দেব অভিনীত ‘খাদান’ ব্লকবাস্টার। তবে শুরু থেকেই এই খাদান-এর জন্য জমিয়ে প্রচার সারতে কোনও প্রচেষ্টাই বাদ দেননি সুপারস্টার দেব। আর এবার পর্দার 'বিনোদিনী' হয়ে রুক্মিণী মৈত্রর নিজেকে প্রমাণ করার পালা। রামকমল মুখোপাধ্যায় পরিচালিত 'বিনোদিনী: এক নটীর উপাখ্যান' আসছে আগামী ২৩ জানুয়ারি।
ছবি মুক্তির আগে ছবির প্রচারে কিছুই বাকি রাখছেন না রুক্মিণীও। দক্ষিণেশ্বর থেকে বেলুড়মঠ সর্বত্রই ছুটে গিয়েছেন তিনি। এমনকি রবিবার 'হরি মন মজায়ে' গান রিলিজের দিন শ্রীচৈতন্যের স্টাইলে পথে নেমে খোল-করতাল সহযোগে নাচতেও দেখা গিয়েছে রুক্মিণীকে। তবে এবার রুক্মিণীর হয়ে ছবির প্রচারে সামিল হলেন বিশষ একজন। ইনি আর কেউ নন, রুক্মিণীর বাড়ির হাউজ হেল্প বা পরিচারিকা 'সৃষ্টি দি'। তিনি অভিনেত্রীর জন্য এবার যা করলেন, তাতে নিজের চোখের জল ধরে রাখতে পারলেন না অভিনেত্রী।
কী করেছেন তিনি?
রুক্মিণীর সৃষ্টিদি তাঁর জন্য ঠিক কী করেছেন, সেটা সকলের সঙ্গে নিজেই সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়েছেন অভিনেত্রী। তবে পরিচারিকা নয়, তাঁকে তাঁর পরিবারের অংশ বলেই উল্লেখ করেছেন রুক্মিণী।
আরও পড়ুন-ঘটা করে নাচতে নাচতে বিয়ে, অতিথিদের কী কী খাওয়ালে শ্বেতা-রুবেল, কী ছিল মেনুতে?
আরও পড়ুন-‘তোমার সাইজ কত?' ফাঁকা ঘরে ডেকে জানতে চান পরিচালক, এবার মুখ খুললেন অনন্যা চট্টোপাধ্যায়
অভিনেত্রী সোশ্যাল মিডিয়ার পাতায় লেখেন, ‘সৃষ্টিদি, ৫ বছর আগে আমাদের বাড়িতে এসেছিলেন। আর এখন আমাদের পরিবারের একজন সদস্য। আজ সকালে উনি এই ভিডিওটি পাঠিয়ে আমাকে অবাক করে দিয়েছেন। সৃষ্টি দি, প্রতিদিন ট্রেনে ভ্রমণ যাতাযাত করেন। আমি তো অবাক এটা দেখে যে উনি নিজের টাকায় আমার আগামী ছবি বিনোদিনীর ২০০ কপি পোস্টার ছাপিয়েছেন। আর সেগুলি ইতিমধ্যেই ট্রেনে তাঁর সহযাত্রীদের মধ্যে বিতরণ শুরু করেছেন। যখন উনি আমাদের কাছে এই কথাটি বলেন, আমার হৃদয় ছুঁয়ে যায়.. আমি আর কান্না চেপে রাখতে পারিনি। কারণ এই ভালোবাসা ও পাশে থাকা সত্যিই বিরল।’
রুক্মিণীর কথায়, ‘আমার মনে হয়, এই মানুষগুলির জন্য আমাদের আরও বেশি করে বাঁচতে ইচ্ছে করে। এরাঁ এই পৃথিবীকে আরও সুন্দর করে তোলেন। বিনোদিনীর এই যাত্রাকে আমার জন্য এমন স্মরণীয় করে তোলার জন্য সৃষ্টিদিকে ধন্যবাদ। আমি তোমাকে ভালোবাসি..।’