বল হাতে দেব, আর ব্যাট হাতে রুক্মিণী মৈত্র। RPL-এর দ্বিতীয় সিজন নাকি শুরু হতে চলেছে। আর তাই ক্রিজে নেমে পড়লেন বড় পর্দার 'বিনোদিনী'। তাও আবার শাড়ি পরে! হ্যাঁ, লালা রঙের জমকালো সুন্দর একটা ডিজাইনার শাড়ি, সঙ্গে ফুল হাতা ব্লাউজ, গলায় ভারি হাত, কানে দুল, আর খোলা চুলে দেখা গেল রুক্মিণীকে। এভাবেই সেজেগুজে দিব্যি ক্রিকেট খেললেন অভিনেত্রী।
রুক্মিণীর পোস্ট করা ভিডিয়োতে দেখা যাচ্ছে, একের পর এক বল আসছে, আর তিনি চার-ছয় মারছেন। মাঝে একবার ডেট বল বলেও চিৎকার করে উঠলেন। তাঁর ঠিক পিছনেই উইকেট কিপারের ভূমিকায় দেখা গেল দেবকে। তাঁকে যখন কিছুতেই আউট করা যাচ্ছিল না, তখন বল হাতে নেন দেব। এবার অবশেষে আউট হয়ে গেলেন রুক্মিণী, তবে ব্যাট ছাড়তে তিনি নারাজ, আর তাই তাঁর হাত থেকে অবশেষে ব্যাটটি কেড়েই নিলেন দেব। তবে তারপরেও তিনি মাঠ ছাড়তে নারাজ হলে শেষপর্যন্ত বান্ধবীকে টেনেই বের করতে হল অভিনেতাকে।
তবে পুরো ভিডিয়োটিই পোস্ট করা হয়েছে মজার ছলে। ক্যাপশানে রুক্মিণী লিখেছেন, ‘RPL-এর সিজন ২-এ আবার স্বাগতম! (রুক্মিণী প্রিমিয়ার লিগ) কিছু বিষয় অনুশীলনের বাইরেও ছিল, কিন্তু শাড়ি পরে খেলতে মোটেও কষ্ট পাইনি।’
রুক্মিণী মৈত্রর এই পোস্টে কমেন্ট করেছেন টলিপাড়ার অনেকেই। কমেন্টে হা হা করে হাসার ইমোজি দিয়েছেন ঐন্দ্রিলা সেন। রূপাঞ্জনা মৈত্র লিখেছেন খুূবই মিষ্টি। পরিচালক রামকমল মুখোপাধ্যায় মজা করে লিখেছেন, ‘আমার প্রশ্ন এটা ক্রিকেটই খেলা হচ্ছিল তো নাকি অন্যকিছু।’ নেটিজেনরাও অনেকে ভিডিয়োর নিচে কমেন্ট করেছেন। কেউ মজা করে লিখেছেন, ‘এমন ভালো কিপার আগে পাওনি রুক্মিণী’। কারোর প্রশ্ন, ‘শাড়ি পরে ক্রিকেট! তবে মন্দ নয়।’
প্রসঙ্গত, কাজের ক্ষেত্রে সম্প্রতি রাজ্য় সরকারের থেকে বর্ষসেরা শিল্পী হিসাবে 'মহানায়ক সম্মান' পেয়েছেন। রুক্মিণী মৈত্রকে শেষবার জিৎ-এর সঙ্গে 'বুমেরাং' ছবিতে দেখা গিয়েছে। অন্যদিকে সম্প্রতি মুম্বইতে আম্বানিদের বিয়েতেও আমন্ত্রিত ছিলেন রুক্মিণী মৈত্র। বাংলা থেকে আমন্ত্রিতদের মধ্যে তাঁকে একমাত্র নব-দম্পতির সঙ্গে কথা বলতে ও ছবি তুলতে দেখা গিয়েছে।