টলিউডে হঠাৎই যেন ভাঙনের আবহ। একের পর এক তারকার বিচ্ছেদের খবর নাড়িয়ে দিয়েছে নেট-নাগরিকদের। নেটমাধ্যম তির্যক মন্তব্যে ভরে গিয়েছে। সম্প্রতি এই নিয়ে মুখ খুলতে দেখা গেল অভিনেতা রুদ্রনীল ঘোষকে।
‘কাঞ্চন কেন বিয়ে করল? কেন দুটো বা একটা বা ৩টে বিয়ে নয়? এটাতে কার কী? কারওর বাড়ির মেয়ে বা বউকে নিয়ে পালিয়ে কি কাঞ্চন মল্লিক বিয়ে করেছেন? এই সমস্ত ঘটনাটা আমাদের পাড়াতেও ঘটে। দীঘা বেড়াতে গিয়ে দাদা-বউদি আর ফেরে না। মুশকিল হল সিনেমার জগৎ সম্পর্কে মানুষের যেহেতু আকর্ষণ রয়েছে, তাই আমাদের বাড়ির খবর তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করতে ভালোবাসে। যেটাকে বলে ইমোশনাল অত্যাচার।’, বললেন রুদ্রনীল।
আরও পড়ুন: উত্তম কুমারের ‘হট’ নাতবউ বিকিনিতে! ৭৮ থেকে ৫৮ কেজি হয়েছিলেন, কীভাবে কমে ওজন
তিনি আরও বলেন, ‘এই যে ঋষি কৌশিক আর দেবযানী। এটা তো পাঁচ-দশটা বাড়ি অন্তর আমাদের সমাজেই ঘটছে। তারা কেউ সিনেমার সঙ্গে ড়িয়ে নেই। কেউ চাকরি করছে, কেউ ব্যবসা করছে, কেউ ব্যবসা করছে। তাঁদের সঙ্গে যেহেতু রুপোলি পর্দা জড়িয়ে নেই, তাই লোকের ইন্টারেস্ট খুবই কম। সমাজে যা যা ঘটছে, তা তারকাদের জীবনেও পড়ছে। তবে আলোচনাটা আমাদের নিয়ে বেশি হয়। যারা আমাদের শেখাচ্ছে তারা মুখ লোকায়।’
আরও পড়ুন: ‘নরম তুলতুলে, মচমচে…’! সদ্য বিয়ে, বর্ষার রাতে কাঞ্চনকে এমন কী খাওয়ালেন শ্রীময়ী
এর আগেও যিশু-নীলাঞ্জনার ডিভোর্সের ব্যাপারে মুখ খুলেছিলেন রুদ্রনীল। দুজনকে সব মিটিয়ে নেওয়ার কথা বলেছিলেন সোশ্যাল মিডিয়ায় একটা পোস্ট করে। এদিনও সেই কথাই তাঁর মুখে। বলেন, ‘আমার জীবন যিশু বাঁচে না, তেমনই নীলাঞ্জনার জীবন আমি বাঁচি না। তবু বলব, এসব না ঘটলেই ভালো হত। সম্পর্ক না ভাঙলেই ভালো হত। তবে হ্যাঁ বাস্তবটাকে অস্বীকার করতে পারি না। মানুষ নিজের ইচ্ছেই ভালো থাকুক। অন্য কারও ইচ্ছেতে নয়।’
আরও পড়ুন: অভিষেকের বউ ঐশ্বর্যকে নাকি পছন্দ করেন না! নভ্যার জীবনেও এবার প্রেম ভাঙার খবর
প্রসঙ্গত, যিশু-নীলাঞ্জনার ডিভোর্সে অভিনেতার পরকীয়ার কথা শোনা যাচ্ছে। তিনি নাকি নিজের আপ্ত সহায়ক-এর সঙ্গে লিভ ইন করছেন মুম্বইতে। এদিকে ঋষি কৌশিক (একটু ছলের আশ্রয় নেন তিনি, গল্প বলার মতো করে) বউকে মদ্যপ, নেশাখোর বলেছেন। এমনকী, জানিয়েছেন কোনওদিনই নাকি সুখী ছিলেন না। বিয়ের ৬ মাসেই বুঝে যান, ভুল করে ফেলেছেন। শুধু তাই নয়, জোর করে করা হয়েছে এই বিয়েটা।