আর তো শুধু কিছু সময়ের অপেক্ষা। বর-কনের বেশে ধরা দেবেন শ্বেতা-রুবেল। প্রেমিক-প্রেমিকা হয়ে উঠবেন বর-বধূ। ১৯ জানুয়ারি রবিবার সকাল থেকেই তাই শ্বেতা ও রুবেল, দুজনের বাড়িতেই দুজনের বাড়িতেই শুরু হয়ে গিয়েছে বিয়ের সকালের নানান অনুষ্ঠান ও রীতিনীতি পালন। ইতিমধ্যেই গায়ে হলুদও হয়ে গিয়েছে অভিনেতা রুবেল দাসের। রুবেলের গায়ে হলুদের সেই মুহূর্ত উঠে এল সোশ্যাল মিডিয়ায়।
বাঙালি বিয়ের প্রথা মেনে সাদা ধুতি, গেঞ্জি আর কমলা রঙের গামছা গলায় দেখা মিলল রুবেলের। নিজের গায়ে হলুদেই বন্ধুদের নিয়ে জমিয়ে নাচলেন রুবেল। ছেলের গায়ে হলুদ ছোঁয়াতে দেখা গেল অভিনেতার মাকে। হবু বরের সঙ্গে দেখা মিলল নিতবরেরও। পদ্মফুলের আকারে তৈরি বিশালাকৃতি পাত্রে বসে গায়ে হলুদ সারলেন রুবেল দাস। তাঁকে ঘিরে থাকতে দেখা গেল আত্মীয়-পরিজনদের। একটি ফ্যান ক্লাবের হাত ধরে সোশ্যাল মিডিয়ায় উঠে এসেছে সেই ভিডিয়ো।
আরও পড়ুন-সইফের উপর একের পর এক ছুরির কোপ, অবশেষে থানে থেকে গ্রেফতার অপরাধী, কে এই ব্যক্তি?
এদিকে রুবেল দাসের গায়ে হলুদের ভিডিয়ো সামনে এলেও এখনও পর্যন্ত গায়ে হলুদের সাজে দেখা মেলেনি তার হবু বউ শ্বেতার। তবে শ্বেতার মেহেন্দি লুক ইতিমধ্যেই ভাইরাল। তবে অনুরাগীর গায়ে হলুদের সাজে ও বধূ বেশে অভিনেত্রীকে দেখার অপেক্ষায় রয়েছেন।
সম্প্রতি শ্বেতাকে বিয়ের প্রসঙ্গে রুবেল দাস বলেন, ‘আমি ওকে প্রথমে ব্রাইডাল লুকে দেখেই প্রেমে পড়েছিলাম। ওকে বধূবেশে দেখেই ঠিক ফেলেছিলাম যে ওকেই বিয়ে করব।’ প্রসঙ্গত যমুনা ঢাকির সেটে দেখা হয়েছিল শ্বেতা-রুবেলের। তাঁদের যখন আলাপ হয়, তখন দীর্ঘ ৯ বছরের সম্পর্ক ভেঙে যাওয়ায় দুঃখে ডুবেছিলেন অভিনেত্রী। আর তখনই শ্বেতার মনের সেই ক্ষতয় ভালোবাসার মলম লাগান রুবেল দাস। তবে সেসব তো গেল পুরনো কথা, এবার সাতপাকে বাঁধা পড়ায় অপেক্ষায় রয়েছেন এই যুগল।
তবে বিয়ের জন্য নাকি মাত্র ৫ দিন ছুটি পেয়েছেন শ্বেতা-রুবেল। কারণ তাঁরা দুজনেই জি বাংলার দুই জনপ্রিয় মেগার মুখ। তাই সিরিয়ালের শ্যুটিংয়ের চাপে বেশি ছুটি নেওয়ার উপায় নেই। অগত্যা ৫ দিনের ছুটিতেই কাজ চালাতে হচ্ছে তাঁদের। জানা যাচ্ছে, বিয়ের জন্য দমদম ইমামি সিটির বিপরীতে রাজা প্যালেস ভাড়া নিয়েছেন শ্বেতা। সেখানেই বসছে তাঁদের বিয়ের আসর।