সদ্যই মুক্তি পেয়েছে সত্যি বলে সত্যি কিছু নেই। বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি বিকেলে ছিল সেই ছবির প্রিমিয়ার। সেই তারকাখচিত ইভেন্টে হাজির ছিলেন রুক্মিণী মৈত্রও। সেখানেই তাঁকে তাঁর নীরব সমর্থকের সঙ্গে সকলের আলাপ করিয়ে দিলেন তিনি। দেব নন। ভাবছেন তাহলে কে সেই ব্যক্তি? পরমব্রত চট্টোপাধ্যায়।
কী জানালেন রুক্মিণী মৈত্র?
সত্যি বলে সত্যি কিছু নেই ছবির প্রিমিয়ারে এদিন রুক্মিণী মৈত্রকে সৃজিত মুখোপাধ্যায়ের সঙ্গে ঢুকতে দেখা যায়। শুধু তাই নয় তাঁরা এদিন প্রিমিয়ারে ঢুকে বিনোদিনী ছবিরও প্রচার করেন। বিনোদিনী একটি নটীর উপাখ্যান ছবিতে রুক্মিণী মৈত্র যেভাবে হাত নেড়েছেন সেভাবে তাঁদের দুজনকে হাত নাড়তে দেখা যায়।
এরপরই এদিন আরও একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে রুক্মিণী মৈত্র পরমব্রত চট্টোপাধ্যায়কে নিয়ে কথা বলছেন। এদিন রুক্মিণী সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, 'এটা আমি বলতে চাই। না বলে পারছি না, সরি। ও এমন একটা মানুষ যার সঙ্গে এখনও পর্যন্ত আমার জীবনে তেমন বেশি হয়তো স্ক্রিন টাইম নেই, শেয়ার করিনি আমি, কিন্তু ও সবসময় আমার পাশে ছিল। ওই হয় না একজন নীরব সমর্থক, সেটাই ও যে সবসময় বলে গেছে আমি কিন্তু আছি। সেই একদম শুরুর দিন থেকে।'
এটা শুনেই পরমব্রত অভিনেত্রীকে খোঁচা দিয়ে বলেন, 'কী ভালো বাংলা বলছে। বিনোদিনী এফেক্ট এটা।'
এরপর রুক্মিণী সত্যি বলে সত্যি কিছু নেই ছবিতে পরমব্রত চট্টোপাধ্যায়ের অভিনয় সম্পর্কে বলেন, 'আমি ছবিটার ট্রেলার আর টিজার দেখেই ওদের (পরম এবং পিয়া) ফোন করেছিলাম। সেদিন পাইনি, পরদিন কথা হতেই বলেছি এটা তুমি কী করেছ। জাস্ট কী করেছ? অবশ্যই পুরো ছবিটাই ভালো, অবশ্যই সবাই ভালো। কৌশিক দা আছে, অনন্যা চট্টোপাধ্যায় আছে কিন্তু ওই একটা সবাইকে ছাপিয়ে যাওয়া মুহূর্ত হয় না, এত বেশি আলাদা ছিল ব্যাপারটা। এটা খালি আজ মিডিয়ার সামনে বলে বলছি না সত্যিই আমি ফোন করে বলেছি এটা।' অভিনেত্রীর কথাকে সমর্থন করেন পিয়া চক্রবর্তীও।
আরও পড়ুন: 'জঘন্য গানকে ভালো বলতে পারলাম না', রহমানের কোন গান সম্পর্কে বিরক্তি উগরে দিলেন সোনু?
প্রসঙ্গত বক্স অফিসে মুখোমুখি হয়েছে রুক্মিণী মৈত্র অভিনীত বিনোদিনী একটি নটীর উপাখ্যান এবং সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত সত্যি বলে সত্যি কিছু নেই। এই ছবিটি এক রুকা হুয়া ফ্যায়সলা ছবির অবলম্বনে তৈরি। রয়েছেন ১২ জন অভিনেতা। তাঁদেরই অন্যতম হলেন পরমব্রত।