রুক্মিণী মৈত্র অভিনীত বিনোদিনী একটি নটীর উপাখ্যান মুক্তি পেয়েছে সপ্তাহখানেক হল। সদ্যই ছবিটি জাতীয় স্তরে মুক্তি পেয়েছে। ইতিমধ্যেই দর্শকদের থেকে দারুণ সাড়া পেয়েছে এই ছবিটি। এবার জানা গেল এই ছবির জন্য রুক্মিণী মৈত্র আস্ত একটি অস্কার স্পিচ তৈরি করেছিলেন। গলাট্টা ইন্ডিয়াকে দেওয়া একটি সাক্ষাৎকারে নিজেই এই কথা জানালেন অভিনেত্রী। আর সেই কথা শুনে হাসি থামছেই না নেটপাড়ার।
আরও পড়ুন: রুক্মিণীর বিনোদিনীকে 'ঠেকাতে' ইচ্ছে করে পাল্টা বিনোদিনী ঘোষণা করেছেন সৃজিত? বোমা ফাটালেন কুণাল
আরও পড়ুন: স্কাই ফোর্সের ঝড়ো ব্যাটিং অব্যাহত! ৭ দিনে কত আয় করল অক্ষয়ের ছবি? কী হাল কঙ্গনার ইমারজেন্সির?
কী জানিয়েছেন রুক্মিণী মৈত্র?
এদিক রুক্মিণী মৈত্র বলেন, 'আমি একটা অস্কার স্পিচ তৈরি করে ফেলেছিলাম। গত ৫ বছর ধরে যখনই আমায় বলা হয়েছে যে আমরা প্রযোজক পেয়ে গেছি এবার ছবিটা হবে, ততবার আমি ওই স্পিচটা তৈরি করেছি। আমার একটা ভাবনা ছিল ছবিটা। আমি আর রাম মাঝেমধ্যেই কথা বলতাম যে আমরা কীভাবে ছবিটা বানাব, কী কী করব সবটা নিয়ে। আর প্রতিবার আমার মাথায় একটা গোটা স্পিচ তৈরি করতাম যে যেদিন এই ছবির ট্রেলার বেরোবে সেদিন আমি কী বলব। এই ছবির জার্নি, ছবির বিষয়ে, আমি নিজে অভিনেত্রী হিসেবে কতটা বদলেছি নিজেকে, এই ছবি আমাকে কতটা সমৃদ্ধ করেছে, এই চরিত্র সবটা নিয়ে কথা বলব বলে ঠিক করে রেখেছিলাম। আমার একটা অস্কার স্পিচ তৈরি ছিল। এমনকি গোল্ডেন গ্লোবসও। সব তৈরি ছিল। আমি বাড়িতে রীতিমত প্র্যাকটিস করতাম আয়নার সামনে দাঁড়িয়ে, বাথরুমে গিয়ে।'
তিনি এরপর বিনোদিনী একটি নটীর উপাখ্যান ছবির ট্রেলার লঞ্চের স্মৃতি হাতড়ে বলেন, 'আমি জানি না আমার কী হল, আমার মাথায় এত কিছু চলছিল যে আমি বাচ্চার মতো কেঁদেই ফেললাম। ওই মুহূর্তটা এতটাই ব্যক্তিগত ছিল যে আমি আবেগ সামলাতে পারিনি। ওই হয় না যে জিনিসটা একদিন হবে, হবে হবে করতে করতে পাঁচ বছর পর অবশেষে সেই দিনটা এল। আর ওইদিন মঞ্চে যখন দাঁড়িয়েছিলাম আমার মাথায় আর কিচ্ছু ছিল না। খালি নিজের ছোটবেলাটাকে যেন দেখতে পাচ্ছিলাম আমার সামনে যে বলেছিল তুমি পেরেছ। নিজেকে নিয়ে গর্বিত হও। পাঁচ বছরের অনুভূতি আর ওই একটা মুহূর্ত।'
পরিশেষে তিনি বলেন, 'ট্রেলারের শেষ সংলাপ ছিল ইস থিয়েটার ম্যায় মেরি জান বসতি হ্যায় গুরমুখ বাবু। আসলে ট্রেলার লঞ্চের দিন আমি রাম কমলকে বলেছিলাম ইস বিনোদিনী ম্যায় মেরি জান বসতি হ্যায় রাম কমল বাবু।'
কে কী বলছেন?
এক ব্যক্তি লেখেন, 'এটাও কি প্র্যাকটিস করে এসেছেন?' দ্বিতীয় ব্যক্তি লেখেন, 'এতটা ভুল ধারণা নিয়ে থাকেন কী করে?' তৃতীয় ব্যক্তি লেখেন, 'আপনি খুবই সাধারণ মানের অভিনেত্রী। ছবিটা পুরোপুরি লাকের উপর ভিত্তি করে পেয়েছেন। টলিউডে আরও অনেক গুণী অভিনেত্রী ছিলেন ছবিটি করার জন্য।' কেউ আবার তাঁকে ‘বাংলার উর্বশী’ বলেও দেগে দেন।