উত্তরবঙ্গের অবস্থা এখন রীতিমতো শোচনীয়। বহু পর্যটক আটকে রয়েছেন উত্তরবঙ্গে। রাস্তায় নেমেছে ধস, শান্ত নদী অশান্ত রূপ ধারণ করেছে। গোটা পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষ যখন উত্তরবঙ্গের পাশে দাঁড়িয়ে, ঠিক সেই সময় দাঁড়িয়ে একটি বিশাল বড় সিদ্ধান্ত নিলেন অভিনেত্রী রুক্মিণী মৈত্র।
রুক্মিণীর আসন্ন ছবি ‘হাঁটি হাঁটি পা পা’ ছবির টিজার মুক্তি পাওয়ার কথা ছিল ৬ অক্টোবর সকাল ১১টায়। চিরঞ্জিত চক্রবর্তীর সঙ্গে এই ছবিতে অভিনয করতে দেখা যাবে অভিনেত্রীকে। এক অবাধ্য বাবা আর তার দায়িত্বশীল মেয়ের মান অভিমানের গল্প নিয়ে আসতে চলেছে এই ছবিটি।
আরও পড়ুন: লাল পাড় সাদা শাড়িতে সেজে উঠলেন নুসরত, করলেন মায়ের বরণ
আরও পড়ুন: 'মা ছাড়া সংসার অসম্পূর্ণ...', কবিরের সঙ্গে সিঁদুর খেলায় মাতলেন কোয়েল
সবকিছুই ঠিক ছিল কিন্তু উত্তরবঙ্গের ভয়াবহ অবস্থার কথা মাথায় রেখে ছবির টিজার মুক্তির সময় পিছিয়ে দিলেন রুক্মিণী মৈত্র। গোটা টিমের হয়ে এই ঘোষণা করেন তিনি। একটি পোস্ট করে তিনি লেখেন, ‘বন্যায় উত্তরবঙ্গে বহু মানুষ প্রাণ হারিয়েছেন। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমরা সিদ্ধান্ত নিয়েছি ‘হাঁটি হাঁটি পা পা’ ছবির টিজার পিছিয়ে দেওয়া হবে। টিজার কবে মুক্তি পাবে সেটা আগামী সময় জানিয়ে দেওয়া হবে।’
চিরঞ্জিত এবং রুক্মিণী খারাপ এই ছবিতে অভিনয় করবেন অঞ্জনা বসু, তুলিকা বসু, সন্দীপ্তা ভট্টাচার্য, বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়, প্রণয় দাশগুপ্ত, প্রিয়াঙ্কা পোদ্দার, অমিত কুমার দত্ত, দিব্যজ্যোতি রক্ষিত, মৌসুমী ছেত্রী, সুমিত সাহা, সৌরভ সমাদ্দার সহ আরও অনেকে।
ইতিমধ্যেই ছবির প্রথম লুক প্রকাশে এনেছেন অভিনেত্রী। ল্যাপটপ সামনে চোখে চশমা পরে একেবারে অন্যরকম একটি লুকে দেখতে পাওয়া যায় অভিনেত্রীকে। ইতিমধ্যেই সিনেমা হলে ছবিটি টিজার মুক্তি পেয়েছে তবে সোশ্যাল মিডিয়ায় ছবির টিজার মুক্তির তারিখ পিছিয়ে দেওয়া হলো।
আরও পড়ুন: লাল শাড়িতে নতুন বউ সেজে মাকে বরণ করলেন শুভশ্রী, গোলাপি পাঞ্জাবিতে সঙ্গ রাজের
আরও পড়ুন: অভিষেকের কোলে ছোট্ট কুমারী, নবমীর সকালে আবেগপ্রবণ সাইনা
প্রসঙ্গত, চলতি বছরেই ‘বিনোদিনী’ ছবিতে অসাধারন অভিনয় করে মানুষের মন জয় করে নিয়েছিলেন রুক্মিণী মৈত্র। এক কথায় এই ছবিতে যেন নিজেকে পুরোপুরি উজার করে দিয়েছিলেন তিনি। রাম কমল মুখোপাধ্যায় অভিনীত এই সিনেমাটি মুক্তি পেয়েছিল চলতি বছর ২৩ জানুয়ারি। এবার অভিনেত্রী দ্বিতীয় ছবি মুক্তির পালা।