সম্প্রতি বিনোদিনী একটি নটীর উপাখ্যান ছবিটি দেখে রুক্মিণী মৈত্রকে ডেকে পাঠিয়েছিলেন আশুতোষ গোয়ারিকর। এদিন তাঁর অফিসে গিয়ে তাঁর সঙ্গে দেখা করে এলেন পর্দার হবু বিনোদিনী। জানালেন লাগান পরিচালকের সঙ্গে দেখা করার অভিজ্ঞতা থেকে তিনি কী কী শিখলেন সবটা।
আরও পড়ুন: পরিচারিকার চ্যাঁচেমেচিতে ছুটে আসেন সইফ! ধস্তাধস্তিতেই আহত হন অভিনেতা, দাবি পুলিশের
আশুতোষ গোয়ারিকরের সঙ্গে দেখা হওয়া নিয়ে কী জানালেন রুক্মিণী মৈত্র?
এদিন সোশ্যাল মিডিয়ায় রুক্মিণী মৈত্র তাঁর এবং আশুতোষ গোয়ারিকরের একটি ছবি পোস্ট করেন। সেখানে অভিনেত্রীকে সাদা শার্ট এবং জিন্স পরে থাকতে দেখা যাচ্ছে। অন্যদিকে আশুতোষ গোয়ারিকরকে ছাই রঙা শার্ট এবং জিন্স পরে থাকতে দেখা যাচ্ছে। এই ছবিটি পোস্ট করে অভিনেত্রী এদিন এক্স হ্যান্ডেল অর্থাৎ যা আগে টুইটার নামে পরিচিত ছিল সেখানে লেখেন, ‘ এই দিনটি আমার কাছে ভীষণ বড় একটা দিন। আশুতোষ গোয়ারিকর নিজে ফোন করে আমায় ডেকেছিলেন তাঁর অফিসে। আমাদের বিনোদিনীর প্রথম কাট দেখার পর তিনি তাঁর মুম্বইয়ের অফিসে আমায় ডেকে পাঠান। আর বলাই বাহুল্য আমি বহু অভিনেতার স্বপ্ন বাঁচছি এখন। সেই অফিস, সেই মানুষ এবং সেই নম্রতা। আমরা কথা বললাম, পারফরমেন্স নিয়ে নোট নিলাম। এবং অবশ্যই জীবন নিয়ে।’
রুক্মিণী মৈত্র এদিন আরও জানান যে বিনোদিনী একটি নটীর উপাখ্যান দেখে আশুতোষ গোয়ারিকর কী জানিয়েছেন। লাগান পরিচালকের কথায়, 'রুক্মিণী মৈত্র বিনোদিনী জির চরিত্রটি দারুণ ভাবে ফুটিয়ে তুলেছেন। ওঁকে দেখতেও দারুণ লাগছে, দারুণ নেচেছে। দারুণ পারফর্ম করেছে। এই ছবিটি ভারতীয় নাট্য জগতকে এক দুর্দান্ত শ্রদ্ধা জানানো হল এবং অবশ্যই তাঁর হিরোদের। বিনোদিনীর জন্য অনেক শুভেচ্ছ রইল।'
প্রসঙ্গত ইতিমধ্যেই বিনোদিনী একটি নটীর উপাখ্যান ছবিটির ট্রেলার সহ একাধিক গান মুক্তি পেয়েছে। দর্শকদের নজর কেড়েছে এগুলো।
বিনোদিনী ছবিটি প্রসঙ্গে
আগামী ২৩ জানুয়ারি মুক্তি পাচ্ছে বিনোদিনী একটি নটীর উপাখ্যান। ছবিটির পরিচালনা করেছেন রাম কমল মুখোপাধ্যায়। ছবির প্রযোজনার দায়িত্ব সামলেছে দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স লিমিটেড।