বাংলা নিউজ > বায়োস্কোপ > Rubel-Sweta: ভাঙা পা ঠিক হতেই এল সুখবর! শ্বেতার সঙ্গে কবে বসবেন বিয়ের পিঁড়িতে, জানালেন রুবেল

Rubel-Sweta: ভাঙা পা ঠিক হতেই এল সুখবর! শ্বেতার সঙ্গে কবে বসবেন বিয়ের পিঁড়িতে, জানালেন রুবেল

শ্বেতাকে বিয়ের প্ল্যান কবে? ফাঁস করলেন রুবেল। (ছবি-ইনস্টাগ্রাম)

Rubel-Sweta Marriage: দিনকয়েক আগেই রুবেল দাস ফিরেছেন নিম ফুলের মধু-র সেটে। মিডিয়ার সঙ্গে কথা প্রসঙ্গে বিয়ের খবর ফাঁস করলেন রুবেল। কবে শ্বেতার গলায় মালা দিচ্ছেন তিনি?

টলিপাড়ার চর্চিত জুটি শ্বেতা ভট্টাচার্য ও রুবেল দাস। যমুনা ঢাকি-তে তাঁদের অনস্ক্রিন কেমিস্ট্রি মুগ্ধ করেছিল দর্শকদের। তবে এবার তার থেকেও বেশি চর্চায় দুজনের অফস্ক্রিন প্রেম। সর্বক্ষণই একে-অপরের প্রশংসায় পঞ্চমুখ থাকেন শ্বেতা আর রুবেল। অনুরাগী মনে এখন প্রশ্ন, কবে এক হবে চার হাত?

সদ্য বড় দুর্ঘটনা সামলে উঠেছেন। এখনও হাঁটাচলা করতে ব্যবহার করতে হচ্ছে ক্রাচ। নিম ফুলের মধু সিরিয়ালে এখন সৃজনের চরিত্রে দেখা যাচ্ছে তাঁকে। আর সেই সিরিয়ালের শ্যুটের সময়তেই বাসের উপর থেকে লাফ দেওয়ার একটি দৃশ্যের শ্যুট করার সময় দুই পায়ের গোড়ালি ভেঙে যায় রুবেলের। তারপর মাসখানেক ছিল সম্পূর্ণ বিশ্রামে। বিছানা থেকে নড়াচড়া করার কোনও ক্ষমতাও তাঁর ছিল না। 

তবে এখন কয়েকদিন আগে ফিরেছেন সেটে। এরমধ্যে পরিবার ও শ্বেতাকে নিয়ে জওয়ান-ও দেখে এসেছেন। দুই পরিবার মিলেই ঠিক করেছিল শ্বেতা আর রুবেলের সম্পর্কটা। আসলে দুজনে যখন একে-অপরের সঙ্গে প্রেম করা নিয়ে সিদ্ধান্তহীনতায় ভুগছিলেন তখন অনুঘটকের কাজ করে পরিবার। দুই পরিবারই ঠিক করে দেয় তাঁদের বিয়ের। এখন অবশ্য, চোখে হারান একে-অপরকে! আরও পড়ুন: চাল ধোওয়া জল ফেলে না দিয়ে মুখে মাখুন! বিনা খরচেই মুখে আসবে হাজার ওয়াটের জেল্লা

সম্প্রতি এক সাক্ষাৎকারে শ্বেতাকে নিয়ে কথা বললেন রুবেল। সিনে চক্কর-কে বলতে শোনা যায়, ‘অনেক কাছের মানুষকেও অনেকে এরকম সময় পায় না কাছে। যেভাবে এই সময়টায় ও আমার পাশে ছিল। এক মুহূর্ত আমার মনে হয়নি এটা আমার হয়েছে। মনে হত আমার সঙ্গে ওরও হয়েছে। যেভাবে প্রত্যেকটা সময় আমার খেয়াল রেখেছে। শ্যুটিংয়ের সময় বাড়িতেও এসেছে রোজ। যাতে আমি একা বোধ না করি। ডিপ্রেশনে না ভুগি। আমার পরিবার এই সময় যেভাবে আমার জন্য করেছে, ও ঠিক ততটাি করেছে।’ আরও পড়ুন: আর্থিক দুর্নীতিতে নাম জড়ানো, ৬ ঘণ্টা ইডির জেরা! নুসরত বলছেন, ‘সত্য সামনে আসবেই’

বিয়ে কবে, প্রশ্নে রুবেল জানান, দুর্ঘটনার আগেও তাঁরা বিয়ে নিয়ে ভাবছিলেন। এখনও কথা হচ্ছে। হয়তো খুব সম্ভবত ২০২৫-এই বসবেন বিয়ের পিঁড়িতে। তবে সেভাবে কোনও তারিখ নির্দিষ্ট হয়নি এখনও। তবে খুব সম্প্রতি না হলেও, জলদিই বিয়ে করে নেওয়ার ইচ্ছে রয়েছে দুই পরিবারের তরফেই।

টিআরপি তালিকাতেও প্রথম থেকে ভালো ফল করছে নিম ফুলের মধু। মাঝে রুবেলের না থাকার কারণে রেটিং কিছুটা কমেছিল। তবে রুবেল ওরফে সৃজন ফিরতেই জমে উঠেছে গল্প। 

বন্ধ করুন