বাংলা নিউজ > বায়োস্কোপ > Roosha Chatterjee's Reception Photos: রিসেপশনে শ্বেতশুভ্র রূপে ধরা দিলেন রুশা, হাজির ‘খেলাঘর’ পরিবার

Roosha Chatterjee's Reception Photos: রিসেপশনে শ্বেতশুভ্র রূপে ধরা দিলেন রুশা, হাজির ‘খেলাঘর’ পরিবার

রুশার রিসেপশন লুক

Roosha Chatterjee Reception: বিয়ের পর রিসেপশনের লুকেও তাক লাগালেন রুশা। সাদা লেহেঙ্গা আর হীরের গয়নায় ঝলমলে ‘ঊষসী’। 

বিয়ের পর রুশার রিসেপশনের লুকও নজরকাড়া। বেনারসি নয়, বিয়ের দিন কাঞ্জিভরমে সেজেছিলেন রুশা, আর রিপেশনেও একদম অন্যরকম সাজই বেছে নিলেন ছোটপর্দার ‘ঊষসী’। এদিন এমব্রয়ডারি করা সাদা লেহেঙ্গায় ধরা দিলেন রুশা। হাতে শাঁখা-পলা, সিঁথিতে চওড়া সিঁদুর, হীরের গয়নায় নিজেকে সাজিয়েছিলেন অভিনেত্রী।

রবিবার বসেছিল রুশার বিয়ের গ্র্যান্ড সেলিব্রেশনের আসর। যা দ্বিগুণ হয়ে উঠল বিশেষ কারণে। সোমবার রুশার জন্মদিন। নববধূর জন্মদিনটা খাস করে তুলল তাঁর শ্বশুরবাড়ির মানুষজন। পার্টির মধ্যেই বরকে পাশে নিয়ে কেক কেটে সেলিব্রেশ করলেন রুশা। এদিন রুশার সাজের সঙ্গে সাজুয্য রেখে নীল রঙা ব্লেজার, প্য়ান্টে সেজেছিলেন অনুরণ।

<p>রিসেপশনের আসরে চলছে কেক কাটিং পর্ব (ছবি-ইনস্টাগ্রাম)</p>

রিসেপশনের আসরে চলছে কেক কাটিং পর্ব (ছবি-ইনস্টাগ্রাম)

বিয়ের পর রুশার বিয়ের আসরেও দেখা মিলল ‘খেলাঘর’ পরিবারের সদস্যদের। পৌঁছেছিলেন ‘পূর্ণা’ স্বীকৃতি মজুমদার, দেবশ্রী রায়দের। তবে দেখা মিলেনি ‘শান্টু’ আরেফিনের। ঘন বেগুনী ওয়ানপিসে রুশার রিশেপশনে মোহময়ী লুকে ধরা দিলেন স্বীকৃতি। রুশার বার্থ ডে কেক কাটার ভিডিয়ো শেয়ার করে পূর্ণা লেখেন, ‘শুভ জন্মদিন বেবি… তোমার জন্য রইল অনেক ভালোবাসা, আর শুভেচ্ছা। নতুন এই শুরুর জন্য অনেকে ভালোবাসা’। স্বীকৃতির ভিডিয়ো বার্তা নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করে ধন্য়বাদ জানাতে ভোলেননি রুশাও। 

<p>খেলাঘর পরিবারের সঙ্গে নববধূ (ছবি-ইনস্টাগ্রাম)</p>

খেলাঘর পরিবারের সঙ্গে নববধূ (ছবি-ইনস্টাগ্রাম)

<p>ভাইকে স্নেহ আলিঙ্গন রুশার (ছবি-ইনস্টাগ্রাম)</p>

ভাইকে স্নেহ আলিঙ্গন রুশার (ছবি-ইনস্টাগ্রাম)

জানিয়ে রাখি, রুশার স্বামী অনুরণ রায়চৌধুরী মাইক্রোসফটে কর্মরত। বাড়ি অশোকনগরে হলেও অনুরণ থাকেন মার্কিন যুক্তরাষ্ট্রের সিয়াটেলে। কয়েকটা দিন শ্বশুরবাড়িতে কাটিয়ে অনুরণের সঙ্গে আমেরিকায় পাড়ি দেবেন রুশা। সেখানেই শুরু করবেন জীবনের নতুন ইনিংস। ১৩ বছর দীর্ঘ অভিনয় কেরিয়ারের আপতত ইতি টানছেন ‘তোমায় আমায় মিলে’ খ্যাত নায়িকা। 

আরও পড়ুন-‘বেঁটে বর,পুরো ভাই লাগছে তো!' স্বামীকে নিয়ে নেটমাধ্যমে কুৎসিত ট্রোলের শিকার রুশা

রুশার অভিনয় জীবনের শুরু ২০০৯ সালে স্টার জলসার জনপ্রিয় মেগা সিরিয়াল ‘ওগো বধূ সুন্দরী’-র হাত ধরে। এই সিরিয়ালের নায়িকা ললিতার (ঋতাভরী চক্রবর্তী) বোন অর্থাৎ লাবণ্যের চরিত্রে অভিনয় করেছিলেন রুশা। ২০১৩ সালে কেরিয়ারের সবচেয়ে বড় ব্রেক পান অভিনেত্রী। জলসার অন্যতম সফল সিরিয়াল ‘তোমায় আমায় মিলে’তে লিড রোলে অভিনয় করেছিলেন তিনি। এরপর আর মুখ্য ভূমিকায় দেখা যায়নি তাঁকে। কিন্তু কখনও ‘শ্রীময়ী’র ছোট ছেলে ডিঙ্কার স্ত্রী ‘অর্ণা’ হিসাবে আবার কখনও শান্টু-পূর্ণার মাঝের তৃতীয় ব্যক্তি হিসাবে দর্শকদের নজর কেড়েছেন রুশা। অভিনয় জীবনে ইতি টানার আফসোস নেই তাঁর। বাবা-মা'র পছন্দ করা পাত্রের হাত ধরে নতুন জীবন শুরুর আনন্দে ভাসছেন নায়িকা। 

আরও পড়ুন-ষোলআনা বাঙালিয়ানা! ‘ঊষসী’ রুশার বিয়ের এলাহি মেনুতে কী কী ছিল? শুনলে জিভে জল আসবে

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

বন্ধ করুন