বাংলা নিউজ > বায়োস্কোপ > Junior NTR: এক রাতেই ভোলবদল! গোল্ডেন গ্লোবে 'সাহেবিয়ানা' জাহির করে হাসির খোরাক জুনিয়র এনটিআর

Junior NTR: এক রাতেই ভোলবদল! গোল্ডেন গ্লোবে 'সাহেবিয়ানা' জাহির করে হাসির খোরাক জুনিয়র এনটিআর

কটাক্ষের শিকার জুনিয়র এনটিআর

Junior NTR Trolled: বিদেশি সংবাদমাধ্যমের সামনে মার্কিন অ্যাক্সেন্টে ইংরাজি বলে কটাক্ষের মুখে ‘আরআরআর’ তারকা। এমন দেখনদারির দরকার ছিল না, বলছে নেটপাড়া। 

মার্কিন মুলুকে গিয়ে আচমকাই ‘ফরেন অ্যাক্সেন্ট সিনড্রোম’-এ আক্রান্ত জুনিয়র এনটিআর! ‘আরআরআর’ তারকার ভাইরাল ভিডিয়ো দেখে তেমনটাই দাবি নেটিজেনদের। বুধবার সকাল সকাল (ভারতীয় সময়ানুসারে) রাজামৌলির ‘আরআরআর’ পশ্চিমের অন্যতম চর্চিত অ্যাওয়ার্ড সেরেমানি গোল্ডেন গ্লোবের মঞ্চে সেরার পুরস্কার ছিনিয়ে নিয়েছে। ‘নাটু নাটু’ গানের জন্য শ্রেষ্ঠ মৌলিক গান বিভাগে পুরস্কৃত হয় এই ছবি। যা নিঃসন্দেহে গোটা দেশের কাছে বিরাট পাওনা। গত বছর গোটা দেশের বক্স অফিস কাঁপানো ছবি ‘আরআরআর'-এর এই গানের তালে আগেই নেচেছে গোটা দেশ।

সাফল্যের দিনেও কটাক্ষ পিছু ছাড়ল না ‘আরআরআর’ তারকা জুনিয়র এনটিআরের। এদিন জুনিয়র এনটিআরের ‘সাহেবিয়ানা’ দেখে হতবাক ভক্তরা। এদিনের অনুষ্ঠানের লাল গালিচায় তারকার ভোলবদল দেখে ভ্রু কুঁচকাচ্ছেন অনেকেই। বিদেশি সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে হঠাৎ করেই বদলে যায়, এনটিআরের ইংরাজি বলার ধরণ। আচমকাই মার্কিন অ্যাক্সেন্টে ইংরাজি বলতে শোনা গেল তাঁকে।

আরও পড়ুন-শেষজীবন কেটেছে অন্ধত্ব আর একাকীত্বে! চলে গেলে ‘মিস্টার ইন্ডিয়া’র সিনেমাটোগ্রাফার

এনটিআর জুনিয়রকে বহুবার ইংরাজি বলতে শুনেছে ভারতীয়রা, তবে তাঁর বাচনভঙ্গিতে এমন বিদেশি টান কখনও শোনা যায়নি। একজন কটাক্ষের সুরে লেখেন, ‘ভারতীয়েদর মতো স্বাভাবিক ইংরাজি কি বলা যেত না? এরা কি প্রমাণ করতে চায় ব্রিটিশ বা মার্কিনদের মতো ইংরাজি বললেই সঠিক ইংরাজি বলা যায়?’ অপর এক নেটিজেন লেখেন, ‘বাব্বা! এক রাত আগে আমেরিকা গিয়ে এই অবস্থা! পুরো সাহেব হয়ে গেছে তো, এমন ভুয়ো বাচনভঙ্গির কী দরকার? বোঝাই যাচ্ছে এটা ফেক’।

যদিও জুনিয়র এনটিআর ভক্তরা তাঁর হয়ে ব্যাট ধরে। তাঁদের দাবি, নির্দিষ্ট কোনও কারণে বাচনভঙ্গিতে বদল আসতেই পারে, অনেকক্ষেত্রেই সেটা ঘটে। আন্তর্জাতিক মঞ্চে গোটা দেশের মুখ উজ্জ্বল করেছে ‘আরআরআর’ টিম, সেটা নিয়েই মাতামাতি করা উচিত, মত তারকার অনুরাগীদের। 

‘মনসুন ওয়েডিং’-এর পর, ২১ বছরের ব্যবধানে প্রথম ভারতীয় ছবি হিসাবে ‘গোল্ডেন গ্লোব’-এর মঞ্চে মনোনয়ন পেতে সক্ষম হয়েছিল রাজামৌলির ছবি। সেরা মৌলিক গানের পুরস্কার জিতলেও ‘সেরা বিদেশি ভাষার ছবি’র পুরস্কার হাতছাড়া হয় ‘আরআরআর’-এর। মেসির দেশের ছবির ‘আর্জেন্টিনা, ১৯৮৫’-এর হাতে গেল এই সম্মান। 

আরও পড়ুন- অভিনয় কেরিয়ারে ইতি! আগামী সপ্তাহে বিয়ে ‘ঊষসী’র, আমেরিকায় সংসার পাতবেন রুশা

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

 

বন্ধ করুন