ছোট পর্দার অত্যন্ত চেনা মুখ হলেন রুবেল দাস। ভানুমতির খেল, যমুনা ঢাকি, ইত্যাদির মতো একাধিক জনপ্রিয় ধারাবাহিকে মুখ্য পুরুষ চরিত্রে দেখা গিয়ে তাঁকে। বর্তমানে তিনি নিম ফুলের মধু ধারাবাহিকে সৃজনের চরিত্রে অভিনয় করছেন। এই ধারাবাহিকের একটি অ্যাকশন দৃশ্য শুট করতে গিয়েই পড়ে গিয়ে পায়ের হাড় ভেঙে যায় তাঁর। দীর্ঘদিন বাড়ি বন্দি ছিলেন। বাড়ি থেকেই শুট করছিলেন। যদিও কয়েকদিন হল চিকিৎসকের পরামর্শে তিনি আবার শুটিং ফ্লোরে ফিরেছেন। কিন্তু কী করে এই ঘটনা ঘটল?
দুর্ঘটনা প্রসঙ্গে কী বললেন রুবেল?
রুবেল আনন্দবাজারকে দেওয়া একটি সাক্ষাৎকারে বলেন, 'যেদিন ঘটনাটি ঘটে সেদিন আলো পড়ে যাওয়ায় কাজ করতে ভীষণ চাপ হচ্ছিল তাড়াহুড়ো করে কাজ করতে গিয়েই এই অঘটন।' অ্যাকশন দৃশ্য নিয়ে কী তবে টলিউডের আরও সচেতন হওয়া প্রয়োজন? এই বিষয়ে পর্দার সৃজন বলেন, 'সিরিয়ালের পদ্ধতিটাই এমন। অল্প সময়ে শুটিং করে ফেলতে হয়। ফলে অনেক সময়ই ঠিক করে রেকি করা সম্ভব হয় না। তবে আজকাল যেহেতু অনেক অ্যাকশন দৃশ্য দেখানো হচ্ছে সিরিয়ালে সেহেতু আমার মনে হয় আগে থেকে ব্যবস্থা নিয়ে এই গোটা বিষয়টাকে সিস্টেমের মধ্যে রাখতে হবে। তবে আমি আমার ঘটনার জন্য কাউকে দোষ দিচ্ছি না।'
এখন কেমন আছেন রুবেল? 'ক্রাচে ভর দিয়ে শুটিং ফ্লোরে ফিরেছি। আগের থেকে অনেকটাই ভালো আছি। কিন্তু ক্রাচ চাটা যে দৃশ্যগুলির শুট করছি সেগুলোতে পুরো শরীরের ভর গোড়ালিতে পড়ছে, তখন যে কী ব্যথা হচ্ছে সেটা আমিই জানি' জানালেন অভিনেতা।
আরও পড়ুন: 'তুমি আছ বলেই...' প্রেম জমে ক্ষীর! জন্মদিনের পরই শ্বেতাকে নিয়ে বিশেষ পোস্ট রুবেলের
আরও পড়ুন: ঘুঙুর হাতে বাংলাদেশি গানের সুরে মজে 'বাবুর মা', কাজের ফাঁকে নিম ফুলের মধুর সেটে চলে কী?
এই ঘটনা কি অভিনেতার শরীরের ওজনের জন্যই ঘটেছে? কানাঘুষোয় যা শোনা যাচ্ছে সেটা কি সত্যি? এই প্রসঙ্গে যমুনা ঢাকি খ্যাত নায়ক বলেন, 'আমি অনেক ছোট থেকেই নাচ শিখি, ফলে শরীর এবং স্বাস্থ্য সম্পর্কে আমি ভীষণই সচেতন। যাঁরা এই ধরনের কথা বলছেন সেটা পুরোপুরি ভিত্তিহীন। আমি শুট করতে গিয়ে যেখানে পড়ি সেই জায়গাটা ভীষণ এবড়ো খেবড়ো ছিল। তাই কিছু করার ছিল না।'
শ্বেতাকে নিয়ে গর্বিত রুবেল
শ্বেতা ভট্টাচার্য এই সময় সবসময় তাঁকে আগলে রেখেছেন, এই বিষয়ে বলতে হয়ে তিনি বলেন, 'বিপদে কাছের মানুষকে চেনা যায়। আমি খুব লাকি এমন মনের মতো মানুষ পেয়ে। ও সব দিকে খেয়াল রেখেছে, আমাকে মোটিভেট করা হোক বা ডাক্তারের সঙ্গে কথা বলা, ওষুধ মনে করিয়ে দেওয়া, সবটা দেখে রেখেছে।'
নাচ নিয়ে কী মত রুবেলের?
কিন্তু যে রিয়েলিটি শো থেকে উত্থান, নাচ থেকেই প্রথম খ্যাতি পাওয়া সেটাই এই অভিনয়ের মাঝে কোথাও গিয়ে ব্যাকফুটে চলে যাচ্ছে না? এই বিষয়ে রুবেলের মত, 'টলিউডে ড্যান্সার হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার ক্ষেত্রে অনেক বাধা রয়েছে। নাচ নিয়ে কিছু করার স্কোপ নেই তেমন। বড় জোর কোরিওগ্রাফার হওয়া যায়। মুম্বইতে ড্যান্সারদের যে সম্মান দেওয়া হয় সেটা এখানে দেওয়া হয় না। মেন্টর বা বিচারক হিসেবেও ভাবা হয় না সেই সব ছেলেমেয়েদের যাঁরা এই রিয়েলিটি শোয়ের বিজয়ী হন। আবার ছবির জন্য মুম্বই থেকেই সেই কোরিওগ্রাফার নিয়ে আসা হয়।'