আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসকের খুন ও ধর্ষণের মামলায় তোলপাড়া গোটা দেশ। আর জি কর-সহ রাজ্যের নানান হাসপাতালে কর্মবিরতিতে জুনিয়র চিকিৎসকরা, ব্যহত চিকিৎসা পরিষেবা। রাস্তায় রাস্তায় চলছে প্রতিবাদ, সোশ্যাল মিডিয়া জুড়ে নিন্দার ঝড়।
সঞ্জয় রায়ের গ্রেফতারিকেও ‘শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা’ বলেই মনে করছেন নেটিজেনদের একটা বড় অংশ। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে এবার কবিতার মাধ্যমে প্রতিবাদে সামিল রুদ্রনীল ঘোষ। নিজের লেখা কবিতা পাঠ করে ফেসবুকে প্রয়াত তরুণী চিকিৎসকের সুবিচারের দাবিতে সুর চড়ালেন রুদ্রনীল। এর আগেও শাসক শিবির তৃণমূল এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে বিঁধে কলম চলেছে রুদ্রনীলের। এবারও মমতার অপরাধীকে ‘ফাঁসি দেওয়া’র আবেদনকে তুলোধনা করতে ছাড়লেন না বিজেপি নেতা রুদ্রনীল।
রুদ্রনীল ‘স্টেথোস্কোপ’ শীর্ষক কবিতায় প্রশ্ন তোলেন গোটা ঘটনার তদন্ত প্রক্রিয়া নিয়ে। তরুণীর ধর্ষক ও খুনিদের অসুরের সঙ্গে তুলনা করেন রুদ্রনীল। তিনি বলেন, 'যে দিত প্রাণ, সেই দিলো প্রাণ, হাসপাতালের ঘরে…. শরীর জুড়ে হাজার ক্ষত, মেয়েটা গেল মরে। খুবলে খেল শরীরটাকে ভাঙল গলার হাড়, অসুর দলে কে কে ছিল জমাট অন্ধকার।’
ফরসেনিক বিশেষজ্ঞরা বারবার বলছেন, সঞ্জয়ের একার পক্ষে এই ধর্ষণ ও খুনের ঘটনা ঘটানো সম্ভবপর নয়। সেই সুরে সুর মিলিয়ে রুদ্রনীল বলেন, ‘তড়িঘড়ি হল ধরা একটা সিভিক পুলিশ, এই অপরাধ একার যে নয় যতই বানাও ফুলিশ।’ এরপর বাংলাদেশের প্রসঙ্গ টেনে নিশানা করেন মমতা সরকারকে। বলেন, ‘মন্ত্রি-পুলিশ দিশেহারা অজুহাতের শেষ, মানুষ যদি ক্ষেপে ওঠে যেমন বাংলাদেশ।’
শুরুতে কার নির্দেশে এই ঘটনাকে ‘আত্মহত্যা’ বলে ধামা চাপা দেওয়ার চেষ্টা করা হয়েছিল? প্রশ্ন তোলেন রুদ্রনীল। মোটের উপর তৃণমূল সরকারকেই তোপ দাগেন বিজেপি নেতা। টেনে আনেন ধনঞ্জয়-এর মামলাও। হেতাল পারেখকে খুন ও ধর্ষণের অভিযোগে আবাসনের সিকিউরিটি গার্ড ধনঞ্জয়কে ফাঁসিতে ঝোলানো হয়েছিল। রুদ্রনীলের প্রশ্ন, তবে কি অন্যান্য নাম আর ষড়যন্ত্র গোপন করার জন্যই ধৃত সঞ্জয়কে দ্রুত ফাঁসিতে ঝোলানোর কথা বলেছেন মুখ্যমন্ত্রী?
আরজি কর কাণ্ডের প্রতিবাদে সোমবার থেকে দেশজুড়ে বৃহত্তর আন্দোলনে নামছে ফেডারেশন অফ রেসিডেন্ট ডক্টর্স অ্যাসোসিয়েশন। জরুরি বিভাগ ছাড়া সব বিভাগে কর্মবিরতির ডাক দিয়েছে ফেডারেশন অফ রেসিডেন্ট ডক্টর্স অ্যাসোসিয়েশন। ‘অভয়া’র বিচার চেয়ে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, আরজি করের ঘটনা নিয়ে মমতা সংবাদ মাধ্য়মে জানান, ব্যক্তিগত ভাবে তিনি ফাঁসির বিরোধী। তিনি বলেন, 'কিন্তু কিছু কিছু ঘটনায় এই ধরনের দৃষ্টান্তমূলক শাস্তির প্রয়োজন। ভবিষ্যতে কেউ যেন এই ধরনের কাজের সাহস না পায়।' নির্যাতিতা তরুণীর বাবা-মা'র সঙ্গেও ফোনে কথা বলেছেন মুখ্যমন্ত্রী। তিনি জানিয়েছেন, আরজি কর কাণ্ডে সিবিআই তদন্তেও আপত্তি নেই তাঁর।
ওদিকে রবিবার রাতে আরজি কর মেডিক্যাল কলেজে এবং হাসপাতালে দাঁড়িয়ে কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল জানান, 'তিনজনের 'সিমেন'-র নমুনা মেলেনি। গুজব ছড়ানো হচ্ছে। কাউকে বাঁচানোর চেষ্টা চলছে না'।