৬ জানুয়ারি ২০২৫, ৫০ বছরে পা দিলেন রুদ্রনীল ঘোষ। জীবনের অর্ধ শতরান করার পর সেলিব্রেশন হবে না তাও কী হয়! জন্মদিনটা তাই জমিয়ে সেলিব্রেট করলেন রুদ্রনীল। তাঁর জন্মদিনের পার্টিতে উপস্থিত ছিলেন ইন্ডাস্ট্রির অনেকেই। ৫০-এ পা দিয়েও বেশ চার্মিং ইমেজেই দেখা মিলল অভিনেতার।
রুদ্রনীলের জন্মদিন সেলিব্রেশনের বহু ভিডিয়োই সোশ্যাল মিডিয়ায় উঠে আসছে। তাতে দেখা যাচ্ছে নানান মজাদার মুহূর্ত…। এদিকে জন্মদিন বলে কথা, উপহার মিলবে না তাও কি হয়! কিন্তু একী কাণ্ড! জন্মদিনে কেউ একজন মজা করে ফিডিং বোতল প্যাক করে দিয়েছেন অভিনেতাকে। আর সেই উপহারের বক্স খুলতেই হাসিতে ফেটে পড়লেন উপস্থিত সকলে। অভিনেতা কিন্তু নিজস্ব রসবোধের সঙ্গে জবাব দিয়ে বললেন, ‘আমার জন্মদিনে ফিডিং বোতল দিয়েছে! আমার যাতে বিয়ে হয়, সংসার হয় সেইজন্য।’ পাশ থেকে কেউ আবার মজা করে বললেন, ‘এই সবাই মিলে ধর…’। আর একথা শোনা মাত্রই একজন বর্ষীয়ান মহিলা রুদ্রনীলের মুখে ওই ফিডিং বোতল ধরেন। অভিনেতাও অবশ্য লজ্জা ভুলে দিব্যি ওই বোতল মুখে নিলেন। তবে বোতলে ঠিক কী ভরা ছিল সেটি স্পষ্ট নয়।
সেটি উঠে এসেছে টলি অনলাইনের সোশ্যাল মিডিয়ায়। এমন ভিডিয়ো দেখে হাসির রোল উঠেছে নেটপাড়ায়। এক নেটিজেন প্রশ্ন করে বসেছেন, ‘বোতলে ওটা কী?’
আবার অভিনেতার জন্মদিনে উপস্থিত ছিলেন বর্ষীয়ান অভিনেত্রী রূপা গঙ্গোপাধ্যায়। 'জানে কিউ দিল জানতা হ্যায়' গানে জমিয়ে নাচতে দেখা যায় রুদ্রনীল ও রূপাকে। ডান্স ফ্লোরে মাতেই দেন তাঁরা দুজনেই। বুঝিয়ে দেন, এই বয়সেও তাঁরা একাই একশো।
প্রসঙ্গত, সোমবার রুদ্রনীল ঘোষের জন্মদিনে একদিকে যেমন তাঁর টলিউডের বন্ধুদের দেখা গেল তেমনি দেখা মেলে বেশকিছু বিজেপি নেতার। এসেছিলেন জিতু কমল, জয়জিৎ বন্দ্যোপাধ্যায়, রূপাঞ্জনা মিত্র, কৌশিক গঙ্গোপাধ্যায়, ইন্দ্রদীপ দাসগুপ্ত, আবির চট্টোপাধ্যায়, রানা সরকার, প্রতিম ডি গুপ্ত, সৌরভ দাস, দর্শনা বণিক, শিলাজিত, শিবপ্রসাদ মুখোপাধ্যায় সহ আরও অনেকেই। ছিলেন রূপা গঙ্গোপাধ্যায়, অভিজিৎ গঙ্গোপাধ্যায়রাও।
অভিনয় দুনিয়ায় রুদ্রনীল ঘোষকে ফের একবার ‘হাওয়া বদল’-২ ছবিতে দেখা যাবে। পরমব্রত চট্টোপাধ্যায় ও রুদ্রনীল, ১২ বছর পর আবারও একবারর একসঙ্গে ধরা দেবেন পর্দায়। ২০১৩ সালে ‘হাওয়া বদল’ ছবিটিতে তাঁদের জুটি মনে ধরেছিল দর্শকদের। তাই সকলেই মুখিয়ে আছেন এই ছবিটির জন্য। SK মুভিজের প্রযোজনায় আসছে এই ছবির পার্ট ২।