রোশনাই ধারাবাহিকটি দর্শকদের মনে বেশ জাঁকিয়ে বসেছে। টিআরপিতেও ভালো ফল করছে স্টার জলসার এই মেগা। এবার দর্শকদের আগ্রহ আরও বাড়াতে নতুন চমক আসতে চলেছে এই ধারাবাহিকে। আর তারই ঝলক এদিন প্রকাশ্যে আনা হল।
কী দেখানো হয়েছে রোশনাই ধারাবাহিকের প্রোমোতে?
এদিন রোশনাই ধারাবাহিকের যে প্রোমো প্রকাশ্যে আনা হয়েছে সেখানে দেখা যাচ্ছে গরিমা এবং আরণ্যকের বাগদান হচ্ছে। এটি সেখানেই অন্যান্য সময়ের মতোই বাড়ির পরিচারিকার পরিচয়েই কাজ করছে নায়িকা। আর তখনই সেখানে এসে উপস্থিত হয় রাজেশ।
রাজেশকে যখন জিজ্ঞেস করা হয় যে সে আরণ্যক এবং গরিমাকে আশীর্বাদ করবে কিনা সে বলে নিশ্চয় করবে তার আগে সে কিছু দেখাতে চায়। কিন্তু কী? দেখা যায় রাজেশ এদিন সবার সামনে আরণ্যক এবং রোশনাইয়ের বিয়ের ভিডিয়ো চালিয়ে দেয় যা দেখে চমকে ওঠে সকলেই। এবার কোন দিকে এই ধারাবাহিকের মোড় বাঁক নেয় সেটাই দেখার।
রোশনাই ধারাবাহিক প্রসঙ্গে
রোশনাই ধারাবাহিকটি স্টার জলসার পর্দায় রোজ রাত সাড়ে আটটা নাগাদ সম্প্রচারিত হয়। এখানে মুখ্য ভূমিকায় আছেন অনুষ্কা গোস্বামী এবং শন বন্দ্যোপাধ্যায়। দীর্ঘদিন পর এই ধারাবাহিকের হাত ধরে ফের ছোট পর্দায় ফিরলেন শন।