বাংলা নিউজ > বায়োস্কোপ > Rudrajit Mukherjee: 'প্রথম দেখায় প্রেমে পড়িনি', প্রমিতাকে কতদিন পর মন দিয়েছিলেন রুদ্রজিৎ? ফাঁস করলেন অজানা কথা

Rudrajit Mukherjee: 'প্রথম দেখায় প্রেমে পড়িনি', প্রমিতাকে কতদিন পর মন দিয়েছিলেন রুদ্রজিৎ? ফাঁস করলেন অজানা কথা

প্রমিতাকে কতদিন পর মন দিয়েছিলেন রুদ্রজিৎ?

Rudrajit Mukherjee: দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্কে ছিলেন রুদ্রজিৎ এবং প্রমিতা। ইতিমধ্যেই তাঁরা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। এতদিন পর প্রকাশ্যে আনলেন প্রেমে পড়ার প্রথম দিনের কথা।

টলিউডের অন্যতম হট অ্যান্ড হ্যাপেনিং কাপল হলেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী। সাত ভাই চম্পা ধারাবাহিকে কাজ করতে গিয়ে তাঁরা কাছাকাছি আসেন। প্রথম দিকে কদিন তাঁদের সম্পর্ক সমগপন রাখলেও পরে তাতে সিলমোহর দেন তাঁরা। মাঝে মধ্যেই তাঁদের ব্যক্তিগত জীবনের টুকরো ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে দেখা যায়। এদিনও তেমনই একটি পোস্ট করলেন রুদ্রজিৎ।

মঙ্গলবার ফেসবুকে অভিনেতা রুদ্রজিৎ তাঁর এবং প্রমিতার একটি ছবি পোস্ট করেন। সেখানেই জানান তাঁদের প্রেমের পড়ার গল্প। অভিনেতা এই পোস্টে স্পষ্ট করে দেন তাঁদের এক দেখায় প্রেম হয়নি। বরং তাতে ৫ মাসের বেশি সময় লেগেছিল। এই পোস্টে রুদ্রজিৎ লেখেন, 'প্রথম দেখায় প্রেম হয়নি আমাদের। প্রেমে পড়তে আমাদের ৫ মাস ২ দিন ৫ ঘণ্টা এবং ৩ মিনিট সময় লেগেছিল।'

তিনি যে ছবি পোস্ট করেছেন সেখানে তাঁদের পার্পল থিমের উপর পোশাক পরতে দেখা যায়। অভিনেতার পরনে পার্পল রঙের একটি পাঞ্জাবি তাতে আবার সুতোর কাজ। অন্যদিকে প্রমিতার পরনে ছিল পার্পল শিমারি শাড়ি এবং একই রঙের ব্লাউজ। সঙ্গে তিনি ম্যাচ করে একটি বড় কানের দুল এবং চুরি পরেছিলেন।

অনেকেই তাঁদের এই পোস্টে নিজেদের মতামত জানিয়েছেন। এক ব্যক্তি লেখেন, 'আমার অন্যতম পছন্দের জুটি।' আরেকজন লেখেন, 'খুব সুন্দর।' আরেক নেটিজেন লেখেন, 'আমি যখনই আপনাদের ছবি দেখি তখনই আমার ফোনের এসে চুমু দেয় আমার ছোট ছেলেটা। আপনারা খুব মিষ্টি।'

উল্লেখযোগ্য রুদ্রজিৎ এবং প্রমিতা ২০২১ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন।

বন্ধ করুন