বাংলা নিউজ > বায়োস্কোপ > Rudrajit Mukherjee in Mithai: মিঠাই-তে এন্ট্রি নিচ্ছেন জি বাংলার চলতি সিরিয়ালের নায়ক! তাও আবার পুলিশের চরিত্রে

Rudrajit Mukherjee in Mithai: মিঠাই-তে এন্ট্রি নিচ্ছেন জি বাংলার চলতি সিরিয়ালের নায়ক! তাও আবার পুলিশের চরিত্রে

মিঠাই-তে এন্ট্রি রুদ্রজিতের

Rudrajit Mukherjee joins Mithai: এতদিন ‘মিঠাই’ সিরিয়ালের অভিনেতারা একে একে চলে যাচ্ছিলেন ‘পিলু’তে। তবে এবার উলোটপুরাণ। ‘পিলু’র রঙ্গন এবার এন্ট্রি নেবে মিঠাই-তে। 

মিঠাই ভক্তদের জন্য বিরাট ধামাকা অপেক্ষা করছে। এবার সিরিয়ালে এন্ট্রি নিচ্ছেন নতুন নায়ক। না কোনও জল্পনা নয়, একদম পাকা খবর। অভিনেতা নিজেই সোশ্যাল মিডিয়া পোস্টে এই সুখবর জানিয়েছেন। 'মিঠাই' ধারাবাহিকে খুব শীঘ্রই দেখা যাবে অভিনেতা রুদ্রজিৎ মুখোপাধ্যায়কে। যাকে এই মুহূর্তে ‘পিলু’ ধারাবাহিকে দেখা যাচ্ছে রঙ্গনের ভূমিকায়।

‘মিঠাই’তে পুলিশ অফিসারের চরিত্রে দেখা যাবে রুদ্রজিৎ-কে। স্পেশ্যাল অফিসার সুদীপ্ত রায় হিসাবে এন্ট্রি নিচ্ছেন অভিনেতা। মজার বিষয় হল এতদিন ‘মিঠাই’ ধারাবাহিকের অভিনেতারা লাইন লাগিয়ে ‘পিলু’তে যোগ দিচ্ছিলেন, এবার উলটপুরাণ। সোমদা-কে তো আজকাল মিঠাই-কে আর দেখাই যায় না, এখন অভিনেতা ধ্রুব সরকার পুরোপুরি ব্যস্ত মল্লারের চরিত্র নিয়ে। রঞ্জা-মল্লারের ট্র্যাকই এখন ‘পিলু’ ধারাবাহিকের মূল আকর্ষণ। মূূল নায়ক-নায়িকাকে খুঁজেও পাওয়া যায় না। ফাহিম মির্জা অর্থাৎ নিপার রুদ্রদাকেও ‘পিলু’তে দেখা গিয়েছে। এবার উলটোটা ঘটতে চলেছে।

মিঠাই-তে রুদ্রজিৎ-এর লুক কেমন হবে তা আপনারাই দেখে নিন। এই ছবির সঙ্গে নিজের নতুন পরিচয় শেয়ার করেছেন অভিনেতা। তবে দীর্ঘদিনের জন্য নয়, ক্যামিও অ্যাপিয়ারেন্সেই ‘মিঠাই’তে দেখা যাবে রুদ্রজিৎ-কে তেমনটাই জানা যাচ্ছে। আরও পড়ুন- 'মনোহরা'য় বোমা রেখেছে ওমি! মোদক পরিবারকে কী ভাবে বাঁচাবে সিদ্ধার্থ-মিঠাই?

ওমির চক্রান্তের শিকার মোদক পরিবার। মনোহরায় টাইম বম্ব লাগিয়ে সকলের প্রাণ সংকটে ফেলেছে ওমি। কীভাবে ওমির এই ছক বানচাল করবে সিদ্ধার্থ-মিঠাই? তা জানতে উদগ্রীব সকলে। অন্যদিকে সম্প্রতি মনোহরার বাইরের রঙ পালটেছে। সেই ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন মিঠাই পরিচালক। তাই অনেকেরই ধারণা, কাউকে প্রাণে মারতে না পারলেও হয়ত বোমা ফেটে ক্ষতিগ্রস্ত হবে ‘মনোহরা’। আর এই কেসের তদন্তকারী অফিসার হিসাবেই গল্পে এন্ট্রি হবে রুদ্রজিৎ-এর। 

ইতিমধ্যেই অভিনেতাকে ‘মিঠাই’ পরিবারে স্বাগত জানিয়েছে ভক্তরা। রুদ্রর পোস্টের কমেন্ট বক্সে ভালোবাসা জানিয়েছেন স্ত্রী প্রমিতা চক্রবর্তী। 

মল্লিকা-রঙ্গনের রোম্যান্টিক ট্র্যাক দর্শক বেশ পছন্দ করছে ‘পিলু’তে। এই সিরিয়ালে একদম শান্ত, ধীর চরিত্রে পাওয়া যায় রঙ্গনকে। খাকি উর্দি গায়ে চড়ানোয় ‘মিঠাই’কে বেশ রাউড়ি অবতারে পাওয়া যাবে বলেই আশা অনুরাগীদের। আরও পড়ুন-ঋদ্ধি-খড়ি হানিমুনে যেতেই বাড়ল নম্বর, মিঠাইকে হারিয়ে বেঙ্গল টপার হতে পারল?

'সাত ভাই চম্পা' খ্যাত রুদ্রজিৎ-কে দিন কয়েক আগেই রুপোলি পর্দায় ডেবিউ করতে দেখা গিয়েছে। মৈনাক ভৌমিকের ‘মিনি’ ছবিতে মিমির নায়কের ভূমিকায় দর্শক দেখেছে তাঁকে। তবে ছোটপর্দা ছাড়তে কোনওভাবেই চান না অভিনেতা। 

বন্ধ করুন