেন। তিন ঘণ্টা দেরি করে প্রোগ্রামে পৌঁছেছিলেন। যদিও ঘটনার দিন চারেকের মধ্য সুর নরম করল খানাকুলের ওই অনুষ্ঠানের আয়োজকরাই।
ছোট পরদার খুব চেনা মুখ রুকমা। কিরণমালা দিয়ে জনপ্রিয়তা আসে প্রথম মেগাতেই। এরপর কখনও ‘দেশের মাটি’র মাম্পি, আবার কখনও ‘খড়কুটো’র তিন্নি হিসেবে দর্শক মনে জায়গা করে নিয়েছেন। শেষ তাঁকে দেখা গিয়েছে ছোট পরদায় ‘লালকুঠি’ সিরিয়ালে অনামিকা চরিত্রে।
২৮ মে রবিবার ফেসবুক লাইভে এসে রুকমা জানালেন, রাজু সামন্ত নামের ওই ব্যক্তি তাঁকে ফোন করে ক্ষমা চেয়েছেন। সংশ্লিষ্ট ক্লাবের তরফ থেকেও তাঁর কাছে ক্ষমা চেয়ে একটি ভিডিয়ো পাঠানো হয়েছে।
রুকমা বলেন, ‘উনি (রাজু সামন্ত) আমার কাছে ক্ষমা চেয়েছেন। বলেছেন রাগের মাথায় ওসব করে ফেলেছেন। রাগ হলে কি যা ইচ্ছে তাই কর যায় নাকি? মানুষও খুন করে ফেলবেন? এই চারদিন আমার উপর দিয়ে ঝড় বয়ে গিয়েছে। কত না বাজে কমেন্ট এসেছে আমার কাছে। তবে অল ইন্ডিয়া অরগ্যানাইজার অ্যান্ড আর্টিস্ট মিউজিক্যাল ফোরামকে পাশে পেয়েছি।’ আরও পড়ুন: ‘আমাকে বাইকে উঠতে বলে..’, অনুষ্ঠান মঞ্চে চরম অপমান রুকমাকে, কী ঘটেছিল সেদিন রাতে?
এরপর আবারও রুকমা জানান, রাত ১১টায় অনুষ্ঠান ঠিল, সামান্য দেরি হয় তাঁর জ্যাম থাকায়। সেটাও তিনি জানিয়েই দিয়েছিলেন আয়োজকদের। আর সেটাই যদি তাঁকে অপমান করার কারণ হবে কেন ঘটা করে তাঁকে মঞ্চে তুলে সংবর্ধনা দিল, প্রশ্ন রুকমার। সঙ্গে অফশোস সেদিন নিজের অনুরাগীদের গান গেয়ে শোনাতে পারননি। এদিন তাই লাইভে ‘ভালোবাসার মরশুম’ গানটি গান রুকমা।
এদিকে টলিপাড়ার ফিসফাস ‘রূপসাগরে মনের মানুষ’ নামক সিরিয়ালে দিয়ে খুব জলদিই ফিরছেন রুকমা ছোট পরদায়। যে প্রসঙ্গে অভিনেত্রী জানিয়েছেন, ‘ফিরছি খুব শীঘ্রই। যেহেতু প্রোমোটা অন এয়ার হয়নি তাই এই নিয়ে বেশি কথা বলতে পারব না। তবে আসছে। আমি আবার ছোট পরদায় ফিরছি।’
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)