বাংলা নিউজ > বায়োস্কোপ > Rudranil Ghosh: ‘ভূতেদের রানি’কে কটাক্ষ, TMC-র কর্মসূচিকে 'দুয়ারে ভূত' বলে ছড়া কাটলেন বিজেপির রুদ্রনীল

Rudranil Ghosh: ‘ভূতেদের রানি’কে কটাক্ষ, TMC-র কর্মসূচিকে 'দুয়ারে ভূত' বলে ছড়া কাটলেন বিজেপির রুদ্রনীল

তৃণমূলের প্রকল্প 'দিদির দূত'-কে চরম কটাক্ষ রুদ্রনীলের। 

তৃণমূল ও মমতা বন্দ্যোপাধ্যায়ের কটাক্ষ করে ছড়া কাটলেন রুদ্রনীল ঘোষ। কবিতার নাম দিলেন 'বাংলা জুড়ে ঘুরছে ভূতেরা'। 

ফের অভিনেতা, বিজেপি নেতা রুদ্রনীল ঘোষের নিশানায় তৃণমূল সরকার। আপাতত জেলায় জেলায় চলছে 'দিদির দূত' কর্মসূচি। আর এই কর্মসূচির কারণে একাধিক স্থানে বিক্ষোভের মুখে পড়তেও হচ্ছে তৃণমূলের নেতা-বিধায়কদের। সঙ্গে তৃণমূলের বিরুদ্ধেই তৃণমূলের অভিযোগ গোটা পরিস্থিতিকে আরও জোড়ালো করে তুলেছে। আর এই এসব নিয়েই নিজস্ব ঢঙে ছড়া কেটে পোস্ট করলেন অভিনেতা রুদ্রনীল ঘোষ।

ভেরিফাইড সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে একটি ভিডিয়ো পোস্ট করে রুদ্রনীল ক্যাপশনে লেখেন, 'দুয়ারে ভূত'। গোটা কবিতা জুড়েই কটাক্ষ করা হয়েছে তৃণমূল সরকারের কর্মসূচি 'দিদির দূত'কে। নিজের কবিতার নাম রেখেছেন 'বাংলা জুড়ে ঘুরছে ভূতেরা'। কটাক্ষ করে লিখেছেন, পঞ্চায়েতের জল মাপতে দুয়ারে দুয়ারে ভূতেরা ঘুরছে। 'ভূতেদের রানি দিয়েছিল বাণী উন্নয়নের ঢেউ, ঢপের ঢেউয়ে ডুবেছে সবাই বাকি পড়ে নেই কেউ', বলে কার দিকে ইশারা করলেন তা তো স্পষ্ট!

মঙ্গলবার রুদ্রনীলের তরফে শেয়ার হওয়া এই ভিডিয়ো নিমেষে ভাইরাল। কমেন্টে একজন লিখলেন, ‘দারুণ কবিতা, কথা গুলো একদম সত্যি কথা, ঠিক কথা। অসাধারণ উপস্থাপনা। ভীষণ ভালো লাগলো।’ আরেকজন লিখলেন, ‘জিও দাদা!!! ঠিক এইরকম একটা জিনিসের জন্য অপেক্ষা করছিলাম!! সত্যি ভুত!! যার সামনে রাম নামই করলে পালাবে!! তাই বঙ্গবাসী সাহস রাখো, আর ভুত দেখলে রাম কে ডাকো!!!’ তবে কারও মতে বিজেপির ‘চামচাগিকরি’ করছেন অভিনেতা। কমেন্ট কটাক্ষ করে একজন লিখলেন, ‘সরষের তেল, গ্যাস, আটা ময়দা তথা নিত্যপ্রয়োজনীয় জিনিস নিয়ে একটা আবৃত্তি হোক, তবে তো বুঝবো মুরোদ।’

বছরখানেক আগেই বঙ্গ বিজেপিতে বড় দায়িত্ব দেওয়া হয়েছে তৃণমূলকে। বঙ্গ বিজেপির সাংস্কৃতিক সেলের আহ্বায়ক তিনি। গত একুশের নির্বাচনের ঠিক আগে জোড়াফুল ছেড়ে পদ্মফুলে আসেন। দলবদলের পর ভোটের টিকিটও পান। তবে ভবানীপুরে রুদ্রনীল হেরে যান। তারপর থেকে চরম কটাক্ষের মুখে তাঁকে পড়তে হয়েছিল। এমনকী, স্বার্থের খাতিরে বারবার দল বদলের অভিযোগও আছে রুদ্রনীলের উপরে। বাম থেকে তৃণমূল সেখান থেকে বিজেপি, রাজনীতির পুরনো খেলোয়ার। তাই যখনই কোনও রাজনৈতিক পোস্ট আসে তাঁর পক্ষ হতে, তখনই সোশ্যাল মিডিয়া লেগে পড়ে কটাক্ষ করতে। যদিও শাসকদল বিরধীদের কাছে আবার বড়ই আপন!

 

বায়োস্কোপ খবর

Latest News

IPL 2024: RCB-র সেরা রেকর্ড ভেঙে চুরমার, SRH-কে কি বলে শুভেচ্ছা দিল কোহলির দল ‘মির্জা’র হয়ে গলা ফাটাবেন দেব-জিৎ! অঙ্কুশের ছবির ট্রেলার লঞ্চে থাকছেন আর কারা? ভারতের মুকুটে নয়া পালক, প্রথম উড়ানে সফল 'মেড ইন ইন্ডিয়া' মার্ক ১এ যুদ্ধবিমান অঞ্জলি চক্র এবং সুফি মালিক কারা? বিয়ের আগেই কেন বিচ্ছেদ হল তাঁদের ED তার কাজ করছে, আমি আমার কাজ করছি, হাজিরা এড়িয়ে হুঙ্কার মহুয়ার লোকসভার আগে মহাজোটে ভাঙন ধরিয়ে পঞ্চায়েত দখল করে নিল তৃণমূল Heart Care: এই ফলটি হার্টের নাকি খুব ভালো! আপনি কি এটি খান? আজ শেষ হচ্ছে রাজ্য সরকারি অর্থবর্ষ, চাপে পড়ে গিয়েছে একাধিক গুরুত্বপূর্ণ দফতর বিজেপি প্রার্থী রেখা পাত্রের স্বাস্থ্যসাথী কার্ড আছে, বড় তথ্য ফাঁস করল তৃণমূল কঙ্গনাকে ‘যৌনকর্মী’ বলার শাস্তি? সুপ্রিয়াকে লোকসভা ভোটের টিকিট দিল না কংগ্রেস!

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.