আর মাত্র কয়েকদিন বাকি তারপরই চার হাত এক হবে অনন্ত এবং রাধিকার। আম্বানিদের ছোট ছেলের বিয়ের তোড়জোড় শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই। তাঁদের বিয়ের কার্ড থেকে অন্যান্য বিষয়ের ছবি, ভিডিয়োতে ছেয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়া। এরই মধ্যেই আম্বানিদের বাড়ি অ্যান্টিলিয়ায় নৈশভোজের আয়োজন করা হয়েছিল। সেখানে হাজির ছিলেন RSS প্রধান মোহন ভগবৎ।
আরও পড়ুন: 'যে খাবারগুলো কেউ খেত না...' অতিথিদের বাসি খাবার খেতে দেন! গোমাংসের পর ফের বিতর্কে জড়ালেন সুদীপা
আম্বানিদের নৈশভোজে RSS প্রধান মোহন ভগবৎ
এক পাপারাৎজ্জির তরফে একটি ভিডিয়ো এদিন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয় যেখানে দেখা যাচ্ছে আম্বানি পরিবারের সকলে নৈশভোজের পর RSS প্রধান মোহন ভগবৎকে ছাড়তে বাড়ির বাইরে এসেছেন। সেই ভিডিয়োতে মুকেশ আম্বানির সঙ্গে তাঁর ছেলে অনন্ত আম্বানিও ছিলেন। তাঁরা সকলে মিলে মোহন ভগবৎকে তাঁর গাড়ি পর্যন্ত এগিয়ে দেন।
এমনকি অনন্ত আম্বানি তো নিচু হয়ে মোহন ভগবৎকে প্রণামও করেন পা ছুঁয়ে। ভিডিয়োর শেষে নীতা আম্বানিকেও দেখা যায়। তিনিও এসে হাত জোড় করে প্রণাম করে মোহন ভগবৎকে বিদায় জানান।
এদিনের অনুষ্ঠানে মুকেশ আম্বানি একটি সাদা শার্ট এবং কালো প্যান্ট পরেছিলেন। অন্যদিকে অনন্ত আম্বানি এবং নীতা আম্বানিকে কমলা রঙের পোশাকে দেখা যাচ্ছে।
আম্বানিদের নৈশভোজের অন্যান্য অতিথি
এদিন আরেকটি ভিডিয়োতে দেখা যাচ্ছে ইশা আম্বানির বর আনন্দ পরিমল অ্যান্টিলিয়ায় ঢুকছেন। এছাড়াও একাধিক গণ্যমান্য ব্যক্তি তাঁদের এই নৈশভোজে হাজির ছিলেন।
আরও পড়ুন: বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ আর গণপথের জন্য প্রায় ২০০ কোটি নিয়েছেন টাইগার! কী জানালেন প্রযোজক?
অনন্ত রাধিকার বিয়ে
আগামী ১২ জুলাই মুকেশ আম্বানি এবং নীতা আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানির সঙ্গে সাতপাকে বাঁধা পড়বেন রাধিকা মার্চেন্ট। তাঁরা দুজনে ছোটবেলার বন্ধু। এই বছর কয়েক দফায় তাঁদের প্রিওয়েডিংয়ের অনুষ্ঠান চলেছে। এবার পালা বিয়ের। মুম্বইয়ের জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে তাঁদের বিবাহ বাসর বসবে।