রুবেল দাস যে অভিনয় ছাড়াও দুর্দান্ত নাচতে পারেন সেই কথা সকলেই জানেন। কিন্তু জানেন কি অভিনেতা ভীষণ ভালো গানও গান। আর সেটারই ঝলক এদিন দেখা গেল।
রুবেলের গানে মুগ্ধ অনুরাগীরা
সদ্যই কিশোর কুমারের জন্মবার্ষিকী গেল। আর সেই বিশেষ দিনে একাধিক জায়গায় বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। আর তেমনই একটি অনুষ্ঠানে গঙ্গাজলে গঙ্গা পুজো করার মতোই কিশোর কুমারের একটি গান গেয়ে শোনান। তিনি টেকনিশিয়ান স্টুডিওতে আয়োজিত কিশোর কুমারের জন্মদিন উপলক্ষ্যে এই অনুষ্ঠানে ডন ছবি থেকে খাইকে পান বানা গানটি গান। তাঁর পাশে মঞ্চে দাঁড়িয়ে থাকতে দেখা যায় নিম ফুলের মধুর নায়িকা পর্ণাকে ওরফে পল্লবী শর্মাকে। ছিলেন কে প্রথম কাছে এসেছি ধারাবাহিকের মোহনা মাইতি।
রুবেল এদিন গানটি গাইতে গাইতে নাচতে থাকেন। তাঁর এই গানের ভিডিয়ো এদিন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই সেটা দেখে মুগ্ধ হয়েছেন নেটিজেনরা।
কে কী বলছেন?
এক ব্যক্তি লেখেন, 'এই ছেলেটি আর কি কি পারে যারা আসল singer তারা মাছি তাড়াচ্ছে যার যেটা কাজ সেটাই মানায়।' দ্বিতীয় ব্যক্তি লেখেন, 'দুর্দান্ত গেয়েছেন। আপনি সত্যিই ট্যালেন্টেড।'
আরও পড়ুন: মধুচন্দ্রিমা সারতে কোস্টারিকায় অনন্ত - রাধিকা, আলিশান ভিলার এক রাতের ভাড়া কত জানেন?
রুবেলের কাজ
রুবেল দাসকে বর্তমানে দেখা যাচ্ছে নিম ফুলের মধু ধারাবাহিকে। তাঁর বিপরীতে আছেন পল্লবী শর্মা। নিম ফুলের মধু ধারাবাহিকটি রোজ রাত আটটা থেকে সম্প্রচারিত হয়। জি বাংলায় দেখা যায় এই মেগা। এই ধারাবাহিকে কিছুদিন আগে দেখানো হয়েছে যে পর্ণা তার স্মৃতি হারিয়ে নিজেকে কলেজের ছাত্রী ভাবছে। ফলে এই ধারাবাহিকে যে এখন একটার পর একটা চমক আসছে সেটা বলাই যায়।