গত ৫ সেপ্টেম্বর ৩৩ বছরে পা দিলেন রুবেল দাস। আপাতত তিনি বাড়ি বন্দি। বর্তমানে তাঁকে নিম ফুলের মধু ধারাবাহিকে সৃজন অর্থাৎ মূল পুরুষ চরিত্রে দেখা যাচ্ছে। আর গত মাসে সেই ধারাবাহিকের শুটিং করতে গিয়েই পড়ে গিয়ে তিনি তাঁর দুই পায়ের গোড়ালি ভাঙেন। ফলে এখন তিনি একপ্রকার বাড়ি বন্দি। বাড়ি থেকেই শুট করছেন। এমন অবস্থাতেই কাটল তাঁর জন্মদিন।
শ্বেতা ভট্টাচার্য অর্থাৎ রুবেলের প্রেমিকা তথা অভিনেত্রী দুদিন আগেই রুবেলের জন্মদিনের টুকরো ছবি পোস্ট করেছিলেন। এবার অভিনেতাকে সেই ছবি পোস্ট করে নিজের মনের কথা জানাতে দেখা গেল।
এদিন অভিনেতা তাঁর পোস্টে লেখেন 'এইবার আশা করিনি জন্মদিন এত ভালো কাটাব, কারণ বাড়ি বসে এতদিন কাটানোটা একটু কষ্টকরই হতে পারত যদি না আমার পরিবার আমার পাশে থাকতো, শ্বেতা ভট্টাচার্য তোমাকে সব থেকে বেশি ভালোবাসি, তুমি পাশে আছ বলে প্রতিদিন খুব ভালো ভাবে কেটেছে, আর জন্মদিনটা আমার শ্রেষ্ঠ করে তুলেছ, আমি কি বলব জানি না, শুধু বলতে পারি আমি ভাগ্যবান তোমাকে পেয়ে, আর অবশ্যই কাকিমা, কাকু তোমাদেরও আমি ভালোবাসি, তোমরাও আমার পরিবার।'
তিনি আরও লেখেন, 'আর আমার দাদা, বৌদি, দিদি, মা, বন্ধুবান্ধব এবং দর্শক-সহ সকলকে অনেক ধন্যবাদ আমায় শুভেচ্ছা পাঠানোর জন্যে, আর দ্রুত আরোগ্য কামনা করার জন্য, আমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে আবার ফিরে আসছি।'
আরও পড়ুন: প্রেমিকা শ্বেতার গালে আদুরে চুমু, মিষ্টিমুখ! দেখুন রুবেলের জন্মদিনের অন্দরের ছবি
প্রেমিকের পোস্টে মন্তব্য করতে দেখা যায় শ্বেতাকেও। তিনি লেখেন, 'আই লাভ ইউ।' তাঁর বহু ভক্তরাই এই পোস্টে নিজেদের মনের কথা জানিয়েছেন। এক ব্যক্তি লেখেন, 'ক্যাপশনে নিজের মনের কথা তুলে ধরেছ দাদা।' আরেকজন লেখেন, 'আমরা সবাই প্রার্থনা করছি দাদা যাতে তুমি দ্রুত সুস্থ হয়ে যাও। যাতে দ্রুত তুমি আবার সেটে ফিরতে পারো। অনেক ভালোবাসা নিও।' অনেকেই আবার লাল হৃদয়ের ইমোজি পোস্ট করেছেন।