আম্বানিদের রিসেপশনের পার্টিতে নজরকাড়েন ‘টলিউড ব্রিগেড’। কেউ ধুতি তো কেউ শাড়িতে একেবারে খাঁটি বাঙালিয়ানা তুলে ধরেছিলেন আবার কেউ কেউ বেছে নিয়েছিলেন পশ্চিমী পোশাক। অনন্ত-রাধিকার মঙ্গল উৎসবের রেড কার্পেটে সোনালি গাউনে নজর কেড়েছিলেন রুক্মিণী মৈত্রও। কিন্তু নায়িকাকে একা দেখে হতাশ অনুরাগীরা, তাঁদের একটাই প্রশ্ন প্রিয় ‘দেবদা’ কোথায়?
১৪ জুলাই ‘মঙ্গল উৎসবের’আসরে আম্বানিদের রেড কার্পেটে একাধিক টলিউড তারকা ধরা দিয়েছেন। যশ-নুসরত থেকে রাইমা সেন, শাশ্বত চট্টোপাধ্যায়, সুস্মিতা চট্টোপাধ্যায় সকলেরই আগে থেকেই যাওয়ার কথা ছিল। কিন্তু শেষে চমক দেন রুক্মিণী মৈত্র। হঠাৎ করে হাজির হয়ে তাক লাগিয়ে দেন অভিনেত্রী। তাঁর ‘গোল্ডেন গার্ল’ লুক ইতিমধ্যেই ‘টক অফ দ্য টাউন’। যেন সোনালি পাতায় মোড়া রূপকথার রাজকন্যা, কিন্তু তাতে খানিক বাঙালিআনারও ছোঁয়া লেগেছিল।
আরও পড়ুন: পোশাক তৈরি করেও আম্বানিদের রিসেপশনে গেলেন না টোটা! কারণ কী?
অনন্ত-রাধিকার মেগাবাজেট রিসেপশনের যোগ দিতে রবিবার সকাল সকাল পাড়ি দিয়েছিলেন মুম্বইতে। লাল গালিচায় যশ-নুসরতরা জুটির ছবি প্রকাশ্যে আসার পর অনেকেই আশা করেছিলেন দেবও হয়তো থাকবেন প্রেমিকার সঙ্গে, কিন্তু রুক্মিণীকে একা দেখেই মন ভাঙে ভক্তদের।অভিনেত্রীর ছবি ভাইরাল হতেই সবার মুখে একটাই প্রশ্ন, ‘দেবদা কোথায়?’
কিন্তু এখন প্রশ্ন হল রুক্মিণী যখন মুম্বইতে, তখন দেব কোথায়? তিনি ছিলেন নিজের রাজত্ব কলকাতাতেই। তাঁর কাছেও অনন্ত-রাধিকার রিসেপশনের আমন্ত্রণ এসেছিল কিনা, সেই উত্তর যদিও জানা নেই, তবে রবিবার রাতে বন্ধুদের নিয়ে ক্রিকেট খেলায় মজেছিলেন অভিনেতা। সেই ছবিও তিনি নিজেই শেয়ার করেছিলেন সাংসদ। ব্যস্ত শিডিউলে মাঝেই একটু আনন্দ খুঁজে নিতে মাঝে মাঝেই নিজের টিম এবং টলিপাড়ার বন্ধুবান্ধবদের মাঠে নেমে পড়েন দেব। হাতে ব্যাট তুলে বলেন 'লে ছক্কা'।
আরও পড়ুন: রুক্মিণী থেকে ভূমি, অনন্ত ও রাধিকার 'মঙ্গল উৎসব'-এ কারা কারা এলেন? রইল ছবি
প্রসঙ্গত, ১২ জুন তারিখ গাঁটছড়া বাঁধার পর ১৩ তারিখ ছিল তাঁদের আশীর্বাদের অনুষ্ঠান, তারপর ১৪ তারিখ হয় প্রীতিভোজ বা রিসেপশন। যদিও মুকেশ আম্বানি ও নীতা আম্বানি তাঁদের ছেলে-বৌমার বিশেষ এই অনুষ্ঠানের নাম দেন 'মঙ্গল উৎসব'। দেশ বিদেশের নানা অতিথি হাজির হয়েছিলেন এই অনুষ্ঠানে। হলিউড থেকে বলিউড এমন কী টলিউডের তারকারাও উপস্থিত ছিলেন অনুষ্ঠানে। তাছাড়াও বিশিষ্ট শিল্পপতি, রাজনীতিবিদেরাও যোগ দেন। তাঁদের নিয়ে হয়েছে উদযাপন। কিন্তু এত কিছুর পরও আম্বানিরা তাঁদের কর্মীদের ভুলে যাননি। ইকোনমিক টাইমসের রিপোর্ট অনুযায়ী ১৫ জুন তাঁদের নিয়ে হবে পার্টি। তবে খবর এখানেই শেষ নয়, এরপর লন্ডনে বসবে অনন্ত- রাধিকার বিবাহ-পরবর্তী অনুষ্ঠানের আসর।