টলিপাড়ায় ফের বাজতে চলেছে বিয়ের সানাই। নতুন বছরেই সাতপাক বাধা পড়বেন শ্বেতা ভট্টাচার্য ও রুবেল দাস। নিজেদের প্রেম নিয়ে কোনওদিনই লুকোছাপাও করেননি রুবেল-শ্বেতা। কিন্তু এবার একটি ভিডিয়োর মাধ্যমে শ্বেতা জানালেন যে তাঁদের সম্পর্ক সাত জন্মের। পাশাপাশি দিলেন নতুন কিছু আসার সুখবরও।
বিখ্যাত স্টাইলিস্ট রুদ্র সাহার শেয়ার করা এক ভিডিয়োয় নায়িকাকে এই কথাগুলি ভাগ করে নিতে দেখা গিয়েছে। ভিডিয়োর শুরুতেই শ্বেতাকে বলতে শোনা গিয়েছে যে, তাঁদের বিয়ে ভাঙতে পারে না। তাঁদের সাত জন্মের সম্পর্ক। কিন্তু কোন প্রসঙ্গে এমন বললেন নায়িকা?
আরও পড়ুন: ‘সরস্বতীকে অসম্মান…’! রাজস্থানের মুখ্যমন্ত্রীর কোন কাজে এতটা বিরক্ত হলেন সোনু নিগম?
আসলে ভিডিয়োয় দেখা গিয়েছে রুবেলের সমাজ মাধ্যমে তাঁদের বিয়ে প্রসঙ্গে প্রকাশ্যে আসা একটি খবরের শিরোনাম পড়ে শোনাচ্ছেন যেখানে লেখা রয়েছে, ‘বিয়ে ভাঙল রুবেল শ্বেতার, বিয়ের আগেই কেন বিচ্ছেদ হচ্ছে? আপনারা কি জানতে পারলেন?’ রুবেল এই শিরোনাম পড়ার পর ক্যামেরা ঘুরে যায় শ্বেতার দিকে। রুদ্র শ্বেতাকে প্রশ্ন করেন 'তুমি জানতে পেরেছো?' শ্বেতা উত্তরে বলেন ‘না, তারপরেই আবার লিখে দেয় বিস্তারিত জানতে এই কমেন্টে ক্লিক করুন। আপনারা কেউ করেবন না ক্লিক। ব্যবসা হচ্ছে ব্যবসা। আমাদের বিয়ে ভাঙতে পারে না, আমাদের সাত জন্মের সম্পর্ক।’
এরপর রুদ্র মজা করেই শ্বেতার থেকে জানতে চান আর আমাদের? তখন শ্বেতা বলেন, ‘এখানে আমাদের সবার সঙ্গে সবার সাত জন্মের সম্পর্ক।’ তখন পাশ থেকে রুবেল 'সমারোহে…' গানটি গেয়ে ওঠেন। আর তা শুনেই শ্বেতা মন্তব্য করেন যে, ‘সমারোহে…’ গানটার মাধ্যমে নাকি রুবেল নতুন কিছু আসার আভাস দিয়েছেন।
আরও পড়ুন: ছেলে-বরের নামে মৃত্যু-হুমকি, সালমার ৮৩ বছরের জন্মদিন এক হল খান পরিবার! সলমন কি এলেন?
প্রসঙ্গত, ২০২০ সালে 'যমুনা ঢাকি' সিরিয়ালে একসঙ্গে কাজ করার সময়ই বন্ধুত্ব তৈরি হয় শ্বেতা-রুবেলের। পরে সেই বন্ধুত্ব ভালোবাসায় বদলে যায়। শুরুর দিকে তাঁরা অবশ্য নিজেদের সম্পর্কের বিষয়ে প্রকাশ্যে কোনও কথা বলতে চাইতেন না। পরে রুবেল-শ্বেতা দুজনেই খুল্লাম খুল্লা প্রেম করেছেন। প্রেমের কথা সকলের সামনে মেনেও নিয়েছেন।
শোনা গিয়েছে আগামী বছর অর্থাৎ ২০২৫ সালের জানুয়ারিতেই গাঁটছড়া বাঁধতে চলেছেন এই তারকা জুটি। শ্বেতা আর রুবেলের ফ্যানদের পক্ষ থেকে শোনা গিয়েছে ১৯ জানুয়ারি নাকি তাঁরা সাতপাকে বাধা পড়বেন। টলিউডের তারকাদের বিয়ে মানেই বেশ একটা সাজোসাজো ব্যাপার, যা আগে দেখা গিয়েছে আদৃত-কৌশাম্বি, কাঞ্চন-শ্রীময়ী, সৌরভ-দর্শনাদের বিয়ের সময়তেই। এবার অপেক্ষা শুধু বর ও কনের সাজে শ্বেতা ও রুবেলকে দেখার।