বাংলা নিউজ > বায়োস্কোপ > AR Rahman on MM Keeravaani: RRR-এর সুরকার ২০১৫-এ অবসর নিতে চেয়েছিলেন, দাবি এআর রহমানের

AR Rahman on MM Keeravaani: RRR-এর সুরকার ২০১৫-এ অবসর নিতে চেয়েছিলেন, দাবি এআর রহমানের

এআর রহমান এমএম কিরাবাণীকে আন্ডাররেটেড বলে দাবি করেন

AR Rahman on MM Keeravaani: এআর রহমান এমএম কিরাবাণীকে আন্ডাররেটেড বলে দাবি করেন। একই সঙ্গে শোনা যাচ্ছে এই সঙ্গীত পরিচালক নাকি ২০১৫ সালেই অবসর নিতে চেয়েছিলেন।

অস্কারের জন্য মনোয়ন পেয়েছে এসএস রাজামৌলির ছবি আরআরআর। সেরা অরিজিন্যাল গান বিভাগে এই গানটি মনোনীত হয়েছে। এবার সেই প্রসঙ্গে মুখ খুললেন এআর রহমান। এই সঙ্গীত পরিচালক জানান তিনি নিশ্চিত ভারতে এবার অস্কার আসছে। এসএস রাজামৌলির এই ছবির হাত ধরেই ভারতে অস্কার আসবে বলেই তিনি আশাবাদী।

২৪ তারিখ, মঙ্গলবার অস্কারের ফাইনাল নমিনেশন মুক্তি পেয়েছে। সেখানে আরআরআর ছবির নাটু নাটু গানটি সেরা অরিজিন্যাল গান বিভাগে মনোনয়ন পেয়েছে। এই নিয়ে তৃতীয়বারের জন্য এই ছবির সামনে কোনও আন্তর্জাতিক পুরস্কারের হাতছানি রয়েছে। এর আগে ইতিমধ্যেই এই ছবিটি গোল্ডেন গ্লোবস এবং ক্রিটিক্স চয়েজ অ্যাওয়ার্ড পেয়েছে। আর এই দুই জায়গাতেই নাটু নাটু গানটির জন্য পুরস্কার এসেছে আরআরআর ছবিটির ঝুলিতে।

এখন এআর রহমান, যিনি নিজে দুবার অস্কার পেয়েছেন এবং দ্য আকাদেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সের সদস্য তিনি জানান যে এসএস রাজামৌলির এই ছবি পাশ্চাত্যে বহু মানুষের নজর কেড়েছে। তিনি একই সঙ্গে জানান এই ছবির হাত ধরে দেশে ফের অস্কার আসতে পারে। একই সঙ্গে তিনি একটি অজানা কথা প্রকাশ্যে আনেন। তিনি জানান ২০১৫ সালেই এমএম কিরাবাণী অবসর নিতে চেয়েছিলেন। এই গোল্ডেন গ্লোবস অ্যাওয়ার্ড জয়ী সঙ্গীত পরিচালক ইন্ডাস্ট্রি থেকে মুখ ফিরিয়ে নিতে চেয়েছিলেন।

সিএনএন নিউজকে দেওয়া সাক্ষাৎকারে এআর রহমান জানান, ' সবার আগে বলি এমএম কিরাবাণী একজন দারুণ সঙ্গীত পরিচালক। কিন্তু তিনি ভীষণ রকম আন্ডাররেটেড। আর সেই কারণেই তাঁর কেসটা কিন্তু দারুণ আকর্ষণীয়। আমি জানি না আমি ঠিক কিনা, তবে আমার বিশ্বাস উনি ২০১৫ সালেই ইন্ডাস্ট্রি ছেড়ে দিতে চেয়েছিলেন। আর ঠিক তখন থেকেই তাঁর কেরিয়ার শুরু হয়েছিল। উনি যা তখন থেকে উনি সেই কারণেই সবার নজর কাড়তে শুরু করলেন। তাই কেউ যদি মনে করে থাকেন যে তাঁর জীবন শেষ, তাঁদের কাছে এটা একটা শিক্ষা। জীবন যে কোনও মুহূর্তে ঘুরতে যেতে পারে। জীবন শুরু হতে পারে। এটা তার সব থেকে বড় উদাহরণ। আমি আমার সন্তানদের এই কথা বলব। একটা মানুষ যে গত ৩৫ বছর ধরে কাজ করছেন তিনি যখন তাঁর কেরিয়ার ছাড়তে চাইলেন তখন থেকেই তাঁর আসল কেরিয়ার শুরু হল।'

বন্ধ করুন