আর মাত্র কয়েকদিনের অপেক্ষা, বিনোদিনী হয়ে হাজির হবেন রুক্মিণী মৈত্র। ইতিমধ্যেই মুক্তি পেয়েছে ছবির ট্রেলার। পাশাপাশি মুক্তি পেয়েছে ছবির 'কানহা' গানটিও। আর এবার সামনে এল ছবির আরও একটি গান, সেটা হল 'আজি বরষারও রাতে…'। যেখানে কুমার বাহাদুরের সঙ্গে রোম্যান্স করতে দেখা গেল রুক্মিণীকে।
রামকমল মুখোপাধ্যায়ের ছবি ‘বিনোদিনী: একটি নটীর উপাখ্যান’-এ কুমার বাহাদুরের চরিত্রে রয়েছেন ছোটপর্দার অভিনেতা ওম সাহানি। একসময় বিনোদিনীর জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন এই কুমার বাহাদুর। ছবির এই গান সেই ওম ওরফে কুমার বাহাদুরের সঙ্গেই রোম্যান্স করতে দেখা যাচ্ছে ‘বিনোদিনী’ ওরফে রুক্মিণী মৈত্রকে। 'আজ বরষারও রাতে…' গানের শুরুতে রবীন্দ্রনাথের ‘শাওন গগনে ঘোর ঘনঘটা, নিশীথযামিনী রে…’ গানিটির সঙ্গে ‘আজি বরষারও রাতে’ গানটিকে জুড়ে দেওয়া হয়েছে। প্রসঙ্গত, গানটি গেয়েছেন সৌম্যজিৎ দাস এবং অন্বেষা দত্ত গুপ্তা। ছবির এই গানের সুর দিয়েছেন সৌরেন্দ্র-সৌম্যজিৎ। রবীন্দ্রনাথের গানের অংশটি বাদে গানের কথাগুলি লিখেছেন রামকমল মুখোপাধ্যায়।
এর আগে 'কানহা' গানে ইতিমধ্যেই বিনোদিনী দাসী রুক্মিণী মৈত্রকে দেখে মুগ্ধ হয়েছেন দর্শক। গানের কোরিওগ্রাফি, সিনেমাটোগ্রাফির পাশাপশি রুক্মিণীর নৃত্যশৈলী, সাজপোশাক সবই মুগ্ধ করেছে দর্শকদের।
প্রসঙ্গত, ‘বিনোদিনী: একটি নটীর উপাখ্যান’ ছবিতে বিনোদিনীর চরিত্রে রুক্মিণী মৈত্র, কুমার বাহাদূরের চরিত্রে ওম সাহানি ছাড়াও অন্যান্য চরিত্রে, যেমন রাঙাবাবুর চরিত্রে অভিনয় করেছেন রাহুল বোস, ব্যবসায়ী গুর্মুখ রায়ের চরিত্রে রয়েছেন মীর, গিরিশ ঘোষের চরিত্রে রয়েছেন কৌশিক গঙ্গোপাধ্যায়। ২৩ জানুয়ারি মুক্তি পাবে ছবিটি।
সম্প্রতি মুক্তি পাওয়া ছবির ট্রেলারে বিনোদিনীর মা-কে বলতে শোনা গিয়েছে, মেয়ে জানিয়েছে সে বারবণিতা হবে না। এদিকে শুরুতেই বিনোদিনী গিরিশ ঘোষের কাছে হয়ে যান বিনি। তাঁকে ঘষা-মাজা করে অভিনয়ের জগতে নিয়ে আসেন ‘মাস্টারমশাই’ গিরিশ ঘোষ। যদিও বিনোদিনী শুরুতেই বুঝে গিয়েছিল, ‘দর্শককে যদি ভাবে বিভোর না করা যায়, তাহলে যতই ভালো অভিনয় করি না কেন, তাদের ধরে রাখা যায় না, এত মায়ার খেলা’। ট্রেলারে দেখা যায়, অভিনেত্রী তথা নৃত্যশিল্পী কারুর বাড়ির বউ হতে পারে না! সেই কটাক্ষ হজম করতে হয়েছিল বিনোদিনী দাসীকে। একসময় গুরু গিরিশ ঘোষের সঙ্গেও তাঁর সম্পর্কের অবনতি ঘটে। একসময় যিনি বিনোদিনীর জীবনের অন্যতম অবলম্বন হয়ে উঠেছিলেন রাঙাবাবু। ওদিকে বিনোদ বিবির ‘চাহনেওয়ালা’ ব্যবসায়ী গুরমুখ রাইয়ের চরিত্রে দেখা যাবে মীরকে। আবার ট্রেলারেও বিনোদিনীর জীবনে প্রথম প্রেমিকের চরিত্রে দেখা মিলেছেন হ্যান্ডসাম কুমার বাহাদুর ওম সাহানির।