বাংলা নিউজ > বায়োস্কোপ > Dev-Rukmini: টেক্কা মুক্তির আগেই বড় সুখবর দিলেন দেব-রুক্মিণী,২০২৫-এর ২৩শে জানুয়ারি মহাধামাকা

Dev-Rukmini: টেক্কা মুক্তির আগেই বড় সুখবর দিলেন দেব-রুক্মিণী,২০২৫-এর ২৩শে জানুয়ারি মহাধামাকা

টেক্কা মুক্তির আগেই বড় সুখবর দিলেন দেব-রুক্মিণী,২০২৫-এর ২৩শে জানুয়ারি মহাধামাকা

Dev-Rukmini: পুজোয় কিডন্যাপার দেবকে টেক্কা দেবেন পুলিশ অফিসার রুক্মিণী। তার আগেই সুখবর দিলেন দেব। 

টলিউডের অন্য়তম চর্চিত জুটি দেব-রুক্মিণী। গত ৭ বছরে পর্দায় রক্মিণীর সঙ্গে সবচেয়ে বেশিবার জুটি বেঁধেছেন দেব। তবে এই পুজোয় পরস্পরকে টেক্কা দেবেন দুজনে। সৃজিতের পুজো রিলিজে কিডন্যাপার দেবকে কাবু করার গুরুদায়িত্ব ক্রাইম ব্রাঞ্চ অফিসার রুক্মিণীর উপর। আরও পড়ুন-মুখ খুলে মমতাকে ‘অসম্মান’ করতে চান না, উৎসব-বিতর্কে তাই নীরবতা বজায় রাখলেন সোহম

পর্দায় দেব-রুক্মিণীর দ্বৈরথ দেখতে উদগ্রীব দর্শক। তবে তার আগে এল বড় খবর। আগামী বছরের শুরুতেই ফের জুটিতে দেব-রুক্মিণী। তবে এবার বদলাচ্ছে সমীকরণ। রুক্মিণীর পরবর্তী ছবি ‘বিনোদিনী…একটি নটীর আখ্যান’ মুক্তি পাবে ২০২৫-এর ২৩শে জানুয়ারি। মহালয়ার দিনেই সেই সুখবর জানিয়ে দিলেন দেব-রুক্মিণী। রামকমল মুখোপাধ্য়ায় পরিচালিত এই ছবিতে ‘বিনোদিনীর যুগকে পুনর্নির্মাণ করা হয়েছে।

ঊনবিংশ শতকের বাংলা মঞ্চের একজন অভিনেত্রী বিনোদিনী দাসী। সেই লুকে রুক্মিণী আগেই চমকে দিয়েছেন, এবার বড় পর্দায় আসছে সেই ছবি। ‘বিনোদিনী…একটি নটীর আখ্যান’ প্রযোজনায় রয়েছেন দেব। ছবির একটি মোশন পোস্টার এদিন শেয়ার করে নেন দেব। লেখেন-'থিয়েটার এবং বঙ্গ রঙ্গমঞ্চের মহানায়িকা বিনোদিনী আসছেন তাঁর অজানা কথা শোনাতে! আগামী ২৩শে জানুয়ারি ২০২৫, সিনেমার পর্দায় ঝড় তুলবে এই বিশ্ব বিখ্যাত অভিনেত্রীর জীবন কাহিনী'। 

দীর্ঘদিন আগেই শেষ হয়েছে রামকমলের এই ছবির পোস্ট প্রোডাকশনের কাজ। বড় স্কেলে বানানো হয়েছে এই ছবি। প্রেমিকার ছবির পয়সা ঢালতে কসুর করেননি দেবও। লোকসভা ভোটের পরপরই মুক্তি পাওয়ার কথা ছিল এই ছবির। কিন্তু কথা এগোয়নি। অবশেষে নতুন বছরে নতুন রূপে সামনে আসবেন রুক্মিণী। ২০২২-এর সেপ্টেম্বর মাসে ঘোষণা হয়েছিল এই ছবির। এরপর ২০২৩ সালের মার্চেই শেষ হয় শ্যুটিং। 

প্রসঙ্গত, রামকমলের এই ছবিতে বিনোদিনী হয়ে উঠতে কিছু কম কাঠখড় পোহাতে হয়নি রুক্মিণী মৈত্রকে। জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তীর কাছে বিশেষ প্রশিক্ষণ নিয়েছেন তিনি। নিয়মিত নাচের তালিমও নিয়েছেন। এবিষয়ে এর আগে হিন্দুস্তান টাইমস বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে রুক্মিণী জানিয়েছিলেন, তিনি বিরজু মহারাজের শিষ্য সৌভিক চক্রবর্তীর কাছে কত্থক শিখেছেন। এছাড়াও তাঁর ক্লাসিক্যাল ডান্সের গুরুজি ছিলেন নৃত্যশিল্পী মনীষা বসু। শুধু তাই নয়, বিনোদিনী হয়ে উঠতে অন্য সব পোশাক ছেড়ে সেই মুহূর্তে শুধু শাড়ি পরছিলেন রুক্মিণী।

ডিসেম্বরে খাদান নিয়ে আসছেন দেব। সেই ছবি মুক্তির এক মাসের মধ্যেই আসবে রুক্মিণীর নতুন ছবি। সব মিলিয়ে দেব-দেবী এই শীতেও বেজায় ব্যস্ত। দম ফেলবার ফুরসৎ নেই তাঁদের। 

বায়োস্কোপ খবর

Latest News

মেষ-বৃষ-মিথুন-কর্কট রাশির কেমন কাটবে রবিবার? জানুন রাশিফল পুজোর আগে শেষ রবিতে বেশি বৃষ্টি হবে একাধিক জেলায়! চতুর্থী থেকে আরও ভাসবে বাংলা? বাংলা-সহ পাঁচটি ভাষাকে ধ্রুপদী স্বীকৃতি দিতে নিয়ম সংশোধন করেছে কেন্দ্র 'আমার মেয়ে একমাস…' জয়নগর কাণ্ডের পর প্রতিক্রিয়া সুদীপ্তার, ক্ষুব্ধ স্বস্তিকারা পুজো বন্ধ করলেই ‘বিপদ’ হয়, জঙ্গলমহলের এই গুহায় আজও হয় দুর্গাপুজো 'বিয়ের বয়স হয়েছে, ওরা আমার মেয়ে কি', খেপে মঞ্চ ছাড়ল ‘ধর্ম প্রচারক’ জাকির নায়েক ব্যাটারদের ব্যর্থতা, ইংল্যান্ডের বিরুদ্ধে জেতার সুযোগ হাতছাড়া করল বাংলাদেশ! ৪২ হাজারের মধ্যে সরকারি অনুদান প্রত্যাখ্যান মাত্র ৫৯টি পুজো কমিটির: রিপোর্ট ‘অনন্যার কেরিয়ারের সেরা কাজ…’, CTRL দেখে প্রশংসায় পঞ্চমুখ পরিচালক অনুরাগ কাশ্যপ স্তন ক্যানসার হওয়ার পর ১ম জন্মদিন, হিনার জন্য় বিশেষ চমক অনুরাগীদের, কী এল উপহারে

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.