বাংলা নিউজ > বায়োস্কোপ > Roosha Chatterjee: অভিনয় কেরিয়ারে ইতি! আগামী সপ্তাহে বিয়ে ‘ঊষসী’র, আমেরিকায় সংসার পাতবেন রুশা

Roosha Chatterjee: অভিনয় কেরিয়ারে ইতি! আগামী সপ্তাহে বিয়ে ‘ঊষসী’র, আমেরিকায় সংসার পাতবেন রুশা

বিয়ের পিঁড়িতে রুশা

Roosha Chatterjee: সাত পাকে বাঁধা পড়তে চলেছেন ‘তোমায় আমায় মিলে’ খ্যাত অভিনেত্রী রুশা চট্টোপাধ্যায়। পাত্র মার্কিন মুলুক নিবাসী। বিয়ের পর সেখানেই সংসার পাতবেন রুশা। 

এক ঝটকায় ১৩ বছরের অভিনয় কেরিয়ারে ইতি টানছেন অভিনেত্রী রুশা চট্টোপাধ্যায় (Roosha Chatterjee)। হ্যাঁ, ‘তোমায় আমায় মিলে’ খ্যাত অভিনেত্রীকে আর দেখা যাবে না ছোটপর্দায়। হ্যাঁ, বিয়ের পর্ব সেরে পাকাপাকিভাবে বিদেশে সংসার পাততে চলেছেন এই টলি অভিনেত্রী। আগামী সপ্তাহেই বিয়ের পিঁড়িতে বসছেন রুশা। ১৯শে জানুয়ারি গাঁটছড়া বাঁধবেন অভিনেত্রী, পাত্রের নাম অনুরণ রায়চৌধুরী। পেশায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার অনুরণের বাড়ি অশোকনগরে, তবে কর্মসূত্রে থাকেন আমেরিকায়। বিয়ের পর রুশা সেখানেই চলে যাবেন। 

ছোটপর্দার নিয়মিত মুখ রুশা। ‘তোমায় আমায় মিলে’-র পরে সেভাবে মুখ্য চরিত্রে দেখা না গেলেও ‘শ্রীময়ী’, ‘মহাপীঠ তারাপীঠ’ কিংবা ‘খেলাঘর’-এর মতো সিরিয়ালে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা মিলেছে তাঁর। সম্প্রতি স্টার জলসার ‘হরগৌরী পাইস হোটেল’-এ আইপিএস অফিসার ঊষসী হিসাবে ক্যামিও রোলে দেখা মিলেছে রুশার। নতুন জীবনের প্রস্তুতি নিয়ে বেজায় ব্যস্ত রুশা। প্রেম করে নয়, দেখাশোনা করে বিয়ে অভিনেত্রীর। 

এক সাক্ষাৎকারে রুশা জানান,  ‘আট মাসের আলাপ আমাদের। দেখাশোনার পরস্পরের প্রেমে পড়ে যাই।’ বিয়ের পর যে অভিনয় কেরিয়ারে সাময়িক ইতি টানছেন তাও জানিয়ে দেন। ‘ঊষসী’ বললেন, ‘ইন্ডাস্ট্রিতে ১৩ বছর হয়ে গেল। এবার সব ছেড়ে বিদেশে যাওয়ার পালা। নতুন দেশে নতুনভাবে জীবনটা শুরু করতে চাই’। 

রুশার অভিনয় জীবনের শুরু ২০০৯ সালে স্টার জলসার জনপ্রিয় মেগা সিরিয়াল ‘ওগো বধূ সুন্দরী’-র হাত ধরে। এই সিরিয়ালের নায়িকা ললিতার (ঋতাভরী চক্রবর্তী) বোন অর্থাৎ লাবণ্যের চরিত্রে অভিনয় করেছিলেন রুশা। ২০১৩ সালে কেরিয়ারের সবচেয়ে বড় ব্রেক পান অভিনেত্রী। জলসার অন্যতম সফল সিরিয়াল ‘তোমায় আমায় মিলে’তে লিড রোলে অভিনয় করেছিলেন তিনি। এরপর আর মুখ্য ভূমিকায় দেখা যায়নি তাঁকে। কিন্তু কখনও ‘শ্রীময়ী’র ছোট ছেলে ডিঙ্কার স্ত্রী ‘অর্ণা’ হিসাবে আবার কখনও শান্টু-পূর্ণার মাঝের তৃতীয় ব্যক্তি হিসাবে দর্শকদের নজর কেড়েছেন রুশা। 

আরও পড়ুন- মর্মান্তিক! ‘থুনিভু’-র রিলিজ নিয়ে মাতামাতি, লরি থেকে পড়ে মৃত্যু অজিত ভক্তের

দীর্ঘ অভিনয় কেরিয়ারে তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে চর্চা হয়নি তা নয়। একটা সময় শোনা গিয়েছিল এক অভিনেতার প্রেমে হাবুডুবু খাচ্ছেন রুশা। যদিও সেই সম্পর্ক কেটেনি। এখন মনের মানুষ খুঁজে পেয়ে নতুন জীবনের পথে পা বাড়াচ্ছেন অভিনেত্রী।

 

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

 

বন্ধ করুন