জানুয়ারি মাসের ২৩ তারিখ মুক্তি পায় ‘বিনোদিনী একটি নটীর উপাখ্যান’। ৫ বছরের অপেক্ষার পর রুক্মিণী মৈত্র অভিনীত ছবিটি বড় পর্দায় আসতেই প্রশংসা, ভালোবাসায় ভরিয়ে দেন দর্শকরা। এবার দেশের গণ্ডি পেরিয়ে বিদেশের মাটিতে স্বীকৃতি পেল এই ছবি।
আরও পড়ুন: তৈরি স্ক্রিপ্ট, তাও রাম কমল কেন বললেন, 'জানি না দ্রৌপদীর ভবিষ্যৎ'? ‘লক্ষ্মীকান্তপুর লোকাল’ আসছে কখন?
‘বিনোদিনী একটি নটীর উপাখ্যান’ ছবির মুকুটে নয়া পালক
সাউথ এশিয়ান ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে একটি নয়, তিন তিনটি বিভাগে পুরস্কৃত হয়েছে ‘বিনোদিনী একটি নটীর উপাখ্যান’। সেরা পরিচালক, সেরা অভিনেত্রী এবং সেরা দর্শকদের পছন্দের ছবির খেতাব পেয়েছে রাম কমল মুখোপাধ্যায় পরিচালিত ছবিটি।
প্রথম বাংলা ছবি তো বটেই, প্রথম পূর্ণ দৈর্ঘ্যের ছবিতেই এত বড় সাফল্য পেতেই রাম কমল মুখোপাধ্যায় হিন্দুস্থান টাইমস বাংলাকে জানান, 'এটা বিশাল একটা প্রাপ্তি। আমি সেরা পরিচালক পুরস্কার পেয়েছি, রুক্মিণী সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছে। আর ছবিটি সেরা দর্শকদের পছন্দের পুরস্কার পেয়েছে। ইতিমধ্যেই সারা দেশে মুক্তি পেলেও, বিনোদিনী যে আমেরিকায় গেল, বিনোদিনীর গল্প যে বিদেশে গেল, সম্মান পেল সেটার অনুভূতি বলে বোঝানো যাবে না। আমার মনে হয় এখান থেকে আমাদের সফরটা আসলে শুরু হল। আমি আর রুক্মিণী যেটা সবসময় বলি যে পিকচার অভি বাকি হ্যায় মেরে দোস্ত। আমার মনে হয় আমাদের বিনোদিনীর সফরের এটা কোথাও একটা মধ্যান্তর। সিনেমাটা শেষ হয়নি এখনও।'
সেখানে দর্শকদের থেকে কেমন প্রতিক্রিয়া পেয়েছে ছবিটি সেটা জিজ্ঞেস করায় পরিচালক জানান, 'ফ্লোরিডার ট্যাম্পায় সপ্তাহান্তে শো ছিল। আমাদের জানানো হয়েছে ছবিটি হাউজফুল হয়েছে। আরও দর্শক ঢোকার চেষ্টা করেছিলেন। কিন্তু সমস্ত আসন ভরে যাওয়ায় সেটা সম্ভব হয়নি। ওঁদের তরফে জানানো হয়েছে যদি আরও কয়েকটা শো আমরা করতে পারি তাহলে ভালো হয়।'
‘বিনোদিনী একটি নটীর উপাখ্যান’ প্রসঙ্গে
এই ছবিতে নাম ভূমিকায় আছেন রুক্মিণী মৈত্র। গুরমুখ রাইয়ের চরিত্রে দেখা যাচ্ছে মীর আফসার আলিকে। কুমারের চরিত্রে রয়েছেন ওম সাহানি। গিরিশ চন্দ্র ঘোষ হিসেবে ধরা দিয়েছেন কৌশিক গঙ্গোপাধ্যায়। রাঙা বাবু এবং রামকৃষ্ণদেবের ভূমিকায় যথাক্রমে আছেন রাহুল বসু এবং চন্দন রায় সান্যাল। ছবিটির পরিচালনা করেছেন রাম কমল মুখোপাধ্যায়। ছবির প্রযোজনার দায়িত্ব সামলেছে দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স লিমিটেড এবং প্রমোদ ফিল্মস।