সদ্যই শুরু হয়েছে স্টার জলসার নতুন মেগা রোশনাই। আর অল্প কদিনেই নজর কেড়েছে এই মেগা। এবার এই ধারাবাহিকে একটি নতুন মোড় আসতে চলেছে গল্পে। সদ্যই চ্যানেলের তরফে সেই প্রোমো প্রকাশ্যে আনা হয়েছে।
রোশনাই ধারাবাহিকের নতুন প্রোমো
রোশনাই ধারাবাহিকের যে নতুন প্রোমো আনা হয়েছে প্রকাশ্যে সেখানে দেখা যাচ্ছে নায়িকার মায়ের মৃত্যু হয়েছে। অন্যদিকে তাকে বিয়ে করার জন্য ক্ষেপে উঠেছে এক মস্তান। ইতিমধ্যেই যদিও সে রোশনাইয়ের মামার কাছে তার বিয়ের প্রস্তাব দিয়েছে। মায়ের মৃত্যুতে সে যেন সাপের পাঁচ পা দেখে বসে। আর তার হাত থেকে বাঁচতেই পালাতে শুরু করে নায়িকা। কিন্তু পেরে ওঠে না। অবশেষে আরণ্যক এসে তাকে সেই মস্তানের হাত থেকে রক্ষা করে।
আরও পড়ুন: 'সমবয়সী একজন অভিনেতা সব ছবিতে আছেন, আর আমি...', দীপঙ্করের নিশানায় কি পরাণ? কাজ পাওয়া নিয়ে কী বললেন?
কিন্তু একি! তারপরই দেখা যায় বধূবেশে আরণ্যকের পাশে দাঁড়িয়ে আছে রোশনাই। এক মন্দিরে এসেছে তারা। আর তখনই সকলে মিলে সেখানে তাদের বিয়ে দিতে চায়। রোশনাইকে বাঁচাতে তার সিঁথিতে সিঁদুর পরায় আরণ্যক। তারপর...? কী ঘটবে এবার ওদের দুজনের জীবনে?
কে কী বলছেন?
রোশনাই ধারাবাহিকের এই প্রোমো প্রকাশ্যে আসতে মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে দর্শকদের থেকে। কেউ লিখেছেন, 'বাংলা সিরিয়ালে কি সুস্থ ভাবে বিয়ে দেখানো যায় না?' কেউ আবার লেখেন, 'আপনাদের কি স্টোরিলাইন কম পড়েছে? সব জায়গায় গুণ্ডা নায়িকাকে তুলে নিয়ে গেল তারপর বাঁচাতে গিয়ে নায়কের সঙ্গে প্রেম। অসহ্য।' কেউ আবার তারিফ করে লেখেন, 'এই তো এবার জমবে খেলা!'
আরও পড়ুন: হাঁসফাঁস গরমে আরও উষ্ণতা বাড়ালেন তৃপ্তি, হাই থাই-স্লিট ড্রেসে নজর কাড়লেন রণবীরের 'হট' সহ-অভিনেত্রী
রোশনাই প্রসঙ্গে
রোশনাই ধারাবাহিকটি স্টার জলসার পর্দায় রোজ রাত সাড়ে ৮টা নাগাদ সম্প্রচারিত হয়। এখানে মুখ্য ভূমিকায় আছেন অনুষ্কা গোস্বামী এবং শন বন্দ্যোপাধ্যায়। বহুদিন পর অভিনেতা আবার ছোট পর্দায় কামব্যাক করলেন।