গত মাসে মুক্তি পেয়েছে বিনোদিনী একটি নটীর উপাখ্যান। বক্স অফিসে তুমুল সাড়া পেয়েছে ছবিটি। শুধু তাই নয় দর্শকদের থেকেও ভীষণ ভালো প্রতিক্রিয়া পেয়েছে। এদিন সেই উপলক্ষে ছিল এই ছবির বিশেষ স্ক্রিনিং, শহরের যৌনকর্মীদের জন্য। এই বিষয়ে বলে রাখা ভালো, নটী বিনোদিনী নিজেও কিন্তু এক বারবনিতার সন্তান ছিলেন। সেই বিশেষ স্ক্রিনিংয়ে হাজির ছিলেন খোদ রুক্মিণী মৈত্র।
আরও পড়ুন: খালি গণসঙ্গীত নয়, ক্লাসিক্যালেও সমান দক্ষ সারেগামাপার আরাত্রিকা! ফিনালের আগে ভাইরাল পুরনো ভিডিয়ো
আরও পড়ুন: 'পেশির জোরের বদলে মগজের খেল' দেখাতে রক্তবীজ ২-তে খলনায়ক হয়ে আসছেন অঙ্কুশ! থাকছে আর কোন চমক?
কী ঘটেছে?
গত বুধবার, ১৯ ফেব্রুয়ারি ছিল বিনোদিনী একটি নটীর উপাখ্যান ছবিটির এই সোশ্যাল স্ক্রিনিং। বিনোদিনী থিয়েটারে যৌনকর্মীদের জন্য এই বিশেষ আয়োজন করা হয়েছিল। সেখানে উপস্থিত ছিলেন পর্দার বিনোদিনী ওরফে রুক্মিণী মৈত্র। তাঁকে এদিন একটি ছাই রঙের শাড়ি পরে আসতে দেখা যায়। তিনি এক বয়স্কা মহিলার হাত ধরে সিনেমা হলে প্রবেশ করেন। শুধু তাই নয়, তিনি এদিন যৌনকর্মীদের সঙ্গে ছবি তোলেন।
এই উদ্যোগ দেখে প্রশংসায় ভরিয়েছেন নেটিজেনরা। এক ব্যক্তি লেখেন, 'ওঁকে নিয়ে যতটা কুৎসা রটানো হয়, অভিনয় নিয়ে যা ইচ্ছে তাই বলা হয় ততটা খারাপ তো নন। বরং ভীষণ ভালো মনের মানুষ।' কেউ আবার লেখেন, 'খুব ভালো উদ্যোগ।'
বিনোদিনী একটি নটীর উপাখ্যান প্রসঙ্গে
এই ছবিতে নাম ভূমিকায় আছেন রুক্মিণী মৈত্র। গুরমুখ রাইয়ের চরিত্রে দেখা গিয়েছে মীর আফসার আলিকে। কুমারের চরিত্রে আছেন ওম সাহানি। গিরিশ চন্দ্র ঘোষ হিসেবে ধরা দিয়েছেন কৌশিক গঙ্গোপাধ্যায়। এবং রাঙা বাবু হিসেবে আছেন রাহুল বসু। রামকৃষ্ণদেব হিসেবে আছেন চন্দন রায় সান্যাল। ২৩ জানুয়ারি মুক্তি পেয়েছে বিনোদিনী একটি নটীর উপাখ্যান। ছবিটির পরিচালনা করেছেন রাম কমল মুখোপাধ্যায়। ছবির প্রযোজনার দায়িত্ব সামলেছে দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স লিমিটেড।
আরও পড়ুন: দোরগোড়ায় গ্র্যান্ড ফিনালে, অঙ্কনার গানে অখুশি শান্তনু! বললেন, 'চেয়ারে মনোযোগ দিস না, গানটা...'
এই বিষয়ে বলে রাখা ভালো বিনোদিনী একটি নটীর উপাখ্যান ছবিটি সাউথ এশিয়ান ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে নির্বাচিত হয়েছে। ছবিটি আগামী ২৩ ফেব্রুয়ারি এই চলচ্চিত্র উৎসবের শেষ দিনে দেখানো হবে।