সদ্যই বক্স অফিসে মুক্তি পেয়েছে রুক্মিণী মৈত্র অভিনীত বিনোদিনী একটি নটীর উপাখ্যান। প্রথমদিন থেকেই ছবিটি বেশ ভালো প্রতিক্রিয়া পেয়েছে দর্শকদের থেকে। কিন্তু তার মাঝেই আচমকাই কটাক্ষের মুখে পড়তে হল অভিনেত্রীকে। কিন্তু কেন?
কী ঘটেছে?
সম্প্রতি রুক্মিণী স্ট্রেট আপ শ্রী নামক একটি পডকাস্ট শোতে এসেছিলেন। সেখানেই তিনি সঞ্জয় লীলা বনশালি এবং ঋতুপর্ণ ঘোষের সঙ্গে তুলনা টানলেন বিনোদিনী একটি নটীর উপাখ্যান ছবির পরিচালক রাম কমল মুখোপাধ্যায়ের তুলনা টেনেছেন। আর তারপরই কটাক্ষের মুখে পড়তে হয় তাঁকে।
এদিন রুক্মিণী বলেন, 'আমার একটাই আক্ষেপ রয়ে গেছিল যবে আমি অভিনয়ের জগতে পা রাখি তবে থেকেই। আমাকে রাজ দা বলেছিল চ্যাম্পের সেটে, আমি একটা কাজ করছিলাম, সেটা করতে করতেই রাজ দা ক্যামেরার পিছন দিয়ে দেখে বলছে যে রুক্মিণী তুই না একটা জীবন সারা জীবন মিস করবি। আমি বললাম কী? আমায় বলেছিল তোর মতো অভিনেত্রীর না ঋতু দার হাতে পড়া উচিত ছিল। তুই বুঝবি, কেন বলছি। তোরই হতো ঋতু দার সঙ্গে কাজটা।'
এরপর তিনি আবার বলেন, 'আমি যখন রামের সঙ্গে এই ছবিটা করি, আমাদের এসথেটিকস, ভিশন এত ভাবে মেলে যে কী বলি। আমি সবাইকে সম্মান জানিয়েই ছোট মুখে অনেক বড় কথা বলছি বনশালি আর আমাদের বাংলার ঋতু দা, দুজন মিলে যদি কিছু দিতে পারতো, বা চেষ্টা করতে পারত সেটা হল আমার রাম কমল।' তাঁর এই কথা শুনেই হাসি থামছে না নেটনাগরিকদের।
কে কী বলছেন?
এক ব্যক্তি লেখেন, 'বৌদি বলছেন যখন তখন নিশ্চয় ঠিক বলছেন। কিন্তু এত জ্ঞান রাখেন কোথায়?' কেউ আবার লেখেন, 'বাংলার উর্বশী রাউতেলা।' তৃতীয় ব্যক্তি লেখেন, 'ঠিকই আছে রতনে রতন চেনে।' চতুর্থ ব্যক্তি লেখেন, 'নিজের তারিফ করার একটা সীমা পরিসীমা থাকা দরকার তো নাকি? Delulu একেবারে চরমে পৌঁছে গিয়েছে।'
আরও পড়ুন: খালি গান নয়, এবার নাটকের মঞ্চ দাপিয়ে বেড়ালেন রূপঙ্কর!
বিনোদিনী একটি নটীর উপাখ্যান প্রসঙ্গে
এই ছবিতে নাম ভূমিকায় আছেন রুক্মিণী মৈত্র। গুরমুখ রাইয়ের চরিত্রে দেখা যাচ্ছে মীর আফসার আলিকে। কুমারের চরিত্রে আছেন ওম সাহানি। গিরিশ চন্দ্র ঘোষ হিসেবে ধরা দিয়েছেন কৌশিক গঙ্গোপাধ্যায়। এবং রাঙা বাবু হিসেবে আছেন রাহুল বসু। রামকৃষ্ণদেব হিসেবে আছেন চন্দন রায় সান্যাল। ২৩ জানুয়ারি মুক্তি পেয়েছে বিনোদিনী একটি নটীর উপাখ্যান। ছবিটির পরিচালনা করেছেন রাম কমল মুখোপাধ্যায়। ছবির প্রযোজনার দায়িত্ব সামলেছে দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স লিমিটেড।