টাকা দিলে কাজ মিলবে এরকম বিজ্ঞাপন বা প্রস্তাবের সঙ্গে নিশিয়ই আপনারা কমবেশি সকলেই পরিচিত। টাকা দিয়ে রেল বা সরকারি চাকরি পাওয়ার ঘটনাও সামনে আসে মাঝেসাঝেই! তবে জানেন কি, তেমনটা হয়েছিল ‘ফেলনা’খ্যাত অভিনেত্রী রোশনি তন্বী ভট্টাচার্যর সঙ্গেও। ‘দিদি নম্বর ১’-এর মঞ্চে এসে তেমনটাই জানিয়েছিলেন রোশনির মা।
মেয়ের স্বপ্নপূরণের আশায় তখন ঘুরছেন মা-মেয়ে। অনেকগুলো অডিশন দিয়েও লাভ হয়নি। এরপর একজন রোশনিকে পছন্দ করেন এবং কাজের প্রতিশ্রুতি দেন, পরিবর্তে ৫ লাখ টাকা দাবি করেন। তবে দর কষাকষির পর সেই ৫ লাখ নেমে আসে ৫০ হাজারে। কিন্তু রোশনির মায়ের মন চায়নি মেয়ে এভাবে কাজ পাক। তাই তিনি টাকা না দেওয়ারই সিদ্ধান্ত নেন। সেইসময় রোশনি নাকি সুইসাইড পর্যন্ত করতে চেয়েছিল। মেয়ের স্ট্রাগলের কথা বলতে গিয়ে গলা ধরে আসে রোশনির মায়ের। অবাক হন শো-র হোস্ট রচনা বন্দ্যোপাধ্যায়ও।
‘ফেলনা’য় শ্রুতির ভূমিকায় কাজ করার আগে রোশনিকে দেখা গিয়েছিল ‘হৃদয়হরণ বিএ পাস’ ধারাবাহিকে। দুটো ধারাবহিকেই রোশনির অভিনয় দাগ কাটে দর্শকদের মনে। মাঝে ‘অনুরাগের ছোঁয়া’র সূর্য ওরফে দিব্যজ্যোতি দত্তর সঙ্গে রোশনির সম্পর্কের খবর রটেছিল। এমনকী, একসাথে শরীরচর্চা করার ভিডিয়োও পোস্ট করতেন তাঁরা। যদিও একে-অপরকে বন্ধু বলেই বিতর্ক থামিয়ে দিয়েছিলেন তাঁরা। সেই থেকে সোশ্যাল মিডিয়ায় একসঙ্গে ছবি দেওয়া এড়িয়ে চলারই চেষ্টা করেন।