জি বাংলার অন্যতম হিট মেগা হল কোন গোপনে মন ভেসেছে। শ্বেতা ভট্টাচার্য এবং রণজয় বিষ্ণু অভিনীত এই ধারাবাহিকে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাচ্ছিল রোশনি তন্বী ভট্টাচার্যকে। তিনি অভিনয় করছিলেন নায়কের প্রাক্তন প্রেমিকার চরিত্রে। তাঁর উপস্থিতিতে সিরিয়ালের গল্প যে আরও বেশি আকর্ষণীয় হয়ে উঠেছিল সেটা বলার অপেক্ষা রাখে না । তবে এবার সেই চরিত্র থেকে সরে দাঁড়ালেন রোশনি। কিন্তু কেন? নিজেই প্রকাশ্যে আনলেন কারণ।
আরও পড়ুন : 'ক্যাটওয়াক কী সেটাই জানতাম না...' আচমকাই ভাইরাল মিমির পুরনো ভিডিয়ো, কাকে ধন্যবাদ জানালেন কেরিয়ারের জন্য?
আরও পড়ুন : মেলালেন, তিনি মেলালেন- অতীতে আক্রমণ, এবার সেই SVF -এর সঙ্গেই সৃজিতের 'লহ গৌরাঙ্গের নাম রে'র প্রযোজনা রানার
কী ঘটেছে?
কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকে নায়ক রণজয়ের প্রাক্তন প্রেমিকা অর্থাৎ অহনার চরিত্রে অভিনয় করছিলেন রোশনি তন্বী ভট্টাচার্য। কিন্তু বিগত কয়েকদিন ধরেই ফাঁকে সিরিয়ালে দেখা যাচ্ছিল না। এবার জানা গেল তিনি সিরিয়াল থেকে সরে দাঁড়িয়েছেন। কিন্তু কেন, সেই কারণ জানিয়ে রোশনি একটি সাক্ষাৎকারে বলেছেন তিনি সময় ম্যানেজ করতে পারছেন না ।
অভিনেত্রীর কথায়, তিনি বর্তমানে সান বাংলার ধারাবাহিক আকাশ কুসুমে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন। আর সেই কারণে দুটো সিরিয়ালকে একসঙ্গে তিনি ম্যানেজ করতে পারছেন না। । দুটো সিরিয়ালের শিডিউলকে মেলানো যাচ্ছে না। এমনকি দুটোর শ্যুটিংয়ের জায়গার দূরত্ব অনেকটাই। তাই তিনি কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিক থেকে সরে দাঁড়িয়েছেন। তবে তাঁকে শীঘ্রই নতুন প্রজেক্টে দেখা যাবে বলে আভাস দিয়েছেন তিনি ।
তাহলে এখন প্রশ্ন কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকে অহনার চরিত্রে কাকে দেখা যাবে ? সেখানে মানসী সেনগুপ্তকে দেখা যাবে। এখন তিনি এই চরিত্রে কতটা নজর কাড়তে পারেন সেটাই দেখার।