ছোট পর্দার জনপ্রিয় জুটি রুবেল দাস ও শ্বেতা ভট্টাচার্য। যমুনা ঢাকি সিরিয়ালে কাজ করার সময় তাঁরা একে-অপরের প্রেমে পড়েন। আর সেই সম্পর্কের বয়স বর্তমানে ৩ পেরিয়েছে। বৃহস্পতিবার বেশ একটা মিষ্টি ছবি শেয়ার করলেন সামাজিক মাধ্যমে।
দেখা গেল বিছানায় আদুর গায়ে শুয়ে আছেন রুবেল, আর উপরে ঝুঁকি আছেন শ্বেতা। একান্ত মুহূর্তে দুজনের এই সেলফি মন ছুঁয়ে নিল নেট-নাগরিকদের। ক্যাপশনে রুবেল লেখেন, ‘হাত থামকর সাথ চলতে হ্যায়, এক দুসরে কো প্যয়র সে সামাঝতে হ্যায়…’। আর এই ভালোবাসা মাখা পোস্টের জবাবে শ্বেতার মন্তব্য, ‘তোর আর আমার মাঝে শুধুই ভালোবাসা… মরার আগে অবধি ভালোবাসব তোকে।’
আরও পড়ুন: সৌমিতৃষাকে বিয়েতে ডাকেননি আদৃত! প্রশ্ন উঠতেই মাথা নেড়ে কী জবাব কৌশাম্বির বরের
তবে এভাবে ঘনিষ্ঠ মুহূর্ত শেয়ার নিয়ে আপত্তি জানাল নেটিজেনরা। একজন লেখেন, ‘এদেরকে বলে শো অফ কাপল। একটু ম্যাচিউরিটি নেই এদের মধ্যে। আশেপাশের জুটিদের দেখে কিছু শেখা উচিত।’ আরেকজন লিখলেন, ‘এগুলো না দিলেই তো পারো’।
আরও পড়ুন: অনন্ত-রাধিকার কয়েক কোটির বিয়েতে এ কেমন কার্ড! লালের উপর সোনালি হরফে লেখা, ছবি প্রকাশ্যে
শ্বেতাকে ভালোবাসার কথা অস্বীকার করেননি কোনওদিন। যমুনা ঢাকি-তে কাজ করার প্রথমদিকে দুজনেই ছিলেন আলাদা-আলাদা সম্পর্কে। তবে বিচ্ছেদ হয়ে যায় দুজনেরই। আর এরপর দুটি ভাঙা মন খুঁজে নেয় একে-অপরকে। আঁকড়ে ধরে ভালোবাসায়। খুব জলদি শ্বেতা-রুবেল বিয়ে করবেন বলেই খবর রয়েছে। রুবেল নিজে জানিয়েছিলেন, ২০২৫-এই হয়তো হবে শুভ কাজ।
প্রেমের প্রথম থেকেই দুই বাড়িতে দুজনের অগাধ যাতায়াত। আসলে তাঁদের সম্পর্কে অনুঘটকের কাজ করেছিল দুই পরিবারই। যখন সিদ্ধান্ত নিয়ে উঠতে পারছিলেন না তাঁরা, তখন এক হতে সাহায্য করেছিল পরিবার। গত বছর পুজোয় ডেঙ্গু আক্রাণ্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন রুবেল। সেই সময়টা পাশ থেকে নড়েননি শ্বেতা। বাড়ি আসা, পুজোর উদযাপন, সব কিছুই মুলতুবি রেখেছিলেন।
আরও পড়ুন: ভোটে হার, হিট সিনেমার অভাব, এনআরআই পাত্র বিয়ে করে দেশ ছাড়ছেন পায়েল? জবাব এল, ‘অনেকেই তো লিভ ইন…’
কাজের সূত্রে, রুবেলকে বর্তমানে দেখা যাচ্ছে নিম ফুলের মধু ধারাবাহিকে। তাঁর আর পল্লবী শর্মার কেমিস্ট্রি মনে ধরেছে সকলের। প্রায় দেড় বছর ধরে একটানা টিআরপি তালিকায় ভালো ফল করে যাচ্ছে এই মেগা। বিগত কয়েক সপ্তাহ ধরে তো টিআরপি টপারও হয়েছে।
এদিকে, শ্বেতাকে দেখা যাচ্ছে, কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকে। এখানে শ্বেতার নায়ক হলেন রণজয় বিষ্ণু। কয়েক মাস আগে শুরু হলেও, ভালোই টিআরপি রেটিং এই মেগার। সেরা পাঁচে জায়গা পাছ্ছে দীর্ঘ দিন ধরে।