উপযুক্ত কাগজপত্র ছাড়াই রাস্তা ১৬ কোটি মূল্যের রোলস রয়েস! সেই বিলাসবহুল গাড়িটি রবিবার বেঙ্গালুরুর ইউবি সিটি থেকে বাজেয়াপ্ত করেছে কর্নাটক ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের আধিকারিকরা। ওই রোলস রয়েস গাড়ির পাশাপাশি আরও ১৫টি বিলাসবহুল গাড়ি আটক করেছে কর্নাটক ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট। জানা গিয়েছে, সংশ্লিষ্ট দফতরের অতিরিক্ত কমিশনার এল নরেন্দ্র হোলকারের নেতৃত্বে একটি বিশেষ পর্যবেক্ষণ দল বেঙ্গালুরুর সমস্ত লাক্সারি কার মোটর ভেহিক্যাল আইন অনুসারে চলছে কিনা তা খতিয়ে দেখতে এই বিশেষ তদন্ত চালাচ্ছিল।
১৬ কোটি মূল্যের ওই রোলস রয়েস গাড়িটির মালিকানা বা অন্য কোনও তথ্য পরিবহন সেবা ডাটাবেসে মজুদ না থাকায়, সেই গাড়িটি আটক করে পরিবহন দফতরের আধিকারিকরা। এই বিলাসবহুল গাড়ির নেই কোনও বিমা, তবে গাড়ির রেজিস্ট্রেশন নম্বর মহারাষ্ট্রের (নম্বর- MH 02/BB2)। সেই রোলস রয়েস নিয়ে অপর কোনও তথ্য মেলেনি, তবে যিনি সেই গাড়ি চালাচ্ছিলেন সেই ব্যক্তি দাবি করেন এই গাড়ির প্রকৃত মালিক এক বলিউড অভিনেতা ২০১৯ সালে ৬ কোটি টাকা দিয়ে এই গাড়ি কেনেন তিনি।
তেমনটা ঘটলেও এই লাক্সারি গাড়ির বিমা না থাকাটা সুপ্রিম কোর্টের নির্দেশের বিরুদ্ধে, সেই কারণেই গাড়ি আটক করে বিস্তারিত তদন্তে নেমেছে পরিবহণ দফতর।