বাংলা নিউজ > বায়োস্কোপ > রাজামৌলির RRR এবার ক্রিটিক্স চয়েস অ্যাওয়ার্ডসে! পেল সেরা ছবি-সহ ৫ বিভাগে নমিনেশন

রাজামৌলির RRR এবার ক্রিটিক্স চয়েস অ্যাওয়ার্ডসে! পেল সেরা ছবি-সহ ৫ বিভাগে নমিনেশন

আরআরআর-এর একটি দৃশ্যে রাম চরণ, আলিয়া ভাট এবং জুনিয়র এনটিআর।

Critics Choice Awards 2023: RRR-এর মাথায় নতুন পালক। বিখ্যাত ক্রিটিক্স চয়েজ অ্যাওয়ার্ড ২০২৩-এর পাঁচটি বিভাগের জন্য নমিনেশন পেল ছবিখানা। অস্কার পাওয়ার রাস্তা হল আরও প্রশস্থ। 

বিশ্বমঞ্চে ফের একবার সমাদৃত এসএস রাজামৌলি-র ‘আরআরআর’। ক্রিটিক্স চয়েজ অ্যাওয়ার্ড ২০২৩-এর পাঁচটি বিভাগের জন্য নমিনেশন পেয়েছে এই সিনেমা। সেরা ছবি, সেরা পরিচালক (রাজামৌলি), সেরা বিদেশি ভাষার ছবি, সেরা ভিস্যুয়াল এফেক্টস, সেরা গান (নাটু নাটু)। 

যদিও এবারের ক্রিটিক্স চয়েস অ্যাওয়ার্ডে নমিনেশন পাওয়ার ক্ষেত্রে এগিয়ে রয়েছে ‘এভরিথিং এভরিভয়্যার অল অ্যাট এভিং অ্যাট’, যা পেয়েছে ১৪টি বিভাগে নমিনেশন। এরপরে আছে ‘দ্য ফ্যাবেলম্যানস’ যেটি ১১টি নমিনেশন পেয়েছে ও ‘ব্যাবিলন’ পেয়েছে ১০টি। 

২০২৩ সালের ১৫ জানুয়ারি লস অ্যাঞ্জেলেসে এবারের ক্রিটিক্স চয়েস অ্যাওয়ার্ডসটি অনুষ্ঠানিত হতে। সাধারণত এটিকেই সম্মানজনক আমেরিকান পুরস্কারের মরশুমের শুরু হিসেবে ধরা হয়, যা শেষ হয় মার্চে একাডেমি পুরস্কারের হাত ধরে। 

প্রসঙ্গত, আরআরআর-এর বিজয়রথ থামার নামই নিচ্ছে না। দিনকয়েক আগেই এটি মনোনীত হয় গোল্ডেন গ্লোবস ২০২৩ এর জন্য। সেখানে সেরা ছবি এবং সেরা গানের বিভাগে মনোনীত হয়েছে এটি। সম্প্রতি এই ছবি নিউ ইয়র্ক ক্রিটিক্স সার্কেল অ্যাওয়ার্ডসে সেরা পরিচালকের পুরস্কারও জিতে নিয়েছে। ২০২২ আটলান্টা ফিল্ম ক্রিটিক্স সার্কেল অ্যাওয়ার্ডস-এর পক্ষ থেকে সেরা আন্তর্জাতিক ছবির সম্মানও পেয়েছে।

দক্ষিণের দুই স্বাধীনতা সংগ্রামী কোমারাম ভীম এবং আল্লুরি সীতারাম রাজুর লড়াইয়ের কাহিনিকে নাটকীয় কায়দায় সিনেমার পর্দায় ফুটিয়ে তোলা হয়েছে আরআরআরে। এসএস রাজামৌলির এই ছবিতে মুখ্য ভূমিকায় ছিলেন দক্ষিণের দুই সুপারস্টার রামচরণ এবং জুনিয়র এনটিআর। ভীমের চরিত্রে অভিনয় করেছিলেন জুনিয়র এনটিআর। রাজুর চরিত্রে দেখা মিলেছিল রামচরণকে।ছবিতে কেমিও ছিল বলিউডের আলিয়া ভাটেরও। তিনি রামচরণের স্ত্রীয়ের চরিত্রে অভিনয় করেন। রামচরণের বাবার চরিত্রে অভিনয় করেন অজয় দেবগণ। সারা বিশ্বের বক্স অফিসের নিরিখে ১০০০ কোটি টাকারও বেশি ব্যবসা করেছে রাজামৌলির ছবি।

বন্ধ করুন