ধারাবাহিকে নানা সময় এমন নানা ঘটনা দেখানো হয় যা দেখে হয় দর্শকরা রেগে যান নইলে হাসিতে ফেটে পড়েন। সম্প্রতি তেমনটাই ঘটল স্টার জলসার অন্যতম হিট মেগা রোশনাই ধারাবাহিকের সঙ্গে। এই মাত্র কয়েক মাস হল শুরু হয়েছে এই মেগা। মুখ্য ভূমিকায় আছেন অনুষ্কা গোস্বামী এবং শন বন্দ্যোপাধ্যায়। কিন্তু কী এমন দেখানো হল এই মেগায়?
কী দেখানো হল রোশনাই ধারাবাহিকে?
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় রোশনাই ধারাবাহিকের বেশ কিছু ক্লিপ ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে উড়ন্ত সিঁদুর, ধাক্কা মেরে সিঁদুর, নিজে নিজে সিঁদুর পরার পর ভার্চুয়াল যুগে ভার্চুয়াল সিঁদুর দান! আর সেটা দেখেই হেসে কূলকিনারা পাচ্ছেন না।
আরও পড়ুন: 'আমি তখন ছাদে, হঠাতই...' সোহম-রেস্তোরাঁ কাণ্ডে সেদিন কী ঘটেছিল, প্রকাশ্যে আনলেন মধুমিতা
গল্পে দেখানো হয়েছে পরিস্থিতির শিকার হয়ে রোশনাইকে বিয়ে করতে বাধ্য হয়েছে আরণ্যক। কিন্তু বাড়িতে পরিচারিকার পরিচয়ে এনে রাখা হয়েছে তাকে। এদিকে বাড়িতে রোশনাইয়ের ব্যাগ থেকে সিঁদুর, শাঁখা পলা, শাড়ি ইত্যাদি পাওয়া যাওয়ায় বাড়ির লোকজন সন্দেহ করতে থাকে যে রোশনাই বিবাহিত। চাপে পড়ে সেই স্বীকারও করে। কিন্তু এবার বরকে সামনে আনবে কোথা থেকে? তাদের বিয়ের কথা তো কেউ জানে না। এমন সময় ঠিক হয় ভিডিয়ো কলে দেখা যাবে রোশনাইয়ের বরকে। অন্ধকারে বসে এক ব্যক্তি সিঁদুর পরিয়ে দিচ্ছেন রোশনাইকে। আরে এদিকে রোশনাই সেই সিঁদুর নিজেই নিজের সিঁথিতে পরে নিচ্ছে।
কে কী বলছে?
এক ব্যক্তি লেখেন, 'যাক তাও তো নতুন কিছু দেখল দর্শক। উড়ন্ত সিঁদুর দেখে দেখে একঘেয়ে হয়ে গেছিল।' দ্বিতীয় ব্যক্তি লেখেন, 'যাক এই ভাবে বিয়ে করলে বাবার টাকা বাঁচবে। আর কাউকে দাওয়াত দিয়ে খাওয়াইতে হবে না।' তৃতীয় ব্যক্তি লেখেন, 'নেশা করে আলাদা জায়গাতেই পৌঁছে গেছেন।'
আরও পড়ুন: সোনু নিগমের গানে পাহাড়ি সুর মিশিয়ে তাক লাগালেন আরিয়ান! সারেগামাপায় টক্কর দিতে পারবেন দিবাকরকে?
রোশনাই ধারাবাহিক প্রসঙ্গে
রোশনাই ধারাবাহিকটি স্টার জলসার পর্দায় রোজ রাত সাড়ে ৮টা নাগাদ সম্প্রচারিত হয়। এখানে মুখ্য ভূমিকায় আছেন অনুষ্কা গোস্বামী এবং শন বন্দ্যোপাধ্যায়। বহুদিন পর অভিনেতা আবার ছোট পর্দায় কামব্যাক করলেন। অন্যান্য চরিত্রে আছেন সাবিত্রী চট্টোপাধ্যায়, উষসী চক্রবর্তী, সুদীপ বন্দ্যোপাধ্যায়, প্রমুখ