অবশেষে দীর্ঘ অপেক্ষার অবসান ঘটল। ৫ বছরের লড়াইয়ের পর মুক্তি পেতে চলল বিনোদিনী একটি নটীর উপাখ্যান। আর তার আগে এদিন ছবির প্রিমিয়ারে কেক কেটে উদযাপন চলল তার।
আরও পড়ুন: আশা জাগিয়েও ভরাডুবি? ১ কোটিও ছুঁল না বুধবারের আয়! ৬ দিনে কত ব্যবসা করল কঙ্গনার ইমারজেন্সি?
বিনোদিনী একটি নটীর উপাখ্যান
গত ২২ জানুয়ারি প্রিমিয়ার অনুষ্ঠিত হয়ে গেল বিনোদিনী একটি নটীর উপাখ্যান ছবিটির। স্টার থুড়ি বিনোদিনী থিয়েটারে বসেছিল এদিন চাঁদের হাট। বিনোদিনীর জন্য তৈরি হওয়া, তাঁর নামেই সদ্যই নামাঙ্কিত হওয়া সেই সিনেমা হলেই প্রদর্শিত হল বিনোদিনী একটি নটীর উপাখ্যান। সেখানে এদিন দেবের হাত ধরে আসেন রুক্মিণী মৈত্র। দেবকে এদিন একটি কালো ভেলভেটের শেরওয়ানিতে দেখা যায়। অন্যদিকে রুক্মিণী মৈত্র পরেছিলেন সোনালি রঙের একটি শাড়ি এবং কনট্রাস্টে মেরুন ব্লাউজ।
আরও পড়ুন: ফাল্গুনি চট্টোপাধ্যায়কে নিয়ে আবেগঘন 'গর্বিত' আবির! কেন লিখলেন, 'বাবারাই আসল সুপারহিরো'?
৫ বছরের দীর্ঘ লড়াইয়ের পর ছবিটি অবশেষে মুক্তি পেতে চলেছে। সেই উপলক্ষে এদিন প্রিমিয়ারে দেব, রুক্মিণী মৈত্র এবং রাম কমল মুখোপাধ্যায় একসঙ্গে কেক কেটে সেটার উদযাপন করেন। শুধুই কি তাই এদিন প্রিমিয়ারের শেষে এমন একটা ঘটনা ঘটায় আবেগে কেঁদে ফেলেন রুক্মিণী মৈত্র।
অন্যদিকে আরও একটি ভাইরাল ভিডিয়োতে দেখা যায় রুক্মিণীকে জড়িয়ে আবেগঘন হয়ে পড়েছেন তাঁর মা। মাকে জড়িয়ে আদর করেও দিতে দেখা যায় নায়িকাকে।
বিনোদিনী একটি নটীর উপাখ্যান প্রসঙ্গে
এই ছবিতে নাম ভূমিকায় আছেন রুক্মিণী মৈত্র। গুরমুখ রাইয়ের চরিত্রে দেখা যাবে মীর আফসার আলিকে। কুমারের চরিত্রে থাকবেন ওম সাহানি। গিরিশ চন্দ্র ঘোষ হিসেবে ধরা দিয়েছেন কৌশিক গঙ্গোপাধ্যায়। এবং রাঙা বাবু হিসেবে আছেন রাহুল বসু। রামকৃষ্ণদেব হিসেবে আছেন চন্দন রায় সান্যাল। ২৩ জানুয়ারি মুক্তি পাচ্ছে বিনোদিনী একটি নটীর উপাখ্যান। ছবিটির পরিচালনা করেছেন রাম কমল মুখোপাধ্যায়। ছবির প্রযোজনার দায়িত্ব সামলেছে দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স লিমিটেড।