১৯ জানুয়ারি ইকো পার্কের সামনের এক ব্যাঙ্কোয়েটে বিয়ে করলেন রুশা। দেখে নিন বিয়ের ছবি।
1/5বছরের শুরুতেই টলিপাড়ায় বিয়ের ধুম। বিয়ে সারলেন রুশা চট্টোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় ছবিও শেয়ার করে নিয়েছেন অভিনেত্রী। টুকটুকে লাল লাল কাঞ্জিভরম শাড়ি, সোনার গয়নায় সেজে সাত পাকে বাঁধা পড়ছেন তিনি। বন্ধু-পরিবারের সঙ্গে হেসে হেসে তোলা ছবিগুলো বুঝিয়ে দিল তিনি ঠিক কতটা খুশি।
2/5সপ্তাহখানেক আগেই ফাঁস হয়েছিল রুশার বিয়ের খবর। তখনও অবশ্য বরের ছবি সামনে আসেনি। রুশার বরের নাম অনুরণ রায়চৌধুরী। পেশায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার অনুরণের বাড়ি অশোকনগরে। মাইক্রোসফটে চাকরি করে অনুরণ, থাকে ওয়াটিংটনের সিয়াটেলে। বিয়ের পর আমেরিকাতেই চলে যাবেন অভিনেত্রী। ইতি টানবেন কেরিয়ারে।
3/5সংবাদমাধ্যমকে এই অভিনেত্রী জানিয়েছিলেন, মা-বাবার পছন্দ করা পাত্রকেই তিনি বিয়ে করছেন। তবে নিজেই বুঝতে পারেননি কখন প্রেমটা হয়ে গিয়েছে। ফ্রেব্রুয়ারি মাসেই তাঁর সিয়াটেল চলে যাওয়ার কথা রয়েছে। তবে সবার আগে বিয়ে করে যাবেন অশোকনগরের শ্বশুরবাড়িতে।
4/5রুশা তাঁর অভিনয় কেরিয়ার শুরু করেছিলেন ২০০৯ সালে স্টার জলসায় 'ওগো বধূ সুন্দরী' ধারাবাহিকে লাবণ্য চরিত্রে অভিনয় করে। এরপর ২০১৩ সালে স্টার জলসায় তাঁর দেখা মেলে ‘তোমায় আমায় মিলে’-তে। ২০১৭ সালে কাজ করেছেন জনপ্রিয় ধারাবাহিক ‘কুসুম দোলা’-তে। এই সালেই সোমরাজ মাইতির সঙ্গে জি বাংলা সিনেমার রোমান্টিক ছবি জয় মা দুর্গাতে তাঁকে দেখা যায়।
5/5২০১৭ সালে বাংলা ধারাবাহিক কুসুম দোলাতে অভিনয় করেন রুশা চট্টোপাধ্যায়। ২০১৭ সালেই তিনি সোমরাজ মাইতির সঙ্গে জি বাংলা সিনেমার রোমান্টিক ছবি জয় মা দুর্গাতে অভিনয় করেন। তিনি সাত ভাই চম্পা টেলিভিশন ধারাবাহিকে পারুলের ভূমিকায় অভিনয় করেন।