মাঝে আর একটা দিন তারপরই বড় পর্দায় 'বিনোদিনী' হয়ে ধরা দেবেন রুক্মিণী মৈত্র। পর্দায় বিনোদিনী হতে গিয়ে বার বার তাঁর সঙ্গে একান্ত হয়ে পড়েছিলেন নায়িকা। ছবির প্রচারেও তার ঝলক মিলেছে। নটী বিনোদিনীকে নিয়ে কথা বলতে গিয়ে বার বার চোখ ভিজেছে অভিনেত্রীর। তার অন্যতম প্রধান কারণ হল জীবদ্দশায় বার বার বঞ্চিত হয়েছেন বিনোদিনী। যে থিয়েটারের জন্য প্রাণপাত করেছিলেন সেখান থেকেই মেলেনি যোগ্য সম্মান। সারা জীবন প্রেম খুঁজে বেড়ালেও, প্রেম তাঁর কাছে কখনওই সমর্পণ করেনি। কিন্তু রুক্মিণী জীবনে প্রেম আছে। দেব ও তাঁর জুটি টলি পাড়ার অন্যতম চর্চিত জুটি। কিন্তু সেই প্রেম কি কখন বিচ্ছেদে গড়াতে পারে? এই প্রসঙ্গে নায়িকা বলেন, ‘সময় সর্বশক্তিমান।’
সফল মহিলাদের সাফল্য অনেক সময়েই তাঁর পুরুষ সঙ্গীর পক্ষে মেনে নেওয়া সহজ হয় না। বিনোদিনীর জীবনেও তাই ঘটেছিল। কিন্তু এখন বদলেছে সময়। কিন্তু সমাজ কি বদলেছে? পরিবর্তন হয়েছে এই ধারনার? আনন্দবাজার অনলাইনকে দেওয়া এক সাক্ষাৎকারে নায়িকা এই প্রসঙ্গে বলেন, ‘নারী নিজের জায়গা তৈরি করলে সমস্যা হয় না। সমস্যা হয় তিনি যদি সেই পুরুষের সাফল্যকে অতিক্রম করেন, তখন।’
আরও পড়ুন: কপালে বড় সিঁদুরের টিপ, নাকে মারাঠি নথ! 'ছাভা'র ‘ইয়েসুবাঈ’-এর ভূমিকায় নজরকাড়া রশ্মিকা!
তবে বর্তমানে রুক্মিণীও দারুণ ভাবে সফল। সেই সাফল্য কি তাঁর জীবনেও কখনও এরকম কিছু ডেকে আনতে পারে? উত্তরে রুক্মিণী বলেন, ‘সময় সর্বশক্তিমান। কী হবে জানি না। এখনও সেটা হয়নি, এটুকু বলতেই পারি।’
আরও পড়ুন: ‘আমার দুই মেয়ে…’, কর্মক্ষেত্রে যৌন হেনস্থা নিয়ে উদ্বিগ্ন বিরসা, আসছে ‘অপরাজিতা’
প্রসঙ্গত, বহুবছর আগে শোনা যায় বড় পর্দায় 'বিনোদিনী' হয়ে ধরা দিতে চলেছেন রুক্মিণী। তারপর ২০২২-এর সেপ্টেম্বর মাসে 'বিনোদিনী' বেশে অভিনেত্রী ফার্স্ট লুক প্রকাশ্যে আসতেই রীতিমতো হইচই শুরু হয়ে যায় বিনোদন জগতে। সেসময়ই প্রথমবার বিনোদিনী রূপে সকলকে চমকে দিয়েছিলেন রুক্মিণী। ২০২৩-এর মার্চে শেষ হয়েছিল ছবির শ্য়ুটিং। এরপর গত বছরে দীপাবলিতে প্রকাশ্যে আসে ‘বিনোদিনী: একটি নটীর উপাখ্যান’-এর টিজার। সেখানেই নটীর বেশে, অভিনেত্রী আবারও নজর কাড়েন। তাছাড়াও সম্প্রতি মুক্তি পেয়েছে ছবির ট্রেলার ও বেশ কয়েকটি গান। ট্রেলার দেখে বহু দর্শক চোখের জল ধরে রাখতে পারেননি। তাছাড়াও ছবির গানগুলিও সকলের মন জয় করে নিয়েছে। চলতি বছরের ২৩ জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে এই ছবি।