Rukmini-Dev: ‘সম্পর্ক থাক কিংবা না থাক…’, আচমকা কেন এ কথা রুক্মিণীর মুখে? দেবের কাছে রাখলেন আবদার
Updated: 12 Jan 2025, 01:00 PM ISTRukmini-Dev: দেব-রুক্মিণীর প্রেম কাহিনি টলিপাড়ার ওপেন সিক্রেট। রুক্মিণীর সবথেকে বড় সাপোর্ট সিস্টেম দেব, তা প্রমাণ মিলল বিনোদিনীর ট্রেলার লঞ্চেও। প্রেমিকের কাছে কী আবদার নায়িকার?
এদিন রুক্মিণীকে নিজের প্রতিদ্বন্দ্বী বলেছেন দেব। যা শুনে রীতিমতো বাকরুদ্ধ নায়িকা। দেবের কাছে রেখেছেন বিশেষ আবদারও। ট্রেলার লঞ্চে রুক্মিণী জানান, ‘দেবের মতো এমন বড় মনের মানুষ খুব কম আছে। প্রতিটি সম্পর্কই অনিশ্চিত। আমরা জানি না ভবিষ্যতে কী হবে। তবে আমি দেবকে বলে রেখেছি সম্পর্ক থাক কিংবা না থাক, ওর বায়োপিক প্রযোজনার একমাত্র সত্ত্ব (কপিরাইট) যেন আমায় দেয়।’
পরবর্তী ফটো গ্যালারি