বাংলা নিউজ > বায়োস্কোপ > Binodini Review: নটীর জীবনের নিপাট কোলাজ 'বিনোদিনী'! সকলকে ছাপিয়ে গেলেন রুক্মিণী

Binodini Review: নটীর জীবনের নিপাট কোলাজ 'বিনোদিনী'! সকলকে ছাপিয়ে গেলেন রুক্মিণী

কেমন হল 'বিনোদিনী'র উপাখ্যান?

Binodini Ekti Natir Upakhyan Review: মুক্তি পেল রুক্মিণী মৈত্র অভিনীত বিনোদিনী একটি নটীর উপাখ্যান। কেমন হল ছবি, ৫ বছরের দীর্ঘ লড়াই কতটা ভালো লাগল, কতটাই বা খামতি থাকল জানাচ্ছে হিন্দুস্থান টাইমস বাংলা।

ছবি: বিনোদিনী একটি নটীর উপাখ্যান

পরিচালনা: রাম কমল মুখোপাধ্যায়

অভিনয়ে: রুক্মিণী মৈত্র, কৌশিক গঙ্গোপাধ্যায়, ওম সাহানি, রাহুল বসু প্রমুখ

রেটিং: ৪/৫

বিনোদিনীর প্রাপ্য সম্মান ফিরিয়ে দেওয়া, স্বপ্ন পূরণ করা বা তাঁর গল্পকে বড় পর্দায় আনা নয়। গত পাঁচ বছর ধরে চরিত্রটিকে রীতিমত নিজের অন্দরে যে লালন করেছেন, চরিত্রটাকে যাপন করছেন সেটাই যেন বুঝিয়ে দিলেন রুক্মিণী মৈত্র। হয়তো দীর্ঘদিন কোনও চরিত্রকে নিজের সঙ্গে বয়ে নিয়ে চললে এমনটা হয়, কী জানি! যাক গে, এবার আসা যাক বিনোদিনী একটি নটীর উপাখ্যান কেমন লাগল সেই বিষয়ে।

বিনোদিনী একটি নটীর উপাখ্যান ছবির বিষয়

সিনেমার গল্পে উঠে এসেছে নটী বিনোদিনীর ছোটবেলা, 'থ্যাটারের' প্রতি তাঁর টান জন্মানোর গল্প থেকে, সেই সময় পতিতাদের লড়াইয়ের গল্প থেকে গিরিশ ঘোষের নজরে পড়া, সেখান থেকে তাঁর মানসকন্যা হয়ে ধীরে ধীরে বদলে যাওয়া জীবন। প্রেম, পুরুষের আগমন, স্বপ্ন দেখা, প্রতারিত হওয়া সহ সমস্ত কথাই। বিনোদিনীর জীবনে টুকরো টুকরো কাহিনি দিয়ে সাজানো হয়েছে চিত্রনাট্য।

আরও পড়ুন: ৫ বছরের লড়াইয়ের অবসান, বিনোদিনী মুক্তি পেতেই কেক কেটে উদযাপন দেব-রুক্মিণীর! আবেগে কেঁদে ফেললেন নায়িকার মা

আরও পড়ুন: 'লুকিয়ে মুখ্যমন্ত্রীকে মেসেজ...’, ‘বিনোদিনী’ রূপে রুক্মিণীই কেন, প্রশ্নের জবাবে HT বাংলাকে রামকমল দিলেন Exclusive জবাব

কেমন হল বিনোদিনী একটি নটীর উপাখ্যান?

রুক্মিণী মৈত্রর কথা তো আগেই বললাম। বাংলা থিয়েটার জগতের নাট্য সম্রাজ্ঞী যদি তিনি হন তাহলে এই সিনেমার নায়ক , নায়িকা যাই বলুন সবটাই তিনি। এই ছবির জন্য যে তিনি সুদীপ্তার থেকে প্রশিক্ষণ নিয়েছেন সেটা বেশ বোঝা যাচ্ছিল। তাঁর চরিত্রের বদলটা সব থেকে আকর্ষণীয় লেগেছে, সে থিয়েটারের মঞ্চে হোক বা এমনই জীবনে। তবে কেবল রুক্মিণী নন, এই ছবির প্রতিটি অভিনেতাই যেন এ বলছেন আমায় দেখ, তো ও বলছে আমায়। সবার আগে বলি চান্দ্রেয়ী ঘোষের কথা। ওঁকে গোলাপের চরিত্রে দেখার পর আর কাউকে ওই চরিত্রে ভাবতে পারলাম না। কী দারুণ ভাবে ফুটিয়ে তুলেছেন চরিত্রটাকে। কখনও কখনও পর্দায় তিনি আর রুক্মিণী একসঙ্গে থাকলে তাঁর দিকেই নজর আটকেছে। ওঁকে যে কেন বাংলা ইন্ডাস্ট্রি সেভাবে ব্যবহার করল না!

ওম সাহানি কুমার বাহাদুরের চরিত্রে যথাযথ। তাঁর এবং রুক্মিণী মৈত্রর রসায়ন বেশ লেগেছে। সেই জমিদার বা রাজপুত্র সুলভ আভিজাত্য নিপাট ভাবে ফুটিয়ে তুলেছেন তিনি। গিরিশ ঘোষের চরিত্রে নজর কেড়েছেন কৌশিক গঙ্গোপাধ্যায়ও। ছোট হলেও অল্প সময় আবারও নিজের জাত চেনালেন রাহুল বসু। অন্যদিকে মীর, গৌতম হালদার, চন্দন রায় সান্যাল সহ অন্যান্যরা নিজ নিজ জায়গায় যথাযথ।

এই সিনেমার সবথেকে স্ট্রং পয়েন্ট এর সংলাপ এবং ব্যাকগ্র্যান্ড স্কোর-গান। কিছু জায়গায় সংলাপ শুনে গায়ে কাঁটা দিতে বাধ্য। আবার ঠিক তেমন ভাবেই সৌরেন্দ্র সৌম্যজিতের করা ব্যাকগ্র্যান্ড স্কোর ছবিটিকে যেন আলাদা মাত্রা দিয়েছে। কোনও গান জোর করে গুঁজে দেয়া হয়েছে মনে হয়নি। বরং বেশ সুন্দর করে দৃশ্যের সঙ্গে মানিয়ে গিয়েছে। সেই কানহা বলুন বা আজই বরিষ রাতে, কিংবা হরি মন মজায়ে.... এক একটি গান এক একরকমের অনুভূতি এনে দিয়েছে।

গোলাপের মৃত্যু দৃশ্য থেকে ওয়েস্টমিনিস্টারের জন্য ফটোশ্যুট, কিংবা একেবারে শেষ দৃশ্যে নিজ বাড়িতে বিনোদিনীর প্রত্যাবর্তন গায়ে কাঁটা দেওয়াবে। কিংবা অজান্তেই চোখে কোণ ভিজিয়ে দেবে।

আরও পড়ুন: মাদকের টানে করেছেন চুরি, ভেঙেছেন অন্যের গাড়ির লক! নেশামুক্তির ১৭ বছর পর অনিন্দ্য লিখলেন, 'লড়াইটা কঠিন ছিল'

কিছু জায়গায় অতি নাটকীয়তা মনে হতে পারে কিন্তু সেটুকু বাদ দিলে বড় পর্দায় গিয়ে দেখার মতোই ছবি বিনোদিনী একটি নটীর উপাখ্যান।

বায়োস্কোপ খবর

Latest News

বিশ্ব দুর্নীতি সূচকের তালিকায় কত নম্বরে ভারত? তুলনায় বাংলাদেশ-পাকিস্তান কোথায়? ‘‌সর্বস্তরকে উপকৃতই এবারের বাজেটের অভিমুখ’‌, বড় ইঙ্গিত দিলেন রাজ্যের কৃষিমন্ত্রী 'পথ চলা শুরু...', ১২ বছরের সম্পর্ক ভেঙেছে! ফের কাছাকাছি সৌপ্তিক-রণিতা, তবে কী…. ‘এটা আমাদের ভারতীয় সংস্কৃতি নয়…’! কমছে না রোষ, রণবীরের শো বয়কট করলেন বি প্রাক ক্লাব ক্রিকেটে কারচুপি আটকাতে বড় পদক্ষেপ CABর! ঠিকানা বদলে আর খেলা যাবে না রি-রিলিজ হতেই আয়ের সঙ্গে বাড়ছে সনম তেরি কসমের শো! ৪ দিনে মোট কত লক্ষ্মীলাভ হল? ভালো খেলেও হেরে গেলেন বরুণরা! ICC-র মাসের সেরা প্লেয়ারের খেতাব জিতলেন অন্য দু'জন 'এখন আদানির সঙ্গে কোনও সমস্যা নেই', গরম আসতেই 'বড় আবদার' বাংলাদেশের... বাচ্চাকে ব্যস্ত রাখতে হাতে ধরিয়ে দিচ্ছেন স্মার্টফোন! ক্ষতি হচ্ছে না তো খুদের? পড়ত কলকাতার নামী স্কুলে! কেন আইরা ফিরে গেল বাংলাদেশে, জবাব সৃজিত-পত্নী মিথিলার

IPL 2025 News in Bangla

রাজস্থান রয়্যালস শিবিরে রিয়ানদের সঙ্গে ক্রিকেটে মাতলেন এড শিরান, চমক জার্সিতে ১টা IPL জিতলে যে টাকা মেলে, তা ১০ বার বিপিএল জিতেও মিলবে না! পুরস্কারমূল্য কত? WPL থেকে ছিটকে গেছেন হিলি! পরিবর্তে দীপ্তি শর্মাকে অধিনায়ক বাছল ইউপি ওয়ারিয়র্জ MIর সব দলের হয়েই ট্রফি জয়ের বিরল নজির বোল্টের! SA20র ফাইনালে হলেন ম্যাচের সেরা ILT20র ফাইনালে ডেজার্ট ভাইপার্স! ৭ উইকেটে জয়! বদলার ম্যাচ দুবাইয়ের বিপক্ষে T20 বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়ে BCCIর থেকে কোন পুরস্কার পেলেন রোহিতরা? দেখে নিন ছবি ফর্মে চলে আসব, একটু সময় লাগবে! রঞ্জির কোয়ার্টারে নামার আগে বলছেন সূর্যকুমার যাদব ‘রোহিত শর্মা বলেছিল ইংল্যান্ড ব্যাটারদের…’ ৩ উইকেটের নেপথ্য প্ল্যানিং বললেন রানা ওরা অপরিহার্য ছিল: IPL 2025-এ PBKS-এর দল গঠনের অজানা গল্প শোনালেন রিকি পন্টিং ইংল্যান্ডের The Hundred-এ এবার দল কিনল RPSG! ওল্ড ট্রাফোর্ডে খেলবে গোয়েঙ্কার দল

Copyright © 2025 HT Digital Streams Limited. All RightsReserved.