বাংলা নিউজ > বায়োস্কোপ > RRR Actor Death: প্রয়াত আরআরআর অভিনেতা রে স্টিভেনসন! শোকবার্তা পরিচালক রাজামৌলির

RRR Actor Death: প্রয়াত আরআরআর অভিনেতা রে স্টিভেনসন! শোকবার্তা পরিচালক রাজামৌলির

প্রয়াত আরআরআর অভিনেতা রে স্টিভেনসন। 

শুধু যে ভালো ব্যবসা করেছে আরআরআর তাই নয়, ভারতকে এনে দিয়েছে একাধিক সম্মান। আরআরআর অভিনেতা স্টিভেনসনের মৃত্যুতে তাই শোকের ছায়া। শোকস্তব্ধ গোটা টিমও। 

বিশ্বমঞ্চে ভারতের মুখ উজ্জ্বল করেছে আরআরআর। রাজামৌলির এই সিনেমার হাত ধরে অস্কারও এসেছে ভারতে। তবে সোমবার রাতে এল খারাপ খবর। প্রয়াত হয়েছেন রে স্টিভেনশন। যাকে এই সিনেমায় দেখা গিয়েছে খলনায়ক চরিত্রে, দিল্লির কতৃত্ববাদী গভর্নরের ভূমিকায়। স্টিভেনশনের মৃত্যুর সময় বয়স হয়েছিল মাত্র ৫৮।

তবে কীভাবে হয়েছে এই মৃত্যু তা এখনও স্পষ্ট নয়। স্টিভেনসনের প্রতিনিধিরা দ্য অ্যাসোসিয়েটেড প্রেসকে জানিয়েছেন যে তিনি রবিবার মারা গিয়েছেন। ‘থর’ সিনেমায় একজন অ্যাসগার্ডিয়ান যোদ্ধা হিসেবে কাজ করেছেন স্টিভেনসন। এইচবিও-এর ‘রোম'-এও ছিলেন তিনি৷

স্টিভেনসন ১৯৬৪ সালে উত্তর আয়ারল্যান্ডের লিসবর্নে জন্মগ্রহণ করেন। ব্রিস্টল ওল্ড ভিক থিয়েটার স্কুলে লেখাপড়া এবং ব্রিটিশ টেলিভিশনে কাজ করার পর, ১৯৯৮ সালে সুযোগ পান ‘দ্য থিওরি অফ ফ্লাইট’-এর মাধ্যমে হলিউডে আত্মপ্রকাশ করার।

আরআরআর-এর টুইটার হ্যান্ডেল থেকে স্টিভেনসনের মৃত্যুতে শোকপ্রকাশ করা হয়েছে। অভিনেতার একটি ছবি শেয়ার করে লেখা হয়, ‘কী নিদারুণ শোকের খবর আমাদের গোটা আরআরআর টিমের কাছে। রে স্টিভেনসনের আত্মার শান্তি কামনা করি। স্যার স্কট, আপনি সবসময় আমাদের হৃদয়ে থেকে যাবেন।’

পরিচালক রাজামৌলি টুইটারে লিখলেন, ‘মর্মান্তিক... এই খবর বিশ্বাস করতে পারছি না। রে নিজের সঙ্গে করে সেটে অনেক শক্তি এবং প্রাণবন্ত স্বভাব নিয়ে আসতেন। যা ছিল সংক্রামক। ওঁর সঙ্গে কাজ করা ছিল নির্মল আনন্দ। আমার প্রার্থনা তাঁর পরিবারের সঙ্গে। তাঁর আত্মার শান্তি কামনা করি।’

শুধু ভারতে নয়, বিশ্ব মঞ্চেও সমাদৃত হয়েছে রামচরণ এবং জুনিয়র এনটিআরের এই সিনেমা। গোল্ডেন গ্লোব, অস্কারের মতো একাঝধিক সম্মানীয় পুরস্কার এসেছে ভারতে। সিনেমাটি একটি কাল্পনিক গল্প যা ১৯২০-এর সালের পটভূমির উপর তৈরি। গল্প আবর্তিত হয়েছে ভারতের দুই জন স্বাধীনতা সংগ্রামী আল্লুরি সিতারামারাজু এবং কমরাম ভীমকে কেন্দ্র করে। ছবিতে ছিলেন আলিয়া ভাট এবং অজয় দেবগনও।

(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)

বন্ধ করুন