সদ্যই মুক্তি পেয়েছে দেব প্রযোজিত এবং রুক্মিণী মৈত্র অভিনীত বিনোদিনী একটি নটীর উপাখ্যান ছবি। সেই ছবির বিষয়ে কথা বলতে গিয়ে উঠে এল তাঁর এবং দেবের সম্পর্কের রসায়ন থেকে তিনি দেবের কোন গুণ দেখে আকৃষ্ট হয়েছেন সেই সমস্ত অজানা কথা।
দেবকে নিয়ে কী জানালেন রুক্মিণী?
এদিন ফিভার এফএমের সঙ্গে খেলা একটি র্যাপিড ফায়ার রাউন্ডে রুক্মিণী জানান দেব তাঁর দুর্বলতা নন। একই সঙ্গে ফাঁস করলেন দেবের কোন গুণে তিনি আকৃষ্ট। এই বিষয়ে পর্দার বিনোদিনী জানালেন, 'দেব আমার দুর্বলতা নয়, আমার শেষ সম্বল। দেবের বুদ্ধি, হিউমার আমার ভালো লাগে। আমি ওর ওই গুণ দেখেই আকর্ষিত হয়েছি।'
দেবকে যদি হট না লাগে, তাহলে কাকে লাগে? এই বিষয়ে রুক্মিণী মৈত্রের সাফ উত্তর, 'প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে। উনি দারুণ হট। আমি নিজে ওঁকে লিখে লিখে পাঠাই। আমি ওঁকে আমার ছবিতে বাবা হওয়ার জন্য ফোন করেছিলাম। উনি বলেছিলেন শোন আমি তোর বাবা হওয়ার নয়, খালি প্রেমিক হওয়ার যোগ্য। অযোগ্য ছবিটা দেখে নে।'
বিনোদিনী ছবিটি মুক্তি পাওয়ার আগে অনেকেই বলেছিলেন এই ছবিতে রুক্মিণী মৈত্রকে নাকি নেওয়া হয়েছে যেহেতু দেব এই ছবির প্রযোজক। এবার সেই বিষয়েও নাম না করে যাঁরা কটাক্ষ করেছেন তাঁদের উত্তর দিলেন অভিনেত্রী। বললেন, 'আমার সঙ্গে বিনোদিনীর ক্রেডিবিলিটির স্ট্রাগলের মিল আছে। একটা মেয়ে যখনই কিছু করে এই পুরুষতান্ত্রিক সমাজে সেটার কৃতিত্ব অন্য কাউকে দিয়ে দেওয়া হয়। কিন্তু যখন একটা সময় আসে যখন এই গোটা ভুল ধারণাকে ভেঙে দেয়। আমার জীবনে হয়তো সেটা বিনোদিনী আনছে।'
আরও পড়ুন: শাড়ি থেকে চুমু বিতর্কে বেফাঁস মন্তব্য করে ট্রোলড, মমতা শঙ্কর বললেন, ‘মেয়ে হিসেবে একটা মান সম্মান…’
বিনোদিনী একটি নটীর উপাখ্যান ছবি প্রসঙ্গে
এই ছবিতে নাম ভূমিকায় আছেন রুক্মিণী মৈত্র। গুরমুখ রাইয়ের চরিত্রে দেখা যাচ্ছে মীর আফসার আলিকে। কুমারের চরিত্রে আছেন ওম সাহানি। গিরিশ চন্দ্র ঘোষ হিসেবে ধরা দিয়েছেন কৌশিক গঙ্গোপাধ্যায়। এবং রাঙা বাবু হিসেবে আছেন রাহুল বসু। রামকৃষ্ণদেব হিসেবে আছেন চন্দন রায় সান্যাল। ২৩ জানুয়ারি মুক্তি পেয়েছে বিনোদিনী একটি নটীর উপাখ্যান। ছবিটির পরিচালনা করেছেন রাম কমল মুখোপাধ্যায়। ছবির প্রযোজনার দায়িত্ব সামলেছে দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স লিমিটেড।