এখন সিনেমা হলের মতোই জনপ্রিয় হয়ে গিয়েছে ওটিটি মাধ্যমও। সিনেমা হলে কবে কোন ছবি মুক্তি পাবে, সেই তারিখ সম্পর্কে খোঁজ নেওয়ার পাশাপাশি এখন মানুষ খোঁজ নেন ওটিটি মাধ্যমে মুক্তি পাওয়ার তারিখের বিষয়েও। অনেকেই এখন বড়পর্দায় ছবি দেখার চাইতে ওয়েবপর্দায় দেখতে বেশি পছন্দ করেন।
শুধুমাত্র বিদেশি ছবি বা সিরিজই নয়, এখন ওটিটি মাধ্যমে বেশ জনপ্রিয় হয়ে গিয়েছে ভারতীয় সিনেমাও। এরই মধ্যে জানা গেল এক দারুণ তথ্য। অন্যতম জনপ্রিয় ওটিটি মাধ্যম নেটফ্লিক্স। এই মাধ্যমে সবচেয়ে জনপ্রিয় ভারতীয় সিনেমা কোনটি?
এই তথ্য জানার সহজ রাস্তা একটিই। কোন ছবি সবচেয়ে বেশি সময় দেখা হয়েছে, সেটির উপর ভিত্তি করেই নেটফ্লিক্স জানিয়েছে, তাদের হিসাবে সবচেয়ে জনপ্রিয় ভারতীয় ছবির নাম। আন্দাজ করতে পারেন, এটি কোন সিনেমা?
এটি রাজামৌলি পরিচালিত ‘আরআরআর’। এখনও পর্যন্ত যত ভারতীয় ছবি এই প্লাটফর্মটিতে রয়েছে, তার মধ্যে সবচেয়ে বেশি সময় ধরে চলেছে ‘আরআরআর’। যত দর্শক এই ছবি দেখেছেন, তাঁদের সকলের সময় যোগ করলে, যে পরিসংখ্যান পাওয়া গিয়েছে, তা রীতিমতো ঈর্ষণীয়। দেখা গিয়েছে, প্রায় সাড়ে ৪ কোটি ঘণ্টা চলেছে ছবিটি। এবং এখানেই থেমে যাচ্ছে না। এখনও মানুষ বিপুল পরিমাণে দেখে চলেছেন এই সিনেমা।
তেলুগু ভাষায় তৈরি এই ছবিটি হিন্দি-সহ, তামিল, মালায়লম, কন্নড় ভাষাতে জাবিং করেও ওটিটি মাধ্যমে এসেছে। তবে তার অেকগুলি দেখানো হচ্ছে অন্য ওটিটি মাধ্যমেও। নেটফ্লিক্সের তরফে ‘আরআরআর’-এর যে সংস্করণটির বিষয়ে তথ্য দেওয়া হয়েছে, তা হিন্দি ভাষার। বলা হয়েছে, হিন্দি ‘আরআরআর’ এই ওটিটি মাধ্যমে থাকা অন্য সব ভারতীয় সিনেমাকে পিছিয়ে দিয়েছে জনপ্রিয়তার নিরিখে।