রুক্মিণী মৈত্রকে আগামীতে টেক্কা ছবিতে দেখা যাবে। তার আগে তিনি বিশেষ একটি আপডেট দিলেন। কিন্তু তার আগে দেব প্রেয়সীর এ কী হাল হল? কী জানালেন অভিনেত্রী?
আরও পড়ুন: বিষ্ণুর জোড়া অবতারে ধরা দেবেন রণবীর! রামায়ণে দশরথ নয়, কোন চরিত্রে দেখা মিলবে অমিতাভের?
আরও পড়ুন: কেবল অন্তর্বাস পরে পচা ভাদ্রেও উষ্ণতার পারদ চড়ালেন! ইশানের হট ফটোশ্যুট দেখে কী বলছে নেটপাড়া?
কী জানালেন রুক্মিণী?
রুক্মিণী এদিন ইনস্টাগ্রামে একাধিক ছবি শেয়ার করেন। সেখানে দেখা যাচ্ছে তিনি বালিতে বসে আছেন। থুড়ি মরুভূমিতে বসে আছেন। কিন্তু পরনে স্নান পোশাক, মানে বাথ টাওয়েল। সঙ্গে আবার চোখে চশমা। আর শেষ ছবিতে দেখা যাচ্ছে মাথার রোলার লাগিয়ে পোজ দিচ্ছেন তিনি।
ছবিগুলো দেখে এটুকু স্পষ্ট এগুলো তাঁর এবং দেবের সাম্প্রতিক ট্রিপের ছবি। কিন্তু এই বেশে তিনি কেন বালিতে বসে ছিলেন সেটা খোলসা করলেন না। তবে আপডেট দিয়ে এটুকুই কেবল লিখলেন, 'লম্বা এবং বড় উইকেন্ডের দিকে উঁকি ঝুঁকি মারছি।' এই পোস্টের মাধ্যমে তিনি টেক্কা ছবিটির বিষয়ে কোনও ইঙ্গিত দিলেন কিনা স্পষ্ট নয়। তবে আগামীতে তাঁকে সেই ছবিতে দেখা যাবে।
টেক্কা ছবি প্রসঙ্গে
টেক্কা ছবিটির পোস্টার প্রকাশ্যে এসেছে। সমস্ত চরিত্রদের সঙ্গে আলাপ করিয়েছেন দেব। এবার পালা টিজারের। আগামী শুক্রবার, ১৩ সেপ্টেম্বর মুক্তি পাবে টেক্কা ছবির টিজার। এই ছবিতে স্বস্তিকা মুখোপাধ্যায়কে একজন সাংবাদিকের চরিত্রে দেখা যাবে। রুক্মিণী হবেন পুলিশ অফিসার। অন্যান্য চরিত্রে থাকবেন অনির্বাণ চক্রবর্তী, প্রমুখ। ছবির পরিচালনা করেছেন সৃজিত মুখোপাধ্যায়। প্রযোজনায় দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স লিমিটেড। আগামী ৮ অক্টোবর মুক্তি পাবে ছবিটি।
আরও পড়ুন: 'উৎসবে না', এদিকে খোঁপায় ফুল লাগিয়ে চুপিচুপি পুজোর শপিংয়ে গেলেন সোহিনী? সত্যিটা আসলে কী?
পুজোর অন্যান্য ছবি
এই পুজোতে দেবের টেক্কা ছাড়াও আসছে SVF এর সন্তান। রাজ চক্রবর্তী পরিচালিত ছবিতে থাকবেন মিঠুন চক্রবর্তী এবং ঋত্বিক চক্রবর্তী। এছাড়া পথিকৃৎ বসুর শাস্ত্রী তো আছেই। সেখানেও থাকবেন মিঠুন চক্রবর্তী, সঙ্গে দেবশ্রী রায়, সোহম চক্রবর্তী, প্রমুখ। অরিন্দম শীলের একটি খুনির সন্ধানে মিতিন, সহ নায়িকা, ইত্যাদি ছবিও মুক্তি পাবে একই দিনে।